Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

88 HEALTH WORKERS IN HOOGHLY DISTRICT / হুগলী জেলায় ৮৮ স্বাস্থ্যকর্মী

Memo. No. DH&FWS/4262

CMOH, Hooghly invites applications for the following contractual posts.

Post: Staff Nurse, CHA-Urban, Medical Officer, Driver.

Total Vacancy: 88

Eligibility:  Class VIII / GNM / ANM / Graduate (post-wise different)

Age-limit: Post-wise different

Salary: Post-wise different

Last Date of Receipt of Application: 8/6/2023 till 4pm

……………………………………..

হুগলী জেলার স্বাস্থ্য বিভাগে স্টাফ নার্স, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট-আর্বান, ড্রাইভার মেডিক্যাল অফিসার পদে ৮৮ জন নিয়োগ করবে চুক্তির ভিত্তিতে৷ দরখাস্ত পাঠাতে হবে ৮ জুন, ২০২৩ বিকেল ৪ টে-র মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) স্টাফ নার্স: ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল/ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অনুমোদিত জিএনএম ট্রেনিং কোর্স / বিএসসি নার্সিং পাশ হতে হবে ও ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২৯। এককালীন বেতন: প্রতি মাসে ২৫,০০০ টাকা৷

(২) কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট-আর্বান: ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এএনএম / জিএনএম কোর্স পাশ হতে হবে ও ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত হওয়া আবশ্যক৷ সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বাংলা ভাষায় দক্ষ হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২৯৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৩,০০০ টাকা৷

(১) ড্রাইভার ফর ফুড সেফটি উইংস: অষ্টম শ্রেণি পাশ হতে হবে, সঙ্গে হাল্কা মোটর যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স ও কমপক্ষে ৫ বছর ড্রাইভিং-এর অভিজ্ঞতা থাকা আবশ্যক।   বয়স: ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ২৫ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১। এককালীন বেতন: প্রতি মাসে ১১,৫০০ টাকা৷

(৪) মেডিক্যাল অফিসার: এমবিবিএস পাশের পর ১ বছরের আবশ্যিক ইন্টার্নশিপ সম্পূর্ণ করতে হবে, সঙ্গে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে নাম নথিভুক্ত হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ৬৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২৯৷ এককালীন বেতন: প্রতি মাসে ৬০,০০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে www.wbhealth.gov.in ওয়েবসাইটে প্রদত্ত বয়ান অনুযায়ী৷ দরখাস্ত ফি ১০০ টাকা (সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বেলায় ৫০ টাকা) “District Health & Family Welfare Samiti, Hooghly” A/C Non NHM payable at Kolkata-এর অনুকূলে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা করতে হবে৷ প্রিন্ট করা দরখাস্ত ও উল্লিখিত ডিমান্ড ড্রাফট একত্রে একটি মুখবন্ধ খামে ভরে তার উপর “APPLICATION FOR THE POST OF ………………… UNDER ………………… PROGRAMME” লিখে রেজিস্টার্ড পোস্ট / স্পিড পোস্ট / সরাসরি জমা দিতে হবে এই ঠিকানায়- To the Office of Chief Medical Officer of Health, Hooghly, Administrative Building 1st Floor, DRS Complex, Chinsurah, Hooghly 712101। অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Website:  www.wbhealth.gov.in

Official Notification: Click Here

Share it :