Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

8106 OFFICE ASSISTANTS AND OFFICERS IN REGIONAL RURAL BANK / গ্রামীণ ব্যাঙ্কে ৮,১০৬ অফিসার ও অফিস অ্যাসিস্ট্যান্টস

Recruitment of Officers (Scale-I, II & III) and Office Assistants (Multipurpose) in Regional Rural Banks (RRBs) – CRP RRBs XI

Institute of Banking Personnel Selection invites online applications for the following posts.

Post: Group “A”- Officers (Scale- I, II & III), Group “B”- Office Assistant (Multipurpose).

Total vacancy: 8106

Eligibility:  post wise different.

Age:  post wise different.

Pay Scale:  post wise different.

Last Date of Online Application :  27th June, 2022.

……………………………………

পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের ৪৩টি গ্রামীণ ব্যাঙ্কে ‘অফিস অ্যাসিস্ট্যান্ট -গ্রুপ বি’ (মাল্টিপারপাস) ও ‘অফিসার -গ্রুপ এ (স্কেল-১, ২, ও ৩)’ পদে ৮,১০৬ জন ছেলেমেয়ে নিয়োগের জন্য ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন (IBPS-RRBs-XI-এর মাধ্যমে)  অনলাইনে দরখাস্ত নিচ্ছে৷ সারা ভারতে যে রাজ্যের গ্রামীণ ব্যাঙ্কে চাকরির জন্য আবেদন করবেন সেখানকার স্থানীয় ভাষা জানতে হবে৷ নিয়োগের সময় যদি স্থানীয় ভাষা না জানা থাকে তাহলে চাকরি পাওয়ার ৬ মাসের মধ্যে সংশ্লিষ্ট ভাষায় দক্ষতা অর্জন করে নিতে হবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২৭ জুন, ২০২২ এর মধ্যে৷  কারা কোন পদের জন্য যোগ্য : (১) অফিস অ্যাসিস্ট্যান্ট (মাল্টিপারপাস):  যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন৷ যেই রাজ্যের গ্রামীণ ব্যাঙ্কের চাকরির জন্য আবেদন করবেন অবশ্যই সেখানকার স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে৷ কম্পিউটারে কাজ করার মতো জ্ঞান থাকলে ভালো হয়৷ বয়স হতে হবে ১ জুন, ২০২২ এর হিসেবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে৷ প্রার্থীর জন্ম তারিখ হতে হবে ২ জুন, ১৯৯৪ থেকে ১ জুন, ২০০৪ এর মধ্যে৷

(২) অফিসার স্কেল-১ (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার) : যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা যোগ্য তবে এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি, অ্যানিমেল হাজবেন্ড্রি, ভেটেরিনারি সায়েন্স, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, পিসিকালচার, এগ্রিকালচারাল মার্কেটিং অ্যান্ড কোপারেশন, ইনফরমেশন টেকনোলজি, ম্যানেজমেন্ট, ল, ইকোনমিক্স বা অ্যাকাউন্টেসির ডিগ্রি থাকলে অগ্রাধিকার পাবেন৷ এছাড়া যে রাজ্যের গ্রামীণ ব্যাঙ্কে চাকরির জন্য আবেদন করবেন সেখানকার স্থানীয় ভাষা জানতে হবে৷ কম্পিউটারে কাজ করার মতো জ্ঞান থাকলে ভাল হয়৷  বয়স হতে হবে ১ জুন, ২০২২ এর হিসেবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ প্রার্থীর জন্ম তারিখ হতে হবে ৩ জুন, ১৯৯২ থেকে ৩১ মে, ২০০৪ এর মধ্যে৷

(৩) অফিসার স্কেল-২ জেনারেল ব্যাঙ্কিং অফিসার (ম্যানেজার) : মোট অন্তত ৫০ শতাংশ নম্বর পেয়ে যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা যোগ্য৷ ব্যাঙ্কিং, ফিনান্স, মার্কেটিং, এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি, অ্যানিম্যাল হাজবেন্ড্রি, ভেটেরিনারি সায়েন্স, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, পিসিকালচার, এগ্রিকালচারাল মার্কেটিং অ্যান্ড কোপারেশন, ইনফরমেশন টেকনোলজি, ম্যানেজমেন্ট, ল, ইকোনমিক্স ও অ্যাকাউন্টেসিতে ডিগ্রি থাকলে অগ্রাধিকার পাবেন৷ ব্যাঙ্ক বা যে কোনো আর্থিক প্রতিষ্ঠানে ২ বছর অফিসার হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ১ জুন, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৩২ বছরের মধ্যে৷ প্রার্থীর জন্ম তারিখ হতে হবে ৩ জুন, ১৯৯০ থেকে ৩১ মে, ২০০১ এর মধ্যে৷

(৪) অফিসার স্কেল-২ স্পেশালিস্ট অফিসার (ম্যানেজার) হিসাবে নেওয়া হবে এই সব পদে: (ক) ইনফরমেশন টেকনোলজি অফিসার – ৫০ শতাংশনম্বর সহ  ইলেকট্রনিক্স, কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স ও আইটিতে গ্র্যাজুয়েট প্রার্থীরা যোগ্য৷ASP, PHP, C++, Java, VB, VC, OCP ইত্যাদিতে সার্টিফিকেট থাকলে ভালো হয়৷ সংশ্লিষ্ট পোস্টে  অন্তত ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ (খ) চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট – আইসিএআই থেকে সার্টিফায়েড অ্যাসোসিয়েট CA) প্রার্থীরা চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলে যোগ্য৷ (গ) ‘ল’ অফিসার – ৫০ শতাংশনম্বর সহ আইনের ডিগ্রি পাশ প্রার্থীরা অ্যাডভোকেট হিসেবে ২ বছরের অভিজ্ঞতা অথবা কোনো ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানে অন্ততপক্ষে ২ বছর ‘ল’ অফিসার হিসেবে কাজের অভিজ্ঞতা থাকলে যোগ্য৷ (ঘ) ট্রেজারি ম্যানেজার – ফিনান্সে এমবিএ বা চার্টাড অ্যাকাউন্ট্যান্ট পাশ প্রার্থীরা সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা থাকলে যোগ্য৷ (ঙ) মার্কেটিং অফিসার- মার্কেটিং-এ এমবিএ পাশ প্রার্থীরা সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা থাকলে যোগ্য৷ (চ) এগ্রিকালচারাল অফিসার- ৫০ শতাংশ নম্বর সহ এগ্রিকালচার, হর্টিকালচার, ডেয়ারি, ফরেস্ট্রি, অ্যানিম্যাল হাজবেন্ড্রি, ভেটেরিনারি সায়েন্সে, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, পিসিকালচার বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ১ জুন, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৩২ বছরের মধ্যে৷ প্রার্থীর জন্ম তারিখ হতে হবে ৩ জুন, ১৯৯০ থেকে ৩১ মে, ২০০১ এর মধ্যে৷

(৫) অফিসার স্কেল-৩ (সিনিয়র ম্যানেজার) : মোট অন্তত ৫০ শতাংশ নম্বর পেয়ে যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা যোগ্য৷ ব্যাঙ্কিং, ফিনান্স, মার্কেটিং, এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি, অ্যানিম্যাল হাজবেন্ড্রি, ভেটেরিনারি সায়েন্স, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, পিসিকালচার, এগ্রিকালচারাল মার্কেটিং অ্যান্ড কোপারেশন, ইনফরমেশন টেকনোলজি, ম্যানেজমেন্ট, ল, ইকোনমিক্স ও অ্যাকাউন্টেন্সিতে ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকলে অগ্রাধিকার পাবেন৷ ব্যাঙ্ক বা যে কোনো আর্থিক প্রতিষ্ঠানে ৫ বছর অফিসার হিসেবে কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়৷ বয়স হতে হবে ১ জুন, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ প্রার্থীর জন্ম তারিখ হতে হবে ৩ জুন, ১৯৮২ থেকে ৩১ মে, ২০০১ এর মধ্যে৷

উপরে উল্লেখিত প্রতিটি পদের তপশিলি সম্প্রদায়, ওবিসি ও প্রতিবন্ধী প্রার্থীরা বয়সের ঊধর্বসীমায় যথাক্রমে ৫, ৩ ও ১০ বছর ছাড় পাবেন৷

নিয়োগ পদ্ধতি : (১) অফিস অ্যাসিস্ট্যান্ট (মাল্টিপারপাস)- প্রিলিমিনারি ও মেন পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ ৮০ নম্বরের অবজেকটিভ টাইপ অনলাইন প্রিলিমিনারি পরীক্ষায় রিজনিং-এ ৪০ নম্বর (৪০টি প্রশ্ন) ও নিউমেরিক্যাল এবিলিটিতে ৪০ নম্বর (৪০টি প্রশ্ন) থাকবে৷ মোট সময় ৪৫ মিনিট৷ প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করলে অনলাইন মেন পরীক্ষায় ডাকা হবে৷ ২০০ নম্বরের অবজেকটিভ টাইপ মেন পরীক্ষা হবে এই সব বিষয়ে – রিজনিং (৪০টি প্রশ্ন, ৫০ নম্বর), নিউমেরিক্যাল এবিলিটি (৪০টি প্রশ্ন, ৫০ নম্বর), জেনারেল অ্যাওয়ারনেস (৪০টি প্রশ্ন, ৪০ নম্বর) ইংলিশ ল্যাঙ্গুয়েজ (৪০টি প্রশ্ন, ৪০ নম্বর) ও কম্পিউটার নলেজ (৪০টি প্রশ্ন, ২০ নম্বর) থাকবে৷ মোট সময় ২ ঘণ্টা৷ মেন পরীক্ষায় প্রতিটি বিষয়ে নূ্যনতম কাট অফ মার্কস থাকবে৷ মেন পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে৷ কোনো ইন্টারভিউ হবে না৷ (২) অফিসার স্কেল-১ : মোট ৮০ নম্বরের অবজেকটিভ টাইপ অনলাইন প্রিলিমিনারি পরীক্ষায় রিজনিং-এ ৪০ নম্বর (৪০টি প্রশ্ন) কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউডে ৪০ নম্বর (৪০টি প্রশ্ন) থাকবে৷ সময় থাকবে ৪৫ মিনিট৷ প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করলে মেন পরীক্ষায় ডাকা হবে৷ ২০০ নম্বরের অবজেকটিভ টাইপ মেন পরীক্ষা হবে এই সব বিষয়ে – রিজনিং (৪০টি প্রশ্ন, ৫০ নম্বর), নিউমেরিক্যাল এবিলিটি (৪০টি প্রশ্ন, ৫০ নম্বর), জেনারেল অ্যাওয়ারনেস (৪০টি প্রশ্ন, ৪০ নম্বর) ইংলিশ ল্যাঙ্গুয়েজ (৪০টি প্রশ্ন, ৪০ নম্বর) ও কম্পিউটার নলেজ (৪০টি প্রশ্ন, ২০ নম্বর) থাকবে৷ মোট সময় ২ ঘণ্টা৷ মেন পরীক্ষায় প্রতিটি বিষয়ে ন্যূনতম কাট অফ মার্কস থাকবে৷ মেন পরীক্ষায় সফল প্রার্থীদের ১০০ নম্বরের ইন্টারভিউতে ডাকা হবে৷ মেন পরীক্ষা ও ইন্টারভিউতে পাওয়া মোট নম্বরের ভিত্তিতে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে৷ (৩) অফিসার স্কেল-২  (জেনারেল ব্যাঙ্কিং অফিসার) :  এই পোস্টের ক্ষেত্রে কোনো প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে না৷ একটিমাত্র অনলাইন পরীক্ষা নেওয়া হবে৷ ২০০ নম্বরের অবজেকটিভ টাইপ মেন পরীক্ষা হবে এই সব বিষয়ে – রিজনিং (৪০টি প্রশ্ন, ৫০ নম্বর), নিউমেরিক্যাল এবিলিটি (৪০টি প্রশ্ন, ৫০ নম্বর), জেনারেল অ্যাওয়ারনেস (৪০টি প্রশ্ন, ৪০ নম্বর) ইংলিশ ল্যাঙ্গুয়েজ (৪০টি প্রশ্ন, ৪০ নম্বর) ও কম্পিউটার নলেজ (৪০টি প্রশ্ন, ২০ নম্বর) থাকবে৷ মোট সময় ২ ঘণ্টা৷ এই পরীক্ষায় প্রতিটি বিষয়ে ন্যূনতম কাট অফ মার্কস থাকবে৷ অনলাইন পরীক্ষায় সফল প্রার্থীদের ১০০ নম্বরের ইন্টারভিউতে ডাকা হবে৷ লিখিত পরীক্ষা ও ইন্টারভিউতে পাওয়া মোট নম্বরের ভিত্তিতে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে৷ (৪) স্পেশালিস্ট ক্যাডার :  এই পোস্টের ক্ষেত্রে কোনো প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে না৷ একটিমাত্র অনলাইন পরীক্ষা নেওয়া হবে৷ ২০০ নম্বরের অবজেকটিভ টাইপ অনলাইন পরীক্ষা হবে এই সব বিষয়ে- রিজনিং (৪০টি প্রশ্ন, ৪০ নম্বর), কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড ও ডেটা ইন্টারপ্রিটেশনে (৪০টি প্রশ্ন, ৪০ নম্বর), ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস (৪০টি প্রশ্ন, ৪০ নম্বর), ইংলিশ ল্যাঙ্গুয়েজ (৪০টি প্রশ্ন, ২০ নম্বর), কম্পিউটার নলেজ (৪০টি প্রশ্ন, ২০ নম্বর) ও প্রফেশনাল নলেজে (৪০টি প্রশ্ন, ৪০ নম্বর) থাকবে৷ মোট সময় ২ ঘণ্টা ৩০ মিনিট৷ লিখিত পরীক্ষায় প্রতিটি বিষয়ে ন্যূনতম কাট অফ মার্কস থাকবে৷ এই পরীক্ষায় সফল প্রার্থীদের ১০০ নম্বরের ইন্টারভিউতে ডাকা হবে৷ অনলাইন পরীক্ষা ও ইন্টারভিউতে পাওয়া মোট নম্বরের ভিত্তিতে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে৷

(৫) অফিসার স্কেল-৩ :  এই পোস্টের ক্ষেত্রে কোনো প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে না৷ একটিমাত্র অনলাইন পরীক্ষা নেওয়া হবে৷ ২০০ নম্বরের অবজেকটিভ টাইপ মেন পরীক্ষা হবে এই সব বিষয়ে – রিজনিং (৪০টি প্রশ্ন, ৫০ নম্বর), কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড অ্যান্ড ডেটা ইন্টারপ্রিটেশন (৪০টি প্রশ্ন, ৫০ নম্বর), ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস (৪০টি প্রশ্ন, ৪০ নম্বর), ইংলিশ ল্যাঙ্গুয়েজ (৪০টি প্রশ্ন, ৪০ নম্বর) ও কম্পিউটার নলেজ (৪০টি প্রশ্ন, ২০ নম্বর) থাকবে৷ মোট সময় ২ ঘণ্টা৷ লিখিত পরীক্ষায় প্রতিটি বিষয়ে ন্যূনতম কাট অফ মার্কস থাকবে৷ প্রতিটি বিষয়ে ন্যূনতম কাট অফ মার্কস থাকবে৷ এই পরীক্ষায় সফল প্রার্থীদের ১০০ নম্বরের ইন্টারভিউতে ডাকা হবে৷ অনলাইন পরীক্ষা ও ইন্টারভিউতে পাওয়া মোট নম্বরের ভিত্তিতে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে৷

পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্র : প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে এইসব কেন্দ্রে – গ্রেটার কলকাতা, আসানসোল, বর্ধমান, বহরমপুর, দুর্গাপুর, হুগলি, কল্যাণী ও শিলিগুড়ি৷ মেন পরীক্ষা নেওয়া হবে শুধুমাত্র গ্রেটার কলকাতা ও শিলিগুড়িতে৷ পশ্চিমবঙ্গের প্রার্থীদের বেলায় প্রশ্ণপত্র হবে বাংলা, ইংরেজি ও হিন্দিতে৷ প্রার্থীরা যে কোনো একটি ভাষার মাধ্যমে পরীক্ষা দিতে পারবেন৷

পোস্ট অনুযায়ী শূন্যপদ : অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে ৪৪৮৩টি, অফিসার স্কেল-১ পোস্টে ২৬৭৬টি, অফিসার স্কেল-২ (এগ্রিকালচারাল অফিসার) পোস্টে ৫টি, অফিসার স্কেল-২ (মার্কেটিং অফিসার) পোস্টে ৪টি, অফিসার স্কেল-২(ট্রেজারি ম্যানেজার) পোস্টে ১০টি, অফিসার স্কেল ২ (ল) পোস্টে ২৪টি, অফিসার স্কেল-২ (সিএ) পোস্টে ১৮টি, অফিসার স্কেল-২ (আইটি) পোস্টে ৫৭টি, অফিসার স্কেল ২ (জেনারেল ব্যাঙ্কিং অফিসার) পোস্টে ৯৭৩৬টি, অফিসার স্কেল ৩ পোস্টে ৮০টি৷

পশ্চিমবঙ্গ রাজ্যের গ্রামীণ ব্যাঙ্কের শূন্যপদ : (১) অফিস অ্যাসিস্ট্যান্ট: বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কে ২০০টি (জেনাঃ ৮১, তঃজাঃ ৩০, তঃউঃজাঃ ১৫, ওবিসি ৫৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২০)৷ পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্কে ৬০টি (জেনাঃ ২৮, তঃজাঃ ৯, তঃউঃজাঃ ৪, ওবিসি ১৬, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩)৷ উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাঙ্কে ২৮টি (জেনাঃ ১৩, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ২, ওবিসি ৭, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ (২) অফিসার স্কেল-১: পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্কে ১৩টি (জেনাঃ ৬, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কে ১৪০টি (জেনাঃ ৫৭, তঃজাঃ ২১, তঃউঃজাঃ ১০, ওবিসি ৩৮, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১৪)৷ উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাঙ্কে ২৩টি (জেনাঃ ১১, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি ৬, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ (৩) অফিসার স্কেল-২ (ট্রেজারি ম্যানেজার): বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কে ১টি (অসংরক্ষিত)৷ (৪) অফিসার স্কেল-২ (ল): বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কে ৩টি (জেনাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ (৫) অফিসার স্কেল-২ (সিএ): বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কে ৫টি (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ২)৷ (৬) অফিসার স্কেল-২ (আইটি): বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কে ৩টি (জেনাঃ ১, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)৷ পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্কে ১০টি (জেনাঃ ৪, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৩)৷ (৭) অফিসার স্কেল-২ (জেনারেল ব্যাঙ্কিং অফিসার): উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাঙ্কে ৫টি (জেনাঃ ৪, ওবিসি ১)৷

আবেদনের পদ্ধতি :  একজন প্রার্থী অফিস অ্যাসিস্ট্যান্ট ও অফিসার দুটি পোস্টেই আবেদন করতে পারেন তবে অফিসার ক্যাডারে যতগুলি পোস্ট রয়েছে তার মধ্যে যে  কোনো একটিতে আবেদন করতে পারবেন, অফিসার ক্যাডারের একাধিক পোস্টে আবেদন করলে আবেদনপত্র বাতিল হবে৷ অনলাইনে আবেদন করতে হবে৷ আবেদনের পূর্বে প্রার্থীর ফটো (৪. × ৩.৫ সেমি), সই, বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ ও ডিক্লেরেশন(“I,— (Name of the Candidate) hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid. I will present the supporting documents as and when required.”— এই কথাটি প্রার্থীকে নিজের হাতে লিখতে হবে) স্ক্যান করে নেবেন৷ আবেদনের জন্য প্রার্থীর নিজস্ব ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা দরকার৷www.ibps.in ওয়েবসাইটের হোম পেজে“CRP for RRBs” লিঙ্কে ক্লিক করলে“CLICK HERE TO APPLY ONLINE FOR CRP-RRBs-OFFICERS (Scale-I, II and III)” ও“CLICK HERE TO APPLY ONLINE FOR CRP-RRBs-OFFICE ASSISTANT (Multipurpose)” অপশন পাবেন৷ যে পোস্টের জন্য আবেদন করবেন সেখানে ক্লিক করবেন এরপর“CLICK HERE FOR NEW REGISTRATION” লিঙ্ক পাবেন৷ এখানে ক্লিক করে প্রার্থীর তথ্য দিয়ে সাবমিট করলে প্রভিশনাল রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড পাবেন৷ এটি আপনার ই-মেল আইডি ও মোবাইল নম্বরেও পেয়ে যাবেন৷ এরপর প্রভিশনাল রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড-এর সাহায্যে নতুন করে আপনার পেজ খুলে স্ক্যান ম্যাটার আপলোড করতে হবে ও ফর্ম পূরণ করতে হবে৷ ফাইনাল সাবমিট বটনে ক্লিক করার আগে ভালো করে আবেদনপত্র দেখে নেবেন৷ ফাইনাল সাবমিট করার পর অনলাইনে আবেদন ফি জমা করতে হবে৷ তঃজাঃ/তঃউঃজাঃ/প্রতিবন্ধী ও এক্স সার্ভিসম্যান প্রার্থীদের ১৭৫ টাকা ও অন্যান্য প্রার্থীদের ৮৫০ টাকা আবেদন ফি স্বরূপ দিতে হবে৷ আবেদন ফি জমা করার ই-রিসিট ও  অনলাইন আবেদনপত্রের প্রিন্টআউট নিয়ে নেবেন৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official website: https://www.ibps.in/

Get details: Click Here

Apply Online: Click Here

Share it :