Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

857 HEAD CONSTABLES IN DELHI POLICE / স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে দিল্লি পুলিশে ৮৫৭ হেড কনস্টেবল

The Staff Selection Commission invites online applications for recruitment of following post in Delhi Police.

Post: Head Constable {Assistant Wireless Operator (AWO)/Tele-Printer Operator (TPO)}

Total vacancy: 857

Eligibility: Passed 10+2 (Senior Secondary) from a recognized Board with Science & Mathematics as subjects. OR National Trade Certificate (NTC) in the trade of Mechanic-cum-Operator Electronic Communication System. Proficiency in Computer Operation Qualifying in Nature. Test of English word processing speed-1000 key depressions in 15 minutes.  Test of Basic Computer Functions:- Opening/Closing of PC, printing, MS office usage, saving & modification in typed text, paragraph setting & numbering, etc.

Age limit:  18-27 years as on 01-07-2022

Pay Scale:  Rs.25500 – Rs.81100

Last Date of Application Submission: 29.07.2022 (2300 hours)

Application Fee: Rs. 100 (SC/ST/ESM candidates are exempted)

………………………………………….

স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে দিল্লি পুলিশে হেড কনস্টেবল [অ্যাসিস্ট্যান্ট ওয়্যারলেস অপারেটর (এডব্লুও)/টেলি-প্রিন্টার অপারেটর (টিপিও)]  পদে ৮৫৭ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ দরখাস্ত  করতে হবে অনলাইনে ২৯ জুলাই, ২০২২ রাত ১১টার মধ্যে৷ শিক্ষাগত যোগ্যতা: কোনও স্বীকৃত বোর্ড থেকে সায়েন্স ও ম্যাথেমেটিকস বিষয়সহ  উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে অথবা মেকানিক-কাম-অপারেটর ইলেকট্রনিক কমিউনিকেশন সিস্টেম ট্রেডে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে৷ বয়স: ১ জুলাই, ২০২২ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে৷ ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর, প্রাক্তন সমরকর্মী প্রার্থীরা চাকরি ছাড়ার পর ৩ বছর, রাজ্য/জাতীয়/আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্রীড়াবিদরা ৫ থেকে ১০ বছর বয়সের ছাড় পাবেন৷

শূন্যপদের বিন্যাস: হেড কনস্টেবল [অ্যাসিস্ট্যান্ট ওয়্যারলেস অপারেটর (এডব্লুও)/টেলি-প্রিন্টার অপারেটর (টিপিও] -মেল:  ৫৭৩ (জেনাঃ ২১৩, তঃজাঃ ১০৬, তঃউঃজাঃ ৬৮, ওবিসি ১২৮, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৫৮)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ৫৭টি পদ ও ডিপার্টমেন্টাল প্রার্থীদের জন্য ৫৭টি পদ সংরক্ষিত৷ হেড কনস্টেবল[অ্যাসিস্ট্যান্ট ওয়্যারলেস অপারেটর (এডব্লুও)/টেলি-প্রিন্টার অপারেটর (টিপিও] -ফিমেল:  ২৮৪ (জেনাঃ ১০৭, তঃজাঃ ৫২, তঃউঃজাঃ ৩৩, ওবিসি ৬৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২৯)৷ এর মধ্যে ডিপার্টমেন্টাল প্রার্থীদের জন্য ২৮টি পদ সংরক্ষিত৷

বেতনক্রম: ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷

শারীরিক মাপজোক: ছেলেদের উচ্চতা কমপক্ষে ১৭০ সেমি, বুকের ছাতি ৮১ সেমি থেকে ৮৫ সেমি (কমপক্ষে ৪ সেমি প্রসারণক্ষম) হতে হবে৷ মেয়েদের উচ্চতা কমপক্ষে ১৫৭ সেমি হতে হবে৷ গাড়োয়ালি, কুমায়ুনি, গোর্খা, ডোগরা, মারাঠা, সিকিম, নাগাল্যান্ড, মনিপুর, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, মিজোরাম, মেঘালয়, আসাম, হিমাচল প্রদেশ, কাশ্মীর, জম্মু ও লাদাখ অঞ্চলের বাসিন্দারা উচ্চতা ও ছাতির মাপে ৫ সেমি ছাড় পাবেন৷ চশমা ছাড়া দৃষ্টিশক্তি থাকতে হবে ভালো চোখে ৬/৬৷ খারাপ চোখে দৃষ্টিশক্তি থাকতে হবে ৬/৩৬, চশমাসহ ৬/৯৷ অথবা চশমা ছাড়া দৃষ্টিশক্তি থাকতে হবে দুই চোখে ৬/১২৷ বর্ণান্ধতা থাকলে আবেদন করা যাবে না৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে https://ssc.nic.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা রঙিন পাসপোর্ট ছবি (৩.৫ সেমি× ৪.৫ সেমি, ২০ থেকে ৫০ কেবি সাইজের মধ্যে) ও সই (৪ সেমি× ২ সেমি, ১০ থেকে ২০ কেবি সাইজের মধ্যে) জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ অনলাইনে/অফলাইনে দরখাস্ত ফি ১০০ টাকা জমা করতে হবে৷ তপশিলি সম্প্রদায় ও প্রাক্তন সমরকর্মীদের বেলায় কোনও ফি লাগবে না৷ অনলাইনে ফি জমা দিতে হবে ৩০ জুলাই, ২০২২ রাত ১১টার মধ্যে৷ অফলাইনে ফি জমা দেওয়া যাবে ব্যাঙ্ক চালানের মাধ্যমে ৩০ জুলাই, ২০২২ এর মধ্যে৷ তবে চালান জেনারেট করতে হবে ২৯ জুলাই, ২০২২ রাত ১১টার মধ্যে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা, শারীরিক মাপজোক ও সক্ষমতার পরীক্ষা, ট্রেড টেস্ট, কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, পুলিশ ভেরিফিকেশন ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে৷ কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষায় থাকবে ১০০ নম্বরের মাল্টিপল চয়েজ ভিত্তিক প্রশ্ন এইসব বিষয়ে – জেনারেল অ্যাওয়ারনেস (২০টি প্রশ্ন, ২০ নম্বর), জেনারেল সায়েন্স (২৫টি প্রশ্ন, ২৫ নম্বর), ম্যাথেমেটিকস (২৫টি প্রশ্ন, ২৫ নম্বর), রিজনিং (২০টি প্রশ্ন, ২০ নম্বর), কম্পিউটার (১০টি প্রশ্ন, ১০ নম্বর)৷ সময়সীমা ১ ঘণ্টা ৩০ মিনিট৷ শারীরিক সক্ষমতার পরীক্ষায় থাকবে দৌড়, লংজাম্প এবং হাইজাম্প৷ পুরুষদের বেলায় ৩০ বছর বয়স পর্যন্ত থাকবে ৭ মিনিটে ১,৬০০ মিটার দৌড়, সাড়ে ১২ ফুট লংজাম্প ও সাড়ে ৩ ফুট হাইজাম্প, ৩০ – ৪০ বছর বয়স পর্যন্ত থাকবে ৮ মিনিটে ১,৬০০ মিটার দৌড়, সাড়ে ১১ ফুট লংজাম্প, ৩ ফুট ৩ ইঞ্চি হাইজাম্প ও ৪০ বছরের ঊর্দ্ধে বয়স হলে থাকবে ৯ মিনিটে ১,৬০০ মিটার দৌড়, সাড়ে ১০ ফুট লংজাম্প, ৩ ফুট হাইজাম্প৷ মহিলাদের বেলায় ৩০ বছর বয়স পর্যন্ত থাকবে ৫ মিনিটে ৮০০ মিটার দৌড়, ৯ ফুট লংজাম্প ও ৩ ফুট হাইজাম্প, ৩০ – ৪০ বছর বয়স পর্যন্ত থাকবে ৬ মিনিটে ৮০০ মিটার দৌড়, ৮ ফুট লংজাম্প, ২ ফুট ৬ ইঞ্চি হাইজাম্প ও ৪০ বছরের ঊর্দ্ধে বয়স হলে থাকবে ৭ মিনিটে ৮০০ মিটার দৌড়, ৭ ফুট লংজাম্প, ২ ফুট ৩ ইঞ্চি হাইজাম্প৷ কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষার সম্ভাব্য সময় অক্টোবর, ২০২২৷ কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টে কম্পিউটারে ইংরাজীতে ১৫ মিনিটে ১০০০ কী ডিপ্রেশন নিতে হবে ও বেসিক কম্পিউটার টেস্ট দিতে হবে৷ পূর্ব ভারতের পরীক্ষাকেন্দ্রগুলি হল – কলকাতা, শিলিগুড়ি, কল্যাণী, আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, ধানবাদ, হাজারীবাগ, রাঁচি, জামশেদপুর, সম্বলপুর, ভুবনেশ্বর, বেরহামপুর, কটক, রৌরকেল্লা, বালাসোর, ঢেনকানল, গ্যাংটক, পোর্ট ব্লেয়ার৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official websitehttps://ssc.nic.in

Official Notification: click here

Share it :