Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

86 APPRENTICES IN MAZAGON DOCK / মাজাগন ডকে ৮৬

Mazagon Dock Ship Builders Limited (MDL), a listed premier Mini Ratna Company of Ministry of Defence, invites online application from eligible Graduate / Diploma holders for undergoing one year Apprenticeship training under the Apprenticeship (Amendment) Act 1973. This training will be governed by Board of Apprenticeship Training, Western Region (BOAT-WR).

Post: Graduate Apprentice, Diploma Apprentice.

Total vacancy: 86. Graduate Apprentice 79, Diploma Apprentice 7.

Eligibility: post wise different.

Stipend:  post wise different.

Last Date of submit Application: 25 January, 2022.

……………………………………………………………………………..

কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন মিনিরত্ন সংস্থা মাজাগন ডক শিপবিল্ডার্স লিমিটেড গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ও ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস পদে ৮৬ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ অনলাইনে আবেদন করতে হবে ২৫ জানুয়ারি, ২০২২ এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা:(১) গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট শাখায় বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ শাখা অনুযায়ী শূন্যপদ: ৭৯৷ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ১, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ২, সিভিল ইঞ্জিনিয়ারিং ৩, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ১৫, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকম ইঞ্জিনিয়ারিং ৫, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ৪৩, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ৫, শিপবিল্ডিং টেকনোলজি ৫৷ স্টাইপেন্ড: নির্বাচিত প্রার্থীদের ট্রেনিং হবে ১ বছরের৷ ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ৯,০০০ টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে৷

(২) ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট শাখায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ শাখা অনুযায়ী শূন্যপদ: ৭৷ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ২, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ৫৷ স্টাইপেন্ড: নির্বাচিত প্রার্থীদের ট্রেনিং হবে ১ বছরের৷ ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ৮,০০০ টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে৷

আবেদন করার পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের প্রথমে www.portal.mhrdnats.gov.in ওয়েবসাইটে নিজেদের নাম নথিভুক্ত করে নিতে হবে৷ নাম নথিভুক্ত করার জন্য নিম্নলিখিত নথিগুলি প্রয়োজন হবে — ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন / রোল / এনরোল নং, ফাইনাল ডিগ্রি / ডিপ্লোমা মার্কশিট ও সার্টিফিকেট (১ এমবি সাইজের মধ্যে পিডিএফ ফরম্যাটে স্ক্যান করা), কলেজ / ইউনিভার্সিটির নাম, পার্সেন্টেজ অফ মার্কস বা সিজিপিএ, ব্রাঞ্চ অফ স্টাডি, পাশ করার মাস ও বছর, আধার কার্ড নম্বর, ব্যাঙ্ক ডিটেইলস, বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর, পাসপোর্ট মাপের রঙিন ছবি (১ এমবি সাইজের মধ্যে জেপিইজি ফরম্যাটে স্ক্যান করা)৷ নাম নথিভুক্ত করার পর ‘এস্টাবলিশমেন্ট রিকোয়েস্ট’ অপশন সিলেক্ট করে ‘ফাইন্ড এস্টাবলিশমেন্ট’ অপশনে গিয়ে MAZAGON DOCK SHIPBUILDERS LIMITED or WMHMCS000044 লিখে সার্চ করে দরখাস্ত পূরণ করতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন www.mazagondock.in ওয়েবসাইট৷

Official websitehttps://mazagondock.in/

Get detailsClick Here

Share it :