Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

8 STAFFS VACANCY IN INDIAN MUSEUM / কলকাতার মিউজিয়ামে ৮

Advt. No. 03/2023

Indian Museum, Kolkata invites applications for the following posts.

Post: Curator, Publication Officer, Deputy Curator, Head Modeller, Library and Information Officer.

Total vacancy: 8. Curator: 4, Publication Officer: 1, Deputy Curator: 1, Head Modeller: 1, Library and Information Officer: 1.

Eligibility: post wise different.

Age Limit: post wise different.

Pay Scale: post wise different.

Last Date for Submit Application: 5th June, 2023 till 5 pm.

………………………………………………………………………………

কেন্দ্রীয় সরকারের সংসৃকতি মন্ত্রকের অধীন কলকাতার ভারতীয় জাদুঘরে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অফিসার, হেড মডেলার, ডেপটি কিউরেটর, পাবলিকেশন অফিসার, কিউরেটর পদে ৮ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত পাঠাতে হবে ৫ জুন, ২০২৩ এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অফিসার: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইন্ডিয়ান হিস্ট্রি / অ্যানথ্রোপোলজি / আর্টস বিষয়ে মাস্টার ডিগ্রি বা সমতুল অনার্স ডিগি পাশ হতে হবে৷ লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা পাশ হতে হবে৷ কোনো লাইব্রেরিতে (মিউজিয়াম লাইব্রেরি অগ্রগণ্য) ৭ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ আর্কিয়োলজি / আর্ট / অ্যানথ্রোপোলজি বিষয়ে প্রকাশিত রিসার্চ ওয়ার্ক থাকা আবশ্যক৷ বয়স: ৫ জুন, ২০২৩ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ বেতনক্রম: সবরকম ভাতা মিলিয়ে চাকরির শুরুতে ৬৪,৯৩৮ টাকা বেতন হবে৷

(২) হেড মডেলার: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে মডেলিং স্কাল্পচার বিষয়ে ডিগ্রি বা ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা হবে৷ বয়স: ৫ জুন, ২০২৩ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ বেতনক্রম: সবরকম ভাতা মিলিয়ে চাকরির শুরুতে ৬৪,৯৩৮ টাকা বেতন হবে৷

(৩) ডেপুটি কিউরেটর (কনজারভেশন): কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বি.এসসি পাশের পর কেমিস্ট্রি / কনজারভেশন / ফাইন আর্টস বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ প্রকাশিত রিসার্চ ওয়ার্ক থাকতে হবে৷ কোনো জাতীয় মিউজিয়ামে ৫ বছর কাজের অভিজ্ঞতা বা আন্তর্জাতিক মিউজিয়ামে কিউরেটর পদে ৮ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কমিপউটার জানা আবশ্যক৷ বয়স: ৫ জুন, ২০২৩ এর হিসেবে ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ বেতনক্রম: সবরকম ভাতা মিলিয়ে চাকরির শুরুতে ১,০৫,০৩৩ টাকা বেতন হবে৷

(৪) পাবলিকেশন অফিসার: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে হিস্ট্রি (অ্যানসিয়েন্ট / মেডিভ্যাল / মডার্ন) / ইংরেজি / বাংলা / পার্সিয়ান /অ্যারাবিক / ফাইন আর্টস / মাস কমিউনিকেশন বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ সুপরিচিত জার্নালে আর্ট / লিটারেটার / হিস্ট্রির উপর ইংরেজি / উর্দু / হিন্দি / বাংলা ভাষায় প্রকাশিত কোনো আর্টিকেল  প্রকাশিত হতে হবে৷ পাবলিকেশন ওয়ার্কের প্র্যাকটিক্যাল ট্রেনিং থাকা আবশ্যক৷ বয়স: ৫ জুন, ২০২৩ এর হিসেবে ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ বেতনক্রম: সবরকম ভাতা মিলিয়ে চাকরির শুরুতে ১,২৪,৬৩৭ টাকা বেতন হবে৷

(৫) কিউরেটর (কনজারভেশন): কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বি.এসসি পাশের পর কেমিস্ট্রি / কনজারভেশন / ফাইন আর্টস বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ প্রকাশিত রিসার্চ ওয়ার্ক থাকতে হবে৷  কোনো জাতীয় / আন্তর্জাতিক মিউজিয়ামে পে লেভেল ১০ বেতনক্রমের স্তরে ৫ বছরের কিউরেটোরিয়াল অভিজ্ঞতা বা পে লেভেল ৮ বেতনক্রমের স্তরে ৬ বছরের কিউরেটোরিয়াল অভিজ্ঞতা বা পে লেভেল ৭ বেতনক্রমের স্তরে ৭ বছরের কিউরেটোরিয়াল অভিজ্ঞতা বা পে লেভেল ৬ বেতনক্রমের স্তরে ১০ বছরের কিউরেটোরিয়াল অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ সংসৃকত / পালি / প্রাকৃত / পার্সিয়ান বা আরবি ভাষা লিখতে ও পড়তে জানতে হবে৷ বয়স: ৫ জুন, ২০২৩ এর হিসেবে ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ বেতনক্রম: সবরকম ভাতা মিলিয়ে চাকরির শুরুতে ১,২৪,৬৩৭ টাকা বেতন হবে৷

(৬) কিউরেটর (ফাইন আর্টস অ্যান্ড ক্রাফটস): কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি কালচার অ্যান্ড আর্কিয়োলজি / হিস্ট্রি / হিস্ট্রি অফ আর্ট বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ ফাইন আর্টস া্যান্ড ক্রাফটস বিষয়ে প্র্যাকটিক্যাল ট্রেনিং থাকতে হবে৷ কম্পিউটার জানতে হবে৷ প্রকাশিত রিসার্চ ওয়ার্ক থাকতে হবে৷  কোনো জাতীয় / আন্তর্জাতিক মিউজিয়ামে পে লেভেল ১০ বেতনক্রমের স্তরে ৫ বছরের কিউরেটোরিয়াল অভিজ্ঞতা বা পে লেভেল ৮ বেতনক্রমের স্তরে ৬ বছরের কিউরেটোরিয়াল অভিজ্ঞতা বা পে লেভেল ৭ বেতনক্রমের স্তরে ৭ বছরের কিউরেটোরিয়াল অভিজ্ঞতা বা পে লেভেল ৬ বেতনক্রমের স্তরে ১০ বছরের কিউরেটোরিয়াল অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ সংসৃকত / পালি / প্রাকৃত / পার্সিয়ান বা আরবি ভাষা লিখতে ও পড়তে জানতে হবে৷ বয়স: ৫ জুন, ২০২৩ এর হিসেবে ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ বেতনক্রম: সবরকম ভাতা মিলিয়ে চাকরির শুরুতে ১,২৪,৬৩৭ টাকা বেতন হবে৷

(৭) কিউরেটর (অ্যানথ্রোপোলজি): কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যানথ্রোপোলজি বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ প্রকাশিত রিসার্চ ওয়ার্ক থাকতে হবে৷  কোনো জাতীয় / আন্তর্জাতিক মিউজিয়ামে পে লেভেল ১০ বেতনক্রমের স্তরে ৫ বছরের কিউরেটোরিয়াল অভিজ্ঞতা বা পে লেভেল ৮ বেতনক্রমের স্তরে ৬ বছরের কিউরেটোরিয়াল অভিজ্ঞতা বা পে লেভেল ৭ বেতনক্রমের স্তরে ৭ বছরের কিউরেটোরিয়াল অভিজ্ঞতা বা পে লেভেল ৬ বেতনক্রমের স্তরে ১০ বছরের কিউরেটোরিয়াল অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ৫ জুন, ২০২৩ এর হিসেবে ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ বেতনক্রম: সবরকম ভাতা মিলিয়ে চাকরির শুরুতে ১,২৪,৬৩৭ টাকা বেতন হবে৷

(৮) কিউরেটর (আর্কিয়োলজি): কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি কালচার অ্যান্ড আর্কিয়োলজি / হিস্ট্রি / হিস্ট্রি অফ আর্ট বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ আর্কিয়োলজি বিষয়ে প্র্যাকটিক্যাল ট্রেনিং ও অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটার জানতে হবে৷ প্রকাশিত রিসার্চ ওয়ার্ক থাকতে হবে৷ কোনো জাতীয় / আন্তর্জাতিক মিউজিয়ামে পে লেভেল ১০ বেতনক্রমের স্তরে ৫ বছরের কিউরেটোরিয়াল অভিজ্ঞতা বা পে লেভেল ৮ বেতনক্রমের স্তরে ৬ বছরের কিউরেটোরিয়াল অভিজ্ঞতা বা পে লেভেল ৭ বেতনক্রমের স্তরে ৭ বছরের কিউরেটোরিয়াল অভিজ্ঞতা বা পে লেভেল ৬ বেতনক্রমের স্তরে ১০ বছরের কিউরেটোরিয়াল অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ৫ জুন, ২০২৩ এর হিসেবে ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ বেতনক্রম: সবরকম ভাতা মিলিয়ে চাকরির শুরুতে ১,২৪,৬৩৭ টাকা বেতন হবে৷

উল্লিখিত সব পদের বেলায় বয়সের হিসেব করতে হবে ১৩ মে, ২০২৩ অনুযায়ী৷ ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে https://indianmuseumkolkata.org ওয়েবসাইটে ৷ প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷  দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি আঠা দিয়ে লাগাতে হবে৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে তার সঙ্গে আনুষঙ্গিক নথিপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি জমা দিতে হবে৷ নথিপত্র সহ দরখাস্ত একটি মুখবন্ধ করা খামে ভরে এই ঠিকানায় পাঠাতে হবে —To The Director Incharge, Indian Museum, 27 Jawaharlal Nehru Road, Kolkata – 700016৷ খামের উপর আবেদন করা পদের নাম উল্লেখ করে দিতে হবে৷ নথিপত্র সহ পূরণ করা দরখাস্ত একটি পিডিএফ ফাইলে স্ক্যান করে নিম্নলিখিত ই-মেল আইডিতে অবশ্যই মেল করে দেবেন indianmuseumkolkata2@gmai.com৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official website: https://indianmuseumkolkata.org/

Official Notification: Click here

 

 

Share it :