The Staff Selection Commission will conduct an open competitive examination for recruitment of Head Constable (Ministerial) in Delhi Police and invites online applications for that aforesaid post.
Post: Head Constable (Ministerial)
Total vacancy: 835. Male: 559, Female: 276.
Eligibility: 10 + 2 (Senior Secondary) pass or equivalent from a recognized Board at the time of filling of application form.
Age: 18 to 25 years as on 01.01.2022.
Pay Scale: 25500/- to 81100/-.
Last Date of Application Submission: 16th June, 2022 till 11 pm.
………………………………………
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন দিল্লি পুলিশে ‘হেড কনস্টেবল (মিনিস্টেরিয়াল)’ পদে ৮৩৫ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১৬ জুন, ২০২২ রাত ১১টার মধ্যে৷
শিক্ষাগত যোগ্যতা: কোনও স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩০টি শব্দ বা হিন্দি টাইপিংয়ে প্রতি মিনিটে ২৫টি শব্দ তোলার গতি থাকতে হবে৷বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর, বিধবা / বিবাহ বিচ্ছিন্না বা আইনত বিচ্ছিন্না মহিলারা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷ শূন্যপদের বিন্যাস: মোট শূন্যপদ ৮৩৫৷ (ক) পুরুষ: ৫৫৯ (জেনাঃ ২৪১, তঃজাঃ ৬৫, তঃউঃজাঃ ৬০, ওবিসি ১৩৭, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৫৬)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ৫৬টি পদ সংরক্ষিত৷ (খ) মহিলা: ২৭৬ (জেনাঃ ১১৯, তঃজাঃ ৩২, তঃউঃজাঃ ৩০, ওবিসি ৬৭, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২৮)৷ বেতনক্রম: প্রতি মাসে বেতন হবে ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা৷ শারীরিক মাপজোক: ছেলেদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ১৬৫ সেমি, বুকের ছাতি না ফুলিয়ে ৭৮ সেমি ও ফুলিয়ে ৮২ সেমি হতে হবে৷ গাড়োয়ালি, কুমায়ুনি, গোর্খা, ডোগরা, মারাঠা, সিকিম, নাগাল্যান্ড , মনিপুর, ত্রিপুরা, অরুনাচল প্রদেশ, মিজোরাম, মেঘালয় আসাম, হিমাচল প্রদেশ ও কাশ্মীর অঞ্চলের ছেলেদের উচ্চতা হতে হবে ১৬০ সেমি৷ মেয়েদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ১৫৭ সেমি৷ গাড়োয়ালি, কুমায়ুনি, গোর্খা, ডোগরা, মারাঠা, সিকিম, নাগাল্যান্ড , মনিপুর, ত্রিপুরা, অরুনাচল প্রদেশ, মিজরাম, মেঘালয় আসাম, হিমাচল প্রদেশ ও কাশ্মীর অঞ্চলের মেয়েদের উচ্চতা হতে হবে ১৫২ সেমি৷ দৃষ্টিশক্তি থাকতে হবে উভয় চোখে ৬/১২৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে https://ssc.nic.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি (২০ থেকে ৫০ কেবি সাইজ) ও সই জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ অনলাইনে আবেদন ফি ১০০ টাকা জমা করতে হবে ১৭ জুন, ২০২২ রাত ১১টার মধ্যে৷ অফলাইনে জমা দেওয়া যাবে এসবিআই ব্যাঙ্ক চালানের মাধ্যমে ২০ জুন, ২০২২ এর মধ্যে৷ তবে চালান জেনারেট করতে হবে ১৮ জুন, ২০২২ রাত ১১টার মধ্যে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১কপি প্রিন্টআউট নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে কম্পিউটার ভিত্তিক অনলাইন লিখিত পরীক্ষা, শারীরিক মাপজোক ও সক্ষমতার পরীক্ষা, টাইপিং টেস্ট, কম্পিউটার টেস্ট-এর মাধ্যমে৷ কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষাটি হবে ১০০ নম্বরের মাল্টিপল চয়েজ ভিত্তিক প্রশ্ণের উপর এই সব বিষয়ে – জেনারেল অ্যাওয়ারনেস (২০টি প্রশ্ণ, ২০ নম্বর), কোয়ান্টেটিভ অ্যাপ্ঢিটিউড – বেসিক অ্যারিথমেটিক স্কিল (২০টি প্রশ্ণ, ২০ নম্বর), জেনারেল ইংলিশ – বেসিক নলেজ (২৫টি প্রশ্ণ, ২৫ নম্বর), জেনারেল ইন্টেলিজেন্স (২৫টি প্রশ্ণ, ২৫ নম্বর), কম্পিউটার (১০টি প্রশ্ণ, ১০ নম্বর)৷ নেগেটিভ মার্কিং থাকবে৷ প্রতি ভুল উত্তরের জন্য অতিরিক্ত ০.৫০ নম্বর কাটা যাবে৷ সময়সীমা ১ ঘণ্টা ৩০ মিনিট৷ ২০২২ এর সেপ্ঢেম্বর মাস নাগাদ লিখিত পরীক্ষা হবে৷ লিখিত পরীক্ষায় সফল প্রার্থীদের এরপর শারীরিক মাপজোক ও সক্ষমতার পরীক্ষা দিতে হবে৷ শারীরিক সক্ষমতার পরীক্ষায় থাকবে দৌড়, লংজাম্প এবং হাইজাম্প৷ ছেলেদের বেলায় ৩০ বছর পর্যন্ত ৭ মিনিটে ১,৬০০ মিটার দৌড়, সাড়ে ১২ ফুট লংজাম্প ও সাড়ে৩ ফুট হাইজাম্প৷ ৩০ – ৪০ বছর পর্যন্ত ৮ মিনিটে ১,৬০০ মিটার দৌড়, সাড়ে ১১ ফুট লংজাম্প, ৩ ফুট ৩ ইঞ্চি হাইজাম্প ও ৪০ বছরের ঊর্দ্ধে বয়স হলে ৯ মিনিটে ১,৬০০ মিটার দৌড়, ১০ ফুট ৬ ইঞ্চি লংজাম্প, ৩ ফুট হাইজাম্প করতে হবে৷ মেয়েদের বেলায় ৩০ বছর পর্যন্ত ৫ মিনিটে ৮০০ মিটার দৌড়, ৯ ফুট লং জাম্প ও ৩ ফুট হাইজাম্প৷ ৩০ – ৪০ বছর পর্যন্ত ৬ মিনিটে ৮০০ মিটার দৌড়, ৮ ফুট লংজাম্প, ২ ফুট ৩ ইঞ্চি হাইজাম্প ও ৪০ বছরের ঊর্দ্ধে বয়স হলে ৭ মিনিটে ৮০০ মিটার দৌড়, ৭ ফুট লংজাম্প, ২ ফুট ৩ ইঞ্চি হাইজাম্প করতে হবে৷ এতে সফল প্রার্থীদের এরপর ২৫ নম্বরের টাইপিং টেস্ট দিতে হবে৷ কম্পিউটারে ১০ মিনিটের মধ্যে টাইপ করতে হবে৷ এরপর হবে ১০ নম্বরের কম্পিউটার টেস্ট৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official website: https://ssc.nic.in
Get details: Click Here