Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

80 FIELD ENGINEERS & FIELD OFFICERS IN SJVN LTD. / এসজেভিএন লিমিটেডে ৮০

Advt. No.  105/2022

SJVN Limited invites online applications for the following posts.

Post: Field Engineer, Field Officer.

Total vacancy: 80.

Eligibility: post wise different.

Age Limit: within 30 years.

Salary: 60,000/-

Last Date of Online Application: 10th January, 2023

……………………….

কেন্দ্রীয় সরকারের শক্তি মন্ত্রকের অধীন এসজেভিএন লিমিটেড ‘ফিল্ড ইঞ্জিনিয়ার’ ও ‘ফিল্ড অফিসার’ পদে ৮০ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে৷ ৩ বছরের চুক্তিতে এই নিয়োগ হবে যা পরে কাজের দক্ষতার উপর বিবেচনা করে আরো ২ বছর বাড়তে পারে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১০ জানুয়ারি, ২০২৩ এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) ফিল্ড ইঞ্জিনিয়ার (সিভিল): সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পূর্ণ সময়ের ডিগ্রি পাশ হতে হবে৷ শূন্যপদ: ২৫ (জেনাঃ ১৩, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ৬, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷

(২) ফিল্ড ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল): মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পূর্ণ সময়ের ডিগ্রি পাশ হতে হবে৷ শূন্যপদ: ১৫ (জেনাঃ ৮, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷

(৩) ফিল্ড ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল): ইলেকট্রিক্যাল / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে পূর্ণ সময়ের ডিগ্রি পাশ হতে হবে৷ শূন্যপদ: ২৫ (জেনাঃ ১৩, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ৬, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷

(৪) ফিল্ড ইঞ্জিনিয়ার (এনভায়রনমেন্ট): এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিংয়ে পূর্ণ সময়ের ডিগ্রি পাশ অথবা এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং / এনভায়রনমেন্টাল সায়েন্সে রেগুলারে ২ বছরের পূর্ণ সময়ের ডিগ্রি পাশ হতে হবে৷ শূন্যপদ: ৩ (অসংরক্ষিত)৷

(৫) ফিল্ড অফিসার (এফ অ্যান্ড এ): সিএ / আইসিডব্লুএ-সিম্যাট / এমবিএ (ফিন্যান্স) পাশ হতে হবে৷ শূন্যপদ: ৬ (জেনাঃ ৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ১)৷

(৬) ফিল্ড অফিসার (এইচআর): গ্র্যাজুয়েট সঙ্গে পার্সোনেল / এইচআর পেপারে স্পেশালাইজেশন সহ ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা বা এমবিএ পাশ হতে হবে৷ শূন্যপদ: ৬ (জেনাঃ ৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ১)৷ এককালীন বেতন: সব পদের বেলায় প্রতি মাসে ৬০,০০০ টাকা৷

উল্লিখত সব পদের বেলায় ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর (ওবিসি হলে ১৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ হলে ১৫ বছর) বয়সের ছাড় পাবেন৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে www.sjvn.nic.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই ৫০০ কেবি সাইজের মধ্যে জেপিজি / জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ৬০০ টাকা (জিএসটি অতিরিক্ত) অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ প্রার্থী বাছাই হবে অনলাইন লিখিত পরীক্ষা, গ্রুপ ডিসকাশন ও পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে৷ অতিরিক্ত  তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official websitehttps://sjvn.nic.in/

Get detailsClick Here

 

Share it :