Advt No. 01/2022
Security Printing Press, Hyderabad is inviting applications for the following post.
Post: Junior Technician & Fireman
Total vacancy: 83
Eligibility: ITI / Diploma in relevant fields (post-wise different)
Age: 18 to 25 years as on 01/07/2022.
Salary: Rs. 18780 – Rs. 67390
Last Date of Online Application: 30/11/2022
…………………………………………………..
সিকিউরিটি প্রিন্টিং প্রেস, হায়দরাবাদ জুনিয়র টেকনিশিয়ান ও ফায়ারম্যান পদে ৮৩ জন নিয়োগ করবে৷ বয়স হতে হবে ১ জুলাই, ২০২২ অনুযায়ী ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ জন্মতারিখ হতে হবে ২ জুলাই, ১৯৯৭ থেকে ১ জুলাই, ২০০৪-এর মধ্যে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর, ওবিসি প্রার্থীরা ৩ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর (তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ১৫ বছর, ওবিসি প্রার্থীরা ১৩ বছর) বয়সের ছাড় পাবেন৷ বেতনক্রম হবে ১৮৭৮০ টাকা থেকে ৬৭৩৯০ টাকা৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৩১ অক্টোবর, ২০২২-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) জুনিয়র টেকনিশিয়ান (প্রিন্টিং / কন্ট্রোল): প্রিন্টিং ট্রেডে এনসিভিটি / এসসিভিটি স্বীকৃত ফুল টাইম আইটিআই সার্টিফিকেট পাশ হতে হবে অথবা প্রিন্টিং টেকনোলজি বিষয়ে ফুল টাইম ডিপ্লোমা পাশ হতে হবে৷ শূন্যপদ: ৬৮ (জেনা: ৩৫, ত:জা: ১০, ত:উ:জা: ৪, ওবিসি ১৪, আর্থিকভাবে অনগ্রসর ৫)৷
(২) জুনিয়র টেকনিশিয়ান (ফিটার): ফিটার ট্রেডে এনসিভিটি / এসসিভিটি স্বীকৃত ফুল টাইম আইটিআই সার্টিফিকেট পাশ হতে হবে৷ শূন্যপদ: ৬ (জেনা: ৩, ত:জা: ১, ত:উ:জা: ১, ওবিসি ১)৷
(৩) জুনিয়র টেকনিশিয়ান (ইলেকট্রিক্যাল): ইলেকট্রিক্যাল ট্রেডে এনসিভিটি / এসসিভিটি স্বীকৃত ফুল টাইম আইটিআই সার্টিফিকেট পাশ হতে হবে৷ শূন্যপদ: ৩ (জেনা: ২, আর্থিকভাবে অনগ্রসর ১)৷
(৪) জুনিয়র টেকনিশিয়ান (ইলেকট্রনিকস / ইনস্ট্রুমেন্টেশন): ইলেকট্রনিকস / ইনস্ট্রুমেন্টেশন ট্রেডে এনসিভিটি / এসসিভিটি স্বীকৃত ফুল টাইম আইটিআই সার্টিফিকেট পাশ হতে হবে৷ শূন্যপদ: ৩ (জেনা: ২, ত:জা: ১)৷
(৫) জুনিয়র টেকনিশিয়ান (টার্নার): টার্নার ট্রেডে এনসিভিটি / এসসিভিটি স্বীকৃত ফুল টাইম আইটিআই সার্টিফিকেট পাশ হতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷
(৬) জুনিয়র টেকনিশিয়ান (ওয়েল্ডার): ওয়েল্ডার ট্রেডে এনসিভিটি / এসসিভিটি স্বীকৃত ফুল টাইম আইটিআই সার্টিফিকেট পাশ হতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷
(৬) ফায়ারম্যান: মাধ্যমিক পাশ হতে হবে ও ফায়ার ম্যান ট্রেনিং-এর সার্টিফিকেট থাকতে হবে৷ উচ্চতা হতে হবে কমপক্ষে ১৬৫ সেমি ও ছাতির মাপ হতে হবে ৭৯ সেমি থেকে ৮৪ সেমির মধ্যে এবং দৃষ্টিশক্তি নিখুঁত হতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷
আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে https://spphyderabad.spmcil.com ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা রঙিন পাসপোর্ট ছবি (৪.৫ সেমি× ৩.৫ সেমি, ২০ কেবি থেকে ৫০ কেবি সাইজের মধ্যে), সাদা কাগজে কালো কালি দিয়ে করা প্রার্থীর সই (১০ কেবি থেকে ২০ কেবি সাইজের মধ্যে), সাদা কাগজে কালো / নীল কালিতে করা প্রার্থীর বাঁহাতের বুড়ো আঙুলের ছাপ (৩ সেমি× ৩ সেমি, ২০ কেবি থেকে ৫০ কেবি সাইজের মধ্যে), সাদা কাগজে কালো কালিতে “I ……………… (name of the candidate), hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid. I will present the supporting documents as and when required.” লেখা বয়ান (১০ সেমি× ৫ সেমি, ৫০ কেবি থেকে ১০০ কেবি সাইজের মধ্যে) জেপিজি/ জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্ত ফি ৬০০ টাকা (তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ২০০ টাকা) অনলাইনে জমা করতে হবে৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে অনলাইনে অবজেক্টিভ টাইপ লিখিত পরীক্ষার মাধ্যমে৷ পরীক্ষার সম্ভাব্য সময়কাল নভেম্বর / ডিসেম্বর, ২০২২৷ পরীক্ষা হবে কলকাতা সহ ভারতের একাধিক শহরে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: https://spphyderabad.spmcil.com
Official Notification: Click Here
Apply Online: Click Here