Advt. No. 6/2022(R&P)
Oil and Natural Gas Corporation Ltd. invites online applications for the following posts.
Post: AEE, Chemist, Geologist, Geophysicist, Programming Officer, Materials Management Officer, Transport Officer.
Total vacancy: 871 (UR: 375, SC: 129, ST: 60, OBC: 225, EWS: 82).
Eligibility: post wise different. Candidates must qualified in GATE-2022 Exam.
Age: post wise different.
Pay Scale: 60,000/- to 1,80,000/- along with other allowances.
Last Date of Online Application : 12th October, 2022.
……………………………..
অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড ইঞ্জিনিয়ারিং ও জিয়ো-সায়েন্সের বিভিন্ন শাখায় ৮৭১ জন ‘গ্র্যাজুয়েট ট্রেনি’ নিয়োগ করবে৷ প্রার্থীদের অবশ্যই ২০২২ সালের গেট পরীক্ষা পাশ করে থাকতে হবে৷ বয়স: ৩১ জুলাই, ২০২২-এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ এইই (ড্রিলিং / সিমেন্টিং) পদের বেলায় ২৮ বছরের মধ্যে (ওবিসি-এনসিএল প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন)৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১২ অক্টোবর, ২০২২ এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) এইই (সিমেন্টিং) – মেকানিক্যাল: কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ গেট পরীক্ষার বিষয় ও কোড – মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এমই৷শূন্যপদ:১৩ (জেনাঃ ৬, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷
(২) এইই (সিমেন্টিং) – পেট্রোলিয়াম: কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ গেট পরীক্ষার বিষয় ও কোড – পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং, পিই৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ১)৷
(৩) এইই (সিভিল): কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ গেট পরীক্ষার বিষয় ও কোড – সিভিল ইঞ্জিনিয়ারিং, সিই৷ শূন্যপদ: ২৯ (জেনাঃ ১৩, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ২, ওবিসি ৭, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷
(৪) এইই (ড্রিলিং) – মেকানিক্যাল: কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ গেট পরীক্ষার বিষয় ও কোড – মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এমই৷ শূন্যপদ: ১২১ (জেনাঃ ৪৯, তঃজাঃ ১৯, তঃউঃজাঃ ৭, ওবিসি ৩৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১১)৷
(৫) এইই (ড্রিলিং) – পেট্রোলিয়াম: কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ গেট পরীক্ষার বিষয় ও কোড – পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং, পিই৷ শূন্যপদ: ২০ (জেনাঃ ৮, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি ৬, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷
(৬) এইই (ইলেকট্রিক্যাল): কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ গেট পরীক্ষার বিষয় ও কোড – ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইই৷ শূন্যপদ: ১০১ (জেনাঃ ৪৪, তঃজাঃ ১৬, তঃউঃজাঃ ৩, ওবিসি ৩০, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৮)৷
(৭) এইই (ইলেকট্রনিক্স): (ক) কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ ইলেকট্রনিক্স / টেলিকমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ গেট পরীক্ষার বিষয় ও কোড – ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইসি অথবা (খ) কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ ফিজিক্সে (ইলেকট্রনিক্স বিষয় নিয়ে) পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে৷ গেট পরীক্ষার বিষয় ও কোড – ফিজিক্স, পিএইচ৷ শূন্যপদ: ২২ (জেনাঃ ৯, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ২, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷
(৮) এইই (ইনস্ট্রুমেন্টেশন): কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ গেট পরীক্ষার বিষয় ও কোড – ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, আইএন৷ শূন্যপদ: ৫৩ (জেনাঃ ২১, তঃজাঃ ৮, তঃউঃজাঃ ৫, ওবিসি ১৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৬)৷
(৯) এইই (মেকানিক্যাল): কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ গেট পরীক্ষার বিষয় ও কোড – মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এমই৷ শূন্যপদ: ১০৩ (জেনাঃ ৪৩, তঃজাঃ ১২, তঃউঃজাঃ ১৩, ওবিসি ২৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১১)৷
(১০) এইই (প্রোডাকশন) – মেকানিক্যাল: কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ গেট পরীক্ষার বিষয় ও কোড – মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এমই৷ শূন্যপদ: ৩৯ (জেনাঃ ২০, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ২, ওবিসি ৮, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩)৷
(১১) এইই (প্রোডাকশন) – কেমিক্যাল: কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ গেট পরীক্ষার বিষয় ও কোড – কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিএইচ৷ শূন্যপদ: ৬০ (জেনাঃ ২৬, তঃজাঃ ৮, তঃউঃজাঃ ৩, ওবিসি ১৭, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৬)৷
(১২) এইই (প্রোডাকশন) – পেট্রোলিয়াম: কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ পেট্রোলিয়াম / অ্যাপ্লায়েড পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ গেট পরীক্ষার বিষয় ও কোড – পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং, পিই৷ শূন্যপদ: ৩২ (জেনাঃ ১৪, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ২, ওবিসি ৮, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩)৷
(১৩) এইই (এনভায়রনমেন্ট) : কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং / এনভায়রনমেন্ট সায়েন্সে গ্র্যাজুয়েট হতে হবে অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতেও এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং / এনভায়রনমেন্ট সায়েন্সে এম.ই / এম.টেক পাশ হতে হবে৷ গেট পরীক্ষার বিষয় ও কোড – এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইএস৷ শূন্যপদ: ১১ (জেনাঃ ৫, তঃজাঃ ১, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷
(১৪) এইই (রিজার্ভয়ার) : (ক) কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ জিয়োফিজিক্সে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে (বি.এসসি স্তরে ম্যাথমেটিক্স / ফিজিক্স অবশ্যই পড়ে থাকতে হবে)৷ গেট পরীক্ষার বিষয় ও কোড – জিয়োলজি অ্যান্ড জিয়োফিজিক্স (পার্ট এ অ্যান্ড সেকশন টু অফ পার্ট বি), জিজি অথবা (খ) কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ জিয়োলজিতে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে (বি.এসসি স্তরে ম্যাথমেটিক্স / ফিজিক্স অবশ্যই পড়ে থাকতে হবে)৷ গেট পরীক্ষার বিষয় ও কোড – জিয়োলজি অ্যান্ড জিয়োফিজিক্স (পার্ট এ অ্যান্ড সেকশন ওয়ান অফ পার্ট বি), জিজি অথবা (গ) কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ কেমিস্ট্রিতে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে (বি.এসসি স্তরে ম্যাথমেটিক্স / ফিজিক্স অবশ্যই পড়ে থাকতে হবে)৷ গেট পরীক্ষার বিষয় ও কোড – কেমিস্ট্রি, সিওয়াই অথবা (ঘ) কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ ম্যাথমেটিক্সে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে (বি.এসসি স্তরে ম্যাথমেটিক্স / ফিজিক্স অবশ্যই পড়ে থাকতে হবে)৷ গেট পরীক্ষার বিষয় ও কোড – ম্যাথমেটিক্স, এমএ অথবা (ঙ) কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ ফিজিক্স পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে (বি.এসসি স্তরে ম্যাথমেটিক্স / ফিজিক্স অবশ্যই পড়ে থাকতে হবে)৷ গেট পরীক্ষার বিষয় ও কোড – ফিজিক্স, পিএইচ অথবা (চ) কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ পেট্রোলিয়াম টেকনোলজিতে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে (বি.এসসি স্তরে ম্যাথমেটিক্স / ফিজিক্স অবশ্যই পড়ে থাকতে হবে)৷ গেট পরীক্ষার বিষয় ও কোড – পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং, পিই অথবা (ছ) কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ গেট পরীক্ষার বিষয় ও কোড – পেট্রোলিয়াম / অ্যাপ্লায়েড পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং, সিএইচ অথবা (জ) কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ গেট পরীক্ষার বিষয় ও কোড – পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং, পিই৷ শূন্যপদ: ৩৩ (জেনাঃ ১৪, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ৪, ওবিসি ৮, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩)৷
(১৫) কেমিস্ট: কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ কেমিস্ট্রিতে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে৷ গেট পরীক্ষার বিষয় ও কোড – কেমিস্ট্রি, সিওয়াই৷ শূন্যপদ: ৩৯ (জেনাঃ ১৬, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ৪, ওবিসি ১০, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৪)৷
(১৬) জিয়োলজিস্ট : কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ জিয়োলজিতে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ পেট্রোলিয়াম জিয়োসায়েন্সে এম.এসসি / এম.টেক পাশ হতে হবে অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ পেট্রোলিয়াম জিয়োলজিতে এম.এসসি / এম.টেক পাশ হতে হবে অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ জিয়োলজিক্যাল টেকনোলজিতে এম.টেক পাশ হতে হবে৷ গেট পরীক্ষার বিষয় ও কোড – জিয়োলজি অ্যান্ড জিয়োফিজিক্স (পার্ট এ অ্যান্ড সেকশন ওয়ান অফ পার্ট বি), জিজি৷ শূন্যপদ: ৫৫ (জেনাঃ ২৩, তঃজাঃ ৮, তঃউঃজাঃ ৩, ওবিসি ১৬, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৫)৷
(১৭) জিয়োফিজিসিস্ট (সারফেস) : (ক) কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ জিয়োফিজিক্সে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে বা জিয়োফিজিক্যাল টেকনোলজিতে এম.টেক পাশ হতে হবে৷ গেট পরীক্ষার বিষয় ও কোড – জিয়োলজি অ্যান্ড জিয়োফিজিক্স (পার্ট এ অ্যান্ড সেকশন টু অফ পার্ট বি), জিজি অথবা (খ) কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ ফিজিক্স পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে (ইলেকট্রনিক্স বিষয় নিয়ে)৷ গেট পরীক্ষার বিষয় ও কোড – ফিজিক্স, পিএইচ৷ শূন্যপদ: ৫৪ (জেনাঃ ২৪, তঃজাঃ ৯, তঃউঃজাঃ ৩, ওবিসি১৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৪)৷
(১৮) জিয়োফিজিসিস্ট (ওয়েলস) : কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ জিয়োফিজিক্সে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে বা জিয়োফিজিক্যাল টেকনোলজিতে এম.টেক পাশ হতে হবে৷ গেট পরীক্ষার বিষয় ও কোড – জিয়োলজি অ্যান্ড জিয়োফিজিক্স (পার্ট এ অ্যান্ড সেকশন টু অফ পার্ট বি), জিজি অথবা (খ) কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ ফিজিক্স পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে (ইলেকট্রনিক্স বিষয় নিয়ে)৷ গেট পরীক্ষার বিষয় ও কোড – ফিজিক্স, পিএইচ৷ শূন্যপদ: ২৪ (জেনাঃ ১৩, তঃজাঃ ৩, ওবিসি৬, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷
(১৯) প্রোগ্রামিং অফিসার: কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং / ইনফরমেশন টেকনোলজিতে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট হতে হবে বা কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ এমসিএ পাশ বা কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ কম্পিউটার সায়েন্সে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে অথবা কেনদ্রীয় ইলেকট্রনিক্স মন্ত্রক দ্বারা অনুমোদিত ‘বি’ লেভেল ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে৷ গেট পরীক্ষার বিষয় ও কোড – কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, সিএস৷ শূন্যপদ: ১৩ (জেনাঃ ৬, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷
(২০) মেটিরিয়াল ম্যানেজমেন্ট অফিসার: কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ যে কোনো শাখায় ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট হতে হবে৷ গেট পরীক্ষার বিষয় ও কোড – এমই / ইই / আইএন/ পিই / সিএইচ / সিই / ইসি / সিএস / ইএস৷ শূন্যপদ: ৩২ (জেনাঃ ১৩, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ২, ওবিসি ৮, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩)৷
(২১) ট্রান্সপোর্ট অফিসার: (ক) কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং / অটো ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ গেট পরীক্ষার বিষয় ও কোড – মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এমই৷ শূন্যপদ: ১৩ (জেনাঃ ৬, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷
বেতনক্রম: ৬০,০০০ টাকা থেকে ১,৮০,০০০ টাকা ও অন্যান্য ভাতা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনেwww.ongcindia.com ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা প্রয়োজন৷ গেট ২০২২ পরীক্ষায় দেওয়া ই-মেল আইডি ও মোবাইল নম্বর দরখাস্ত পূরণের সময়ে দিতে হবে৷ অন্য কোনো ই-মেল আইডি বা মোবাইল নম্বর দিলে দরখাস্ত পূরণ করা যাবে না৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা রঙিন পাসপোর্ট ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ৩০০ টাকা (ব্যাঙ্ক চার্জ ও জিএসটি অতিরিক্ত) জমা দিতে হবে অনলাইনে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ একজন প্রার্থী সর্বাধিক ৩টি পদের জন্য দরখাস্ত করতে পারবেন৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে৷ পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: https://ongcindia.com/web/eng/career/recruitment-notice
Get details: Click Here