Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

9 MTS IN EASTERN COMMAND / ইস্টার্ন কমান্ডে মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ

HQ Bengal Sub Area invites applications for recruitment to the following posts.

Post: MTS.

Total Vacancy: 9

Eligibility: 10th

Age limit: 18 to 25 years as on 2/12/2022.

Pay scale: Level 1

Last Date of Receipt of Application: 2/12/2022

……………………………..

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ হেডকোয়ার্টার বেঙ্গল সাব এরিয়া ও হেডকোয়ার্টার ইস্টার্ন কমান্ড মাল্টি টাস্কিং স্টাফ পদে ৯ জন কর্মী নিয়োগ করবে৷ দরখাস্ত পাঠাতে হবে ২ ডিসেম্বর, ২০২২-এর মধ্যে৷

যোগ্যতা: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেডে দক্ষতা ও ১ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ২ ডিসেম্বর, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে৷ ওবিসি ও তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন৷ শূন্যপদ: ৯ [জেনাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ৩, জেনাঃ (আর্থিকভাবে অনগ্রসর) ৩, জেনাঃ (প্রাক্তন সমরকর্মী)]৷ বেতনক্রম: লেভেল-১৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে এ-ফোর সাইজের কাগজে নির্দিষ্ট বয়ানে টাইপ করে৷ দরখাস্তের নির্দিষ্ট স্থানে প্রার্থীর সাম্প্রতিককালে তোলা স্ব-প্রত্যয়িত পাসপোর্ট ছবি সেঁটে দিতে হবে৷ পূরণ করা দরখাস্তের সাথে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড (যদি থাকে) ও অন্যান্য জরুরী নথিপত্রের প্রতিলিপি এবং সাম্প্রতিককালে তোলা অতিরিক্ত দুটি স্ব-প্রত্যয়িত পাসপোর্ট ছবি ও নিজের নাম-ঠিকানা লেখা দুইটি খাম (পোস্টাল স্ট্যাম্প সহ) একত্রে অন্য একটি খামে ভরে তার উপর “APPLICATION FOR THE POST OF…..” (Post applied for), Category….. (Gen/Gen(EWS)/Gen(ESM)/OBC/ST) লিখে সাধারণ ডাকযোগ / স্পিড পোস্ট / রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায়-“HQ Bengal Sub Area, 246 AJC Bose Road, Alipore, Kolkata-700027”৷ দরখাস্তের বয়ান পাওয়া যাবে www.karmasanskriti.com ওয়েবসাইটে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: লিখিত পরীক্ষা / স্কিল টেস্ট / ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ লিখিত পরীক্ষায় প্রশ্ন থাকবে এইসব বিষয়ে- জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, নিউমেরিক্যাল অ্যাপ্ঢিটিউড, জেনারেল ইংলিশ ও জেনারেল অ্যাওয়ারনেস৷ নির্বাচিত প্রার্থীদের নিয়োগ করা হবে হেডকোয়ার্টার ইস্টার্ন কমান্ড, ফোর্ট উইলিয়াম, কলকাতায়৷

Application Proforma: Click Here

Share it :