Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

80 STAFFS REQUIRED IN AIIMS, KALYANI / এইমস কল্যাণীতে ৮০ কর্মী নিয়োগ

Advt. No. 97

Broadcast Engineering Consultants India Limited invites online applications for the following posts for deployment in All India Institute of Medical Sciences, Kalyani.

Post: Store Keeper cum Clerk, Pharmacist, Upper division clerk / Data entry operator, Gas Steward, Medical Record Technician, Laboratory Technician, Librarian Grade III.

Total vacancy: 80. Store Keeper cum Clerk 3, Pharmacist 2, Upper division clerk / Data entry operator 36, Gas Steward 1, Medical Record Technician 2, Laboratory Technician 33, Librarian Grade III 3.

Eligibility: post wise different.

Age limit: post wise different.

Salary:  post wise different.

Last Date of Online Application: 18th December, 2021.

……………………………………………………………………………..

কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড স্টোর কিপার কাম ক্লার্ক, ফার্মাসিস্ট, আপার ডিভিশন ক্লার্ক / ডেটা এন্ট্রি অপারেটর, গ্যাস স্টুয়ার্ড, মেডিক্যাল রেকর্ড টেকনিশিয়ান, ল্যাবরেটরি টেকনিশিয়ান, লাইব্রেরিয়ান গ্রেড থ্রি পদে ৮০ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ কল্যাণীর অল ইন্ডিয়া  ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস চুক্তির ভিত্তিতে এই নিয়োগ হবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১৮ ডিসেম্বর, ২০২১ এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) আপার ডিভিশন ক্লার্ক / ডেটা এন্ট্রি অপারেটর: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ইংরেজিতে প্রতি মিনিটে ৩৫টি শব্দ বা হিন্দিতে প্রতি মিনিটে ৩০টি শব্দ টাইপ করার গতি থাকতে হবে৷ ফার্মাসিতে ডিগ্রি পাশ ও সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩৬৷ এককালীন বেতনক্রম: প্রতি মাসে ২৪,৮০০ টাকা৷

(২) ল্যাবরেটরি টেকনিশিয়ান: বিজ্ঞান শাখায় গ্র্যাজুয়েট হতে হবে অথবা বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশ হতে হবে৷ মেডিক্যাল ল্যাবরেটরি টেকনিকে ডিপ্লোমা পাশ হতে হবে ও সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ এইমস-এ কর্মরতদের জন্য ১০ বছরের বয়সের ছাড় রয়েছে৷ শূন্যপদ: ৩৩৷ এককালীন বেতনক্রম: প্রতি মাসে ২৬,১০০ টাকা৷

(৩) স্টোর কিপার কাম ক্লার্ক: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট ও স্টোর হ্যান্ডলিংয়ের কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ মেটিরিয়াল ম্যানেজমেন্টে পিজি ডিগ্রি / ডিপ্লোমা পাশ হলে ভালো হয়৷ বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩৷ এককালীন বেতনক্রম: প্রতি মাসে ২৩,১০০ টাকা৷

(৪) ফার্মাসিস্ট: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান / বোর্ড থেকে ফার্মাসি’তে ডিপ্লোমা পাশ হতে হবে ও ফার্মাসিস্ট হিসেবে বৈধ রেজিস্ট্রেশন থাকতে হবে৷ ফার্মাসিতে ডিগ্রি পাশ ও সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ এইমস-এ কর্মরতদের জন্য ১০ বছরের বয়সের ছাড় রয়েছে৷ শূন্যপদ: ২৷ এককালীন বেতনক্রম: প্রতি মাসে ২৬,১০০ টাকা৷

(৫) লাইব্রেরিয়ান গ্রেড থ্রি: বি.এসসি পাশ ও লাইব্রেরি সায়েন্সে ব্যাচেলর ডিগ্রিপাশ হতে হবে৷ ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩০টি শব্দ বা হিন্দি টাইপিংয়ে প্রতি মিনিটে ২৫টি শব্দ তোলার গতি ও সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ এইমস-এ কর্মরতদের জন্য ১০ বছরের বয়সের ছাড় রয়েছে৷ শূন্যপদ: ৩৷ এককালীন বেতনক্রম: প্রতি মাসে ৪৩,৯০০ টাকা৷

(৬) মেডিক্যাল রেকর্ড টেকনিশিয়ান: উচ্চমাধ্যমিক পাশ হতে হবে (বিজ্ঞান শাখায় পাশ হলে অগ্রাধিকার পাবেন)৷ মেডিক্যাল রেকর্ড ট্রেনিংয়ে কমপক্ষে  ৬ মাসের  সার্টিফিকেট থাকতে হবে৷ বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২৷ এককালীন বেতনক্রম: প্রতি মাসে ২৪,৮০০ টাকা৷

(৭) গ্যাস স্টুয়ার্ড: বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশের পর ২০০ শয্যাবিশিষ্ট কোনো সরকারি হাসপাতালে মেডিক্যাল গ্যাস পাইপ লাইন সিস্টেমের কাজে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ট্রেড সার্টিফিকেট বা আইটিআই পাশের পর ২০০ শয্যাবিশিষ্ট কোনো সরকারি হাসপাতালে মেডিক্যাল গ্যাস পাইপ লাইন সিস্টেমের কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ এককালীন বেতনক্রম: প্রতি মাসে ২৬,১০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.becil.com বা https://becilregistration.com ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ প্রার্থীকে দরখাস্ত করার সময় পাসপোর্ট মাপের রঙিন ছবি, সই, মাধ্যমিক পাশের সার্টিফিকেট ও কাস্ট সার্টিফিকেট (যদি থাকে) ১০০ কেবি সাইজের মধ্যে জেপিজি / জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ৭৫০ টাকা (তঃজাঃ  / তঃউঃজাঃ/ শারীরিক প্রতিবন্ধী / আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের ৪৫০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ জিএসটি ও ব্যাঙ্ক চার্জ অতিরিক্ত লাগবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official website: www.becil.com

Get detailsClick Here

Share it :