Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

835 HEAD CONSTABLES IN DELHI POLICE / স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে ৮৩৫ হেড কনস্টেবল

The Staff Selection Commission will conduct an open competitive examination for recruitment of Head Constable (Ministerial) in Delhi Police and invites online applications for that aforesaid post.

Post: Head Constable (Ministerial)

Total vacancy: 835. Male: 559, Female: 276.

Eligibility:  10 + 2 (Senior Secondary) pass or equivalent from a recognized Board at the time of filling of application form.

Age:  18 to 25 years as on 01.01.2022.

Pay Scale:  25500/- to 81100/-.

Last Date of Application Submission: 16th June, 2022 till 11 pm.

………………………………………

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন দিল্লি পুলিশে ‘হেড কনস্টেবল (মিনিস্টেরিয়াল)’ পদে ৮৩৫ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ দরখাস্ত  করতে হবে অনলাইনে ১৬ জুন, ২০২২ রাত ১১টার মধ্যে৷

শিক্ষাগত যোগ্যতা: কোনও স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩০টি শব্দ বা হিন্দি টাইপিংয়ে প্রতি মিনিটে ২৫টি শব্দ তোলার গতি থাকতে হবে৷বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর, বিধবা / বিবাহ বিচ্ছিন্না বা আইনত বিচ্ছিন্না মহিলারা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷  শূন্যপদের বিন্যাস: মোট শূন্যপদ ৮৩৫৷ (ক) পুরুষ: ৫৫৯ (জেনাঃ ২৪১, তঃজাঃ ৬৫, তঃউঃজাঃ ৬০, ওবিসি ১৩৭, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৫৬)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ৫৬টি পদ সংরক্ষিত৷ (খ) মহিলা: ২৭৬ (জেনাঃ ১১৯, তঃজাঃ ৩২, তঃউঃজাঃ ৩০, ওবিসি ৬৭, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২৮)৷ বেতনক্রম: প্রতি মাসে বেতন হবে ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা৷ শারীরিক মাপজোক: ছেলেদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ১৬৫ সেমি, বুকের ছাতি না ফুলিয়ে ৭৮ সেমি ও ফুলিয়ে ৮২ সেমি হতে হবে৷ গাড়োয়ালি, কুমায়ুনি, গোর্খা, ডোগরা, মারাঠা, সিকিম, নাগাল্যান্ড , মনিপুর, ত্রিপুরা, অরুনাচল প্রদেশ, মিজোরাম, মেঘালয় আসাম, হিমাচল প্রদেশ ও কাশ্মীর অঞ্চলের ছেলেদের উচ্চতা হতে হবে ১৬০ সেমি৷ মেয়েদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ১৫৭ সেমি৷ গাড়োয়ালি, কুমায়ুনি, গোর্খা, ডোগরা, মারাঠা, সিকিম, নাগাল্যান্ড , মনিপুর, ত্রিপুরা, অরুনাচল প্রদেশ, মিজরাম, মেঘালয় আসাম, হিমাচল প্রদেশ ও কাশ্মীর অঞ্চলের মেয়েদের উচ্চতা হতে হবে ১৫২ সেমি৷ দৃষ্টিশক্তি থাকতে হবে উভয় চোখে ৬/১২৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে https://ssc.nic.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে  তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি (২০ থেকে ৫০ কেবি সাইজ) ও সই জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ অনলাইনে আবেদন ফি ১০০ টাকা জমা করতে হবে ১৭ জুন, ২০২২ রাত ১১টার মধ্যে৷ অফলাইনে জমা দেওয়া যাবে এসবিআই ব্যাঙ্ক চালানের মাধ্যমে ২০ জুন, ২০২২ এর মধ্যে৷ তবে চালান জেনারেট করতে হবে ১৮ জুন, ২০২২ রাত ১১টার মধ্যে৷  তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১কপি প্রিন্টআউট নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে কম্পিউটার ভিত্তিক অনলাইন লিখিত পরীক্ষা, শারীরিক মাপজোক ও সক্ষমতার পরীক্ষা, টাইপিং টেস্ট, কম্পিউটার টেস্ট-এর মাধ্যমে৷ কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষাটি হবে ১০০ নম্বরের মাল্টিপল চয়েজ ভিত্তিক প্রশ্ণের উপর এই সব বিষয়ে – জেনারেল অ্যাওয়ারনেস (২০টি প্রশ্ণ, ২০ নম্বর), কোয়ান্টেটিভ অ্যাপ্ঢিটিউড – বেসিক অ্যারিথমেটিক স্কিল (২০টি প্রশ্ণ, ২০ নম্বর), জেনারেল ইংলিশ – বেসিক নলেজ (২৫টি প্রশ্ণ, ২৫ নম্বর), জেনারেল ইন্টেলিজেন্স (২৫টি প্রশ্ণ, ২৫ নম্বর), কম্পিউটার (১০টি প্রশ্ণ, ১০ নম্বর)৷ নেগেটিভ মার্কিং থাকবে৷ প্রতি ভুল উত্তরের জন্য অতিরিক্ত ০.৫০ নম্বর কাটা যাবে৷ সময়সীমা ১ ঘণ্টা ৩০ মিনিট৷ ২০২২ এর সেপ্ঢেম্বর মাস নাগাদ লিখিত পরীক্ষা হবে৷ লিখিত পরীক্ষায় সফল প্রার্থীদের এরপর শারীরিক মাপজোক ও সক্ষমতার পরীক্ষা দিতে হবে৷ শারীরিক সক্ষমতার পরীক্ষায় থাকবে দৌড়, লংজাম্প এবং হাইজাম্প৷ ছেলেদের বেলায় ৩০ বছর পর্যন্ত ৭ মিনিটে ১,৬০০ মিটার দৌড়, সাড়ে ১২ ফুট লংজাম্প ও সাড়ে৩ ফুট হাইজাম্প৷ ৩০ – ৪০ বছর পর্যন্ত ৮ মিনিটে ১,৬০০ মিটার দৌড়, সাড়ে ১১ ফুট লংজাম্প, ৩ ফুট ৩ ইঞ্চি হাইজাম্প ও ৪০ বছরের ঊর্দ্ধে বয়স হলে ৯ মিনিটে ১,৬০০ মিটার দৌড়, ১০ ফুট ৬ ইঞ্চি লংজাম্প, ৩ ফুট হাইজাম্প করতে হবে৷ মেয়েদের বেলায় ৩০ বছর পর্যন্ত ৫ মিনিটে ৮০০ মিটার দৌড়,  ৯ ফুট লং জাম্প ও ৩ ফুট হাইজাম্প৷ ৩০ – ৪০ বছর পর্যন্ত ৬ মিনিটে ৮০০ মিটার দৌড়, ৮ ফুট লংজাম্প, ২ ফুট ৩ ইঞ্চি হাইজাম্প ও ৪০ বছরের ঊর্দ্ধে বয়স হলে ৭ মিনিটে ৮০০ মিটার দৌড়, ৭ ফুট লংজাম্প, ২ ফুট ৩ ইঞ্চি হাইজাম্প করতে হবে৷ এতে সফল প্রার্থীদের এরপর ২৫ নম্বরের টাইপিং টেস্ট দিতে হবে৷ কম্পিউটারে ১০ মিনিটের মধ্যে টাইপ করতে হবে৷ এরপর হবে ১০ নম্বরের কম্পিউটার টেস্ট৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official website: https://ssc.nic.in

Get details: Click Here

 

Share it :