No. BNP/HR/Rectt./03/2022
Bank Note Press, Dewas (MP) invites application for recruitment to the following post.
Post: Junior Technician (Ink Factory), Junior Technician (Printing), Junior Technician (Electrical/IT).
Total Vacancy: 81
Junior Technician (Ink Factory)- 60, Junior Technician (Printing)- 19, Junior Technician (Electrical/IT)- 2.
Eligibility: ITI & NAC in relevant trades.
Age Limit: 25 years as on 28.03.2022.
Last Date of Online Application: 28.03.2022.
………………………………………………………………………………….
কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা ব্যাঙ্ক নোট প্রেস, দেওয়াস (মধ্যপ্রদেশ) জুনিয়র টেকনিশিয়ান পদে ৮১ জন নিয়োগ করবে৷ বয়স হতে হবে ২৮ মার্চ ২০২২-এর হিসেবে ২৫ বছরের মধ্যে৷ বেতনক্রম: ১৮,৭৮০ টাকা থেকে ৬৭,৩৯০ টাকা৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২৮ মার্চ ২০২২-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) জুনিয়র টেকনিশিয়ান (ইঙ্ক ফ্যাক্টরি): এনসিভিটি অনুমোদিত ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট সহ ডাইস্টাফ টেকনোলজি / পেইন্ট টেকনোলজি / সারফেস কোটিং টেকনোলজি / প্রিন্টিং ইঙ্ক টেকনোলজি / প্রিন্টিং টেকনোলজি বিষয়ে ফুল টাইম আইটিআই সার্টিফিকেট থাকতে হবে৷ শূন্যপদ: ৬০৷
(২) জুনিয়র টেকনিশিয়ান (প্রিন্টিং): এনসিভিটি অনুমোদিত এক বছরের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট সহ প্রিন্টিং ট্রেডে (লিথো অফসেট, মেশিন মাইন্ডার, লেটার প্রেস মেশিন মাইন্ডার, অফসেট প্রিন্টিং, প্লেট মেকিং ইলেকট্রোপ্লেটিং) ফুল টাইম আইটিআই সার্টিফিকেট ও প্লেটমেকার-কাম-ইম্পোজিটর, হ্যান্ড কম্পোজিং বিষয়ে ফুল টাইম আইটিআই কোর্স পাশ হতে হবে৷ শূন্যপদ: ১৯৷
(৩) জুনিয়র টেকনিশিয়ান (ইলেকট্রিক্যাল / আইটি): এনসিভিটি অনুমোদিত এক বছরের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট সহ ইলেকট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স বিষয়ে ফুল টাইম আইটিআই সার্টিফিকেট থাকতে হবে৷ শূন্যপদ: ২৷
আবেদন করার পদ্ধতি : অনলাইনে দরখাস্ত করতে হবে http://bnpdewas.spmcil.com ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: অনলাইন পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ পরীক্ষার সম্ভাব্য সময়- এপ্রিল/মে-২০২২৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: http://bnpdewas.spmcil.com
Official Notification: Click Here