Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

8 TECHNICAL OFFICERS IN IPR / কেন্দ্রীয় গবেষণা সংস্থায় ৮ টেকনিক্যাল অফিসার

Advt. No. 06/2022

Institute for Plasma Research invites applications for recruitment to the post of Project Scientific Assistant for several branches/disciplines

Post: Technical Officer

Total Vacancy: 8

Eligibility: BE/BTech in relevant Engineering branches.

Age limit: 30 years as on 18.11.2022

Remuneration: Rs. 56,100

Last Date of Online Application: 18.11.2022

………………….

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর প্লাজমা রিসার্চ টেকনিক্যাল অফিসার-সি পদে ৮ জন নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৮ নভেম্বর, ২০২২ বিকেল সাড়ে ৫টার মধ্যে৷

যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিং / কম্পিউটার ইঞ্জিনিয়ারিং / কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং / মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় বিই / বিটেক পাশ হতে হবে৷ বয়স: ১৮ নভেম্বর, ২০২২ অনুযায়ী ৩০ বছরের মধ্যে৷ সংরক্ষিত প্রার্থীরা কেন্দ্রীয় আইন অনুসারে বয়সের ছাড় পাবেন৷ শাখা অনুযায়ী শূন্যপদ: (১) মেকানিক্যাল: ৩, (২) সিভিল: ২, (৩) কম্পিউটার: ২, ইলেকট্রিক্যাল: ১৷ মূল বেতন: ৫৬,১০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে www.ipr.res.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইনে দরখাস্ত ফি ২০০ টাকা জমা করার পর পেমেন্ট রিসিপ্ঢ ডাউনলোড করে প্রিন্ট করতে হবে৷ তপশিলি সম্প্রদায়, মহিলা, শারীরিক প্রতিবন্ধী / আর্থিকভাবে অনগ্রসর / প্রাক্তন সমরকর্মীদের বেলায় কোনো ফি লাগবে না৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা রঙিন পাসপোর্ট ছবি, পেমেন্ট রিসিপ্ঢ (যদি প্রযোজ্য হয়) এবং বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট / সার্টিফিকেট, অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি প্রযোজ্য হয়), কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়) স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: স্ক্রিনিং টেস্ট / ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ প্রয়োজনে লিখিত পরীক্ষাও নেওয়া হতে পারে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Websitewww.ipr.res.in

Official Notification: Click Here

Share it :