Memo No: 1644/CSSC/ESTT/2025 DATE: 29.08.2025
This notification is being issued for conducting 1st State Level Selection Test (SLST) for selection to the posts of Non-Teaching staffs in Government Aided/Sponsored Secondary/Higher Secondary Schools in West Bengal against the vacancies directed to be filled up by initiating fresh selection process and further vacancies as may be received from the West Bengal Board of Secondary
Education under the West Bengal School Service Commission.
Post: Clerk, Group D.
Total Vacancy: 8477. Clerk: 2989, Group D: 5488.
Eligibility: post wise different.
Age: 18 to 40 years (as on 01/01/2025)
Pay Scale: as per Govt. rules.
Last Date of Online Application: from 16th September, 2025 5 pm to 31st October, 2025 upto 5 pm.
……………………………………………………..
পশ্চিমবঙ্গ সুকল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যে ৮৪৭৭ গ্রুপ ‘সি’ ও গ্রুপ ‘ডি’ নিয়োগ
মাননীয় সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী Civil Appeal No. 4800 of 2024) প্রকাশিত হল ওয়েস্ট বেঙ্গল সুকল সার্ভিস কমিশনের ফার্স্ট লেভেল সিলেকশন টেস্ট (এসএলএসটি) (গ্রুপ সি ও গ্রুপ ডি), ২০২৫৷ এই নিয়োগের মাধ্যমে রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত / পোষিত বিদ্যালয়গুলিতে (বাংলা / ইংরেজি / হিন্দি / নেপালি / ওড়িয়া / সাঁওতালি / তেলুগু / উর্দু মাধ্যম) ক্লার্ক ও গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হবে৷ প্রার্থীরা যে ভাষার মাধ্যমের বিদ্যালয়ের শূন্যপদের জন্য আবেদন করবেন তাকে অবশ্যই সেই ভাষা মাধ্যমিক / উচ্চমাধ্যমিক / গ্র্যাজুয়েট / পোস্ট গ্র্যাজুয়েট স্তরে প্রথম / দ্বিতীয় / তৃতীয় ভাষা হিসেবে পড়ে থাকতে হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৬ সেপ্টেম্বর, ২০২৫ বিকেল ৫টা থেকে ৩১ অক্টোবর,২০২৫ বিকেল ৫টার মধ্যে৷
যোগ্যতা: মাধ্যমিক বা সুকল ফাইনাল পরীক্ষায় পাশ হতে হবে৷ পুরোনো কোর্সে উচ্চমাধ্যমিক বা বা সুকল ফাইনাল / মাধ্যমিক পাশ প্রার্থীরাও আবেদনের যোগ্য৷ কম্পিউটার ও টাইপিং জানতে হবে৷ অথবা অষ্টম শ্রেণী পাশ হতে হবে৷(পদ অনুযায়ী বিভিন্ন)।
বয়স: ১ জানুয়ারি, ২০২৫ এর হিসেবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে ৷
আবেদন: দরখাস্ত করতে হবে অনলাইনেwww.westbengalssc.com ওয়েবসাইটে৷ এর জন্য একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: http://old.westbengalssc.com/sscorg/wbssc/home/
Official Notification: Click Here
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (৩/ ৯ /২০২৫)।