Advt. No. 02/2022
National Council of Science Museums, an autonomous scientific organization under the Ministry of Culture, Govt. of India, invites applications for the following posts.
Post: Curator ‘B’ [Computer Science, Electronics & Mechanical], Assistant Executive Engineer (AEE), Section Officer, Office Assistant Gr. I.
Total vacancy: 9. Curator ‘B’[Computer Science, Electronics & Mechanical]: 5, Assistant Executive Engineer (AEE): 1, Section Officer: 2, Office Assistant Gr. I: 1.
Eligibility: post wise different.
Age: post wise different.
Pay scale: post wise different.
Last Date of Submit Application: 25th March, 2022.
…………………………………………………………………………………………………….
কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনস্ত স্বশাসিত সংস্থা ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম কিউরেটর বি, অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, সেকশন অফিসার, অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড ১ পদে ৯ জন ছেলেমেয়েনিয়োগ করবে৷ দরখাস্ত পাঠাতে হবে ২৫ মার্চ, ২০২২ এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) কিউরেটর বি (কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল): প্রথম শ্রেণির নম্বর সহ এম.এসসি বা বি.ই / বি.টেক পাশের পর ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা প্রথম শ্রেণির নম্বর সহ এম.এসসি বা বি.ই / বি.টেক পাশের পর সায়েন্স কমিউনিকেশনে এমএস / এম.টেক পাশ হতে হবে অথবা এম.ই / এম.টেক এম.এস (ইঞ্জিনিয়ারিং) / পিএইচ.ডি (সায়েন্স) / পিএইচ.ডি (ইঞ্জিনিয়ারিং) পাশ হতে হবে৷ বয়স: ৩৫ বছরের মধ্যে (সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন)৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ৪, তঃউঃজাঃ ১)৷ বেতনক্রম: ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা৷
(২) অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার: প্রথম শ্রেণির নম্বর সহ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি পাশের পর ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩৫ বছরের মধ্যে (সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন) ৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা৷
(৩) সেকশন অফিসার: যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে সঙ্গে কোনো সরকারি / আধা সরকারি বা স্বশাসিত সংস্থায় অ্যাডমিন ও ফিন্যান্স ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩০ বছরের মধ্যে (সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন)৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা৷
(৪) অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড ১: যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ বয়স: ৩০ বছরের মধ্যে (সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন) ৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত) ৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে www.ncsm.gov.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি আঠা দিয়ে লাগাতে হবে৷ দরখাস্তের ফি কিউরেটর বি ও অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পদের বেলায় ৫০০ টাকা এবং সেকশন অফিসার ও অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড ১ পদের বেলায় ৩০০ টাকা নিম্নলিখিত ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দিতে হবে – National Council of Science Museum, Indian Overseas Bank, A/c no. 164201000000491, account type – savings, IFSC CODE – IOBA0001642, MICR CODE – 700020049, Branch Address – Sector V, Salt Lake, Kolkata – 700091৷ তপশিলি সম্প্রদায়, প্রাক্তন সমরকর্মী, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে তার সঙ্গে আনুষঙ্গিক নথিপত্র একটি মুখবন্ধ করা খামে ভরে এই ঠিকানায় পাঠাতে হবে – The Controller of Administration, National Council of Science Museums, Block – 33 GN, Sector V, Salt Lake, Kolkata – 700091৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: https://ncsm.gov.in/
Get details: Click Here