Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

90 LIEUTENANTS IN INDIAN ARMY / আর্মিতে ৯০ লেফটেন্যান্ট

TES 49

Indian Army invites online applications from unmarried male  for 10+2 TECHNICAL ENTRY SCHEME – 49 (Permanent Commission).

Post: On successful completion of the course, cadets will be granted Permanent Commission in the Army in the rank of Lieutenant.

Total vacancy: 90.

Eligibility: Only those candidates who have passed 10+2 Examination or its equivalent with a minimum aggregate of 60% marks in Physics, Chemistry and Mathematics from recognized education boards are eligible to apply for this entry. (ii) Candidate must have appeared in JEE (Mains) 2022.

Age: A candidate must not be below 16½ years and above 19½ years on the first day of the month in which the course is due to commence i.e. the candidate should not be born before 02 Jan 2004 and not after 01 Jan 2007 (both days inclusive).

Pay Scale: 56,100-1,77,500, MSP 15,500/-.

Last Date of Online Application: 30th December, 2022 till 12 pm.

……………………..

ভারতীয় স্থলবাহিনীর পার্মানেন্ট কমিশনে টেকনিক্যাল এন্ট্রি স্কিম কোর্স ১+২(TES-49)-এর জন্য ৯০ জন অবিবাহিত ছেলে নেওয়া হবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ৩০ ডিসেম্বর, ২০২২ দুপুর ১২টার মধ্যে৷

শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে মোট ৬০ শতাংশ নম্বরসহ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে, সঙ্গে জেইই (মেইনস) ২০২২ পরীক্ষায় অবতীর্ণ হতে হবে৷ বয়স:  সাড়ে ১৬  বছর থেকে সাড়ে ১৯ বছরের মধ্যে৷ জন্মতারিখ হতে হবে ২ জানুয়ারি, ২০০৪ থেকে ১ জানুয়ারি, ২০০৭-এর মধ্যে৷ শূন্যপদ: ৯০৷ শারীরিক মাপজোক: উচ্চতা হতে হবে কমপক্ষে ১৫৭.৫ সেমি, ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সমানুপাতিক৷ দৃষ্টিশক্তি দরকার ভালো চোখে ৬/৬ ও খারাপ চোখে ৬/১৮৷ স্টাইপেন্ড: ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড পাবেন প্রতি মাসে ৫৬,১০০ টাকা৷ সফল হলে লেফটেন্যান্ট পদে চাকরি৷ তখন বেতন হবে ৫৬,১০০ থেকে ১,৭৭,৫০০ টাকা, এমএসপি ১৫,৫০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.joinindianarmy.nic.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা প্রয়োজন৷ নির্দেশ অনুসারে দরখাস্ত পূরণ করার পর দরখাস্তের ২ কপি প্রিন্টআউট করে রাখতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই করবে সার্ভিস সিলেকশন বোর্ড৷ শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রাথমিকভাবে বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে৷ নির্বাচিত প্রার্থীদের ট্রেনিং শুরু হবে ২০২৩ সালের জুলাই মাসে৷ মোট ৫ বছরের ট্রেনিং হবে৷ ১ বছরের বেসিক মিলিটারি ট্রেনিং হবে গয়ার অফিসার ট্রেনিং অ্যাকাডেমিতে বা ইন্ডিয়ান আর্মির অন্য কোনো ট্রেনিং অ্যাকাডেমিতে৷ ৩ বছরের প্রি-কমিশন ট্রেনিং হবে সিএমই পুনে বা এমসিটিই মহু বা এমসিইএমই সেকেন্দ্রাবাদে৷ ১ বছরের পোস্ট কমিশন ট্রেনিং হবে সিএমই পুনে বা এমসিটিই মহু বা এমসিইএমই সেকেন্দ্রাবাদে৷ সফলভাবে ট্রেনিং শেষে প্রার্থীরা জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি লাভ করবেন৷ সফল প্রার্থীরা লেফটেন্যান্ট পদে নিযুক্ত হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লেখিত ওয়েবসাইট দেখুন৷

Official Website: https://indianarmy.nic.in/

Get details: Click Here

 

Share it :