Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

80 JOB OPENINGS IN TATA MEMORIAL CENTRE / টাটা মেমোরিয়াল সেন্টারে ৮৬ কর্মী

Advt. No. ACTREC/ADVT-A-2/2022

Tata Memorial Centre invites online applications for the following posts.

Post: Scientific Officer-E, Scientific Officer-D, Assistant Accounts Officer, Assistant Purchase Officer, Nurse- A Female, Nurse-A, Scientific Assistant Grade-B, Assistant Security Officer, Lower Division Clerk.

Total vacancy: 80.

Eligibility: post wise different.

Age limit: post wise different.

Salary:  post wise different.

Last Date of Online Application: 8th March, 2022 till 5:30 pm.

………………………………………………………………………………….

টাটা মেমোরিয়াল সেন্টার সায়েন্টিফিক অফিসার ই, সায়েন্টিফিক অফিসার ডি, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার, অ্যাসিস্ট্যান্ট পারচেজ অফিসার, নার্স এ ফিমেল, নার্স এ, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি, অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার, লোয়ার ডিভিশন ক্লার্ক পদে ৮৬ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ৮ মার্চ, ২০২২ বিকেল সাড়ে ৫টার মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) নার্স এ, ফিমেল: জিএনএম পাশের পর অঙ্কোলজি নার্সিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে অথবা বেসিক / পোস্ট বেসিক বি.এসসি নার্সিং পাশ হতে হবে৷ ইন্ডিয়ান / স্টে নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে৷ ৫০ শয্যাবিশিষ্ট কোনো হাসপাতালে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ প্রার্থীদের অবশ্যই হেপাটাইটিসের টিকা নিয়ে থাকতে হবে৷ বয়স হতে হবে ৮ মার্চ, ২০২২ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪৪ (জেনাঃ ৮, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ১০, ওবিসি ৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১৩, শারীরিক প্রতিবন্ধী ৩)৷ বেতনক্রম: ৪৪,৯০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(২) নার্স এ: জিএনএম পাশের পর অঙ্কোলজি নার্সিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে অথবা বেসিক / পোস্ট বেসিক বি.এসসি নার্সিং পাশ হতে হবে৷ ইন্ডিয়ান / স্টে নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে৷ ৫০ শয্যাবিশিষ্ট কোনো হাসপাতালে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ প্রার্থীদের অবশ্যই হেপাটাইটিসের টিকা নিয়ে থাকতে হবে৷ বয়স হতে হবে ৮ মার্চ, ২০২২ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩)৷ বেতনক্রম: ৪৪,৯০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(৩) লোয়ার ডিভিশন ক্লার্ক: যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ও কমপক্ষে ৩ মাসের কম্পিউটার কোর্স করে থাকতে হবে৷ ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স হতে হবে ৮ মার্চ, ২০২২ এর হিসেবে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৩ (জেনাঃ ৫, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১, শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ১)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(৪) সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি (বায়োমেডিক্যাল): বায়োমেডিক্যালে বি.ই / বি.টেক পাশের পর ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ৮ মার্চ, ২০২২ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(৫) সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি (নিউক্লিয়ার মেডিসিন): বি.এসসি পাশের পর ডিএমআরআইটি / পিজিডিএফআইটি পাশ হতে হবে অথবা নিউক্লিয়ার মেডিসিনে এম.এসসি পাশের পর আরপিএডি / এইআরবি-র আরএসও পরীক্ষায় পাশ করতে হবে ও ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ নিউক্লিয়ার মেডিসিনে এম.এসসি পাশ প্রার্থীরাও আবেদনের যোগ্য৷ বয়স হতে হবে ৮ মার্চ, ২০২২ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৬ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ২)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(৬) অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার: যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ও এনসিসি সি সার্টিফিকেট থাকতে হবে৷ সংশ্লিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ সেনাবাহিনী, প্যারামিলিটারি বা পুলিশ ফোর্সে ১৫ বছর কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীরাও আবেদনের যোগ্য৷ শারীরিক মাপজোক: উচ্চতা হতে হবে ১৬৭ সেমি (তঃউঃজাঃ প্রার্থীদের বেলায় ১৬২.৫ সেমি)৷ গাঢ়োয়াল, কুমায়ুন, হিমাচল প্রদেশের বাসিন্দা, গোর্খা, ডোগরা, মারাঠা, কাশ্মীর উপত্যকা, লে ও লাদাখ অঞ্চলের বাসিন্দা ও উত্তর-পূর্ব রাজ্যের বাসিন্দাদের বেলায় উচ্চতা হতে হবে ১৬৫ সেমি৷ বুকের ছাতি হতে হবে না ফুলিয়ে ৮০ সেমি, ফুলিয়ে ৮৫ সেমি (তঃউঃজাঃ প্রার্থীদের বেলায় না ফুলিয়ে ৭৭ সেমি, ফুলিয়ে ৮২ সেমি)৷ গাঢ়োয়াল, কুমায়ুন, হিমাচল প্রদেশের বাসিন্দা, গোর্খা, ডোগরা, মারাঠা, কাশ্মীর উপত্যকা, লে ও লাদাখ অঞ্চলের বাসিন্দা ও উত্তর-পূর্ব রাজ্যের বাসিন্দাদের বেলায় বুকের ছাতি হতে হবে না ফুলিয়ে ৮০ সেমি, ফুলিয়ে ৮৫ সেমি৷ বয়স হতে হবে ৮ মার্চ, ২০২২ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৬ (জেনাঃ ৪, ওবিসি ২)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(৭) অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার: আইসিডব্লুএআই / সিএ / এমবিএ (ফিন্যান্স) বা বাণিজ্য শাখায় পোস্ট গ্র্যাজুয়েট বা স্যাস পাশ হতে হবে৷ আইসিডব্লুএআই / সিএ পাশের পর ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে বা এমবিএ (ফিন্যান্স) বা স্যাস পাশের পর ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে মোট ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ৮ মার্চ, ২০২২ এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (তঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: ৪৪,৯০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(৮) অ্যাসিস্ট্যান্ট পারচেজ অফিসার: যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ও মেটিরিয়াল ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে মোট ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ৮ মার্চ, ২০২২ এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ১, তঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: ৪৪,৯০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(৯) সায়েন্টিফিক অফিসার ই (ক্লিনিক্যাল নিউরোফিজিয়োলজিস্ট): মেডিসিন / ফিজিয়োলজিতে এমডি পাশের পর ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা নিউরোফিজিয়োলজিতে পিএইচ.ডি ডিগ্রি পাশের পর ৪ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ৮ মার্চ, ২০২২ এর হিসেবে ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৭৮,৮০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(১০) সায়েন্টিফিক অফিসার ডি (বায়োইনফরমেটিক্স): কম্পিউটাশনাল বায়োলজি / বায়ো ইনফরমেটিক্স / কম্পিউটার সায়েন্সে পিএইচ.ডি ডিগ্রি পাশের পর ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ৮ মার্চ, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৬৭,৭০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(১১) সায়েন্টিফিক অফিসার ডি (নিউক্লিয়ার মেডিসিন): এম.এসসি পাশের পর ডিএমআরআইটি / পিজিডিএফআইটি পাশ হতে হবে অথবা নিউক্লিয়ার মেডিসিনে এম.এসসি পাশের পর আরপিএডি / এইআরবি-র আরএসও পরীক্ষায় পাশ করতে হবে ও ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ ডিএমআরআইটি / পিজিডিএফআইটি অথবা নিউক্লিয়ার মেডিসিনে এম.এসসি পাশের পর ৭ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ৮ মার্চ, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৬৭,৭০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(১২) সায়েন্টিফিক অফিসার ডি (সেন্টার ফর ক্যান্সার এপিডেমোলজি): বিএএমএস / বিএইচএমএস / বিডিএস বা বায়োলজিতে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে৷ ক্লিনিক্যাল রিসার্চে পিজি ডিপ্লোমা থাকলে ভালো হয়৷ ক্যান্সার রেজিস্ট্রি / ক্যান্সার হসপিটাল / পাবলিক হেলথে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ৮ মার্চ, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৬৭,৭০০ টাকা ও অন্যান্য ভাতা৷

উল্লিখিত সব পদের জন্য ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.actrec.gov.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ৩০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত  তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official website:https://www.actrec.gov.in/

Get detailsClick Here

Share it :