Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

88 MANAGERS & ASSISTANTS IN BRBNMPL       

Advt. No. 02/2025

Bharatiya Reserve Bank Note Mudran Private Limited invites  applications for the following posts.

Post: Dy. Manager,  Process Assistant Grade – I (trainee).

Total vacancy: 88.

Eligibility:  B.E / B.Tech. or Diploma Engineering pass or ITI Pass.

Age: Post wise different.

Pay Scale: Post wise different.

Last Date for Submit Application : 29th September, 2025.

…………………………………………………………

নোট মুদ্রণ কেন্দ্রে ৮৮ ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের অধীন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নোট মুদ্রণ প্রাইভেট লিমিটেড ‘ডেপুটি ম্যানেজার’ ও ‘প্রসেস অ্যাসিস্ট্যান্ট গ্রেড ১ (ট্রেনি)’ পদে  ৮৮ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২৯ সেপ্ঢেম্বর, ২০২৫ এর মধ্যে৷

যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে ৬০ শতাংশ নম্বর- সহ (তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ নম্বর) সংশ্লিষ্ট শাখায় বি.ই / বি.টেক বা ডিপ্লোমা পাশ হতে হবে৷ (পদ অনুযায়ী বিভিন্ন)।

বয়স: পদ অনুযায়ী বিভিন্ন৷ বেতনক্রম: পদ অনুযায়ী বিভিন্ন৷

আবেদন: দরখাস্ত করতে হবে www.brbnmpl.co.in ওয়েবসাইটে৷ দরখাস্তের ফি ডেপুটি ম্যানেজার  পদের বেলায় ৬০০ টাকা ও প্রসেস অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান ট্রেনি পদের বেলায় ৪০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Website: https://www.brbnmpl.co.in/careers/

Official Notification: Click Here

Corrigendum: Click Here

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (১৭ /৯ /২০২৫)

Share it :

Leave a Reply