Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

90 LIEUTENANTS IN INDIAN ARMY THROUGH TES-46 / আর্মিতে ৯০ লেফটেন্যান্ট

The Indian Army is inviting applications from unmarried male Candidates for 10+2 Technical Entry Scheme–48 Course commencing from January 2023.

Post: On successful completion of the course, cadets will be granted Permanent Commission in the Army in the rank of Lieutenant.

Total Vacancy: 90

Eligibility: Must have passed 10+2 Examination or its equivalent with a minimum aggregate of 60% marks in Physics, Chemistry and Mathematics. Must have appeared in JEE (Mains) 2022.

Age limit: 16½ years to 19½ years. Should not be born before 2 July 2003 & not after 1 July 2006.

Training Period: 5 years

Stipend: Rs. 56,000 per month

Pay scale: Rs. 56,100 – Rs. 1,77,500 (after becoming Lieutenant)

Last date of online application: 21/09/2022 till 3pm.

……………………………………

ভারতীয় স্থলবাহিনীর পার্মানেন্ট কমিশনে টেকনিক্যাল এন্ট্রি স্কিম কোর্স ১০+২ (TES-48)-এর জন্য ৯০ জন অবিবাহিত ছেলে নেওয়া হবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২১ সেপ্টেম্বর, ২০২২ দুপুর ৩ টে-র মধ্যে৷

শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে মোট ৬০ শতাংশ নম্বরসহ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে, সঙ্গে জেইই (মেইনস) ২০২২ পরীক্ষায় অবতীর্ণ হতে হবে৷ বয়স:  সাড়ে ১৬  বছর থেকে সাড়ে ১৯ বছরের মধ্যে৷ জন্মতারিখ হতে হবে ২ জুলাই, ২০০৩ থেকে ১ জুলাই, ২০০৬-এর মধ্যে৷ শূন্যপদ: ৯০৷ শারীরিক মাপজোক: উচ্চতা হতে হবে কমপক্ষে ১৫৭.৫ সেমি, ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সমানুপাতিক৷ দৃষ্টিশক্তি দরকার ভালো চোখে ৬/৬ ও খারাপ চোখে ৬/১৮৷ স্টাইপেন্ড: ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড পাবেন প্রতি মাসে ৫৬,১০০ টাকা৷ সফল হলে লেফটেন্যান্ট পদে চাকরি৷ তখন বেতন হবে ৫৬,১০০ থেকে ১,৭৭,৫০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.joinindianarmy.nic.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা প্রয়োজন৷ নির্দেশ অনুসারে দরখাস্ত পূরণ করার পর দরখাস্তের ২ কপি প্রিন্টআউট করে রাখতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই করবে সার্ভিস সিলেকশন বোর্ড৷ শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রাথমিকভাবে বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে৷ নির্বাচিত প্রার্থীদের ট্রেনিং শুরু হবে ২০২৩ সালের জানুয়ারি মাসে৷ মোট ৫ বছরের ট্রেনিং হবে৷ ১ বছরের বেসিক মিলিটারি ট্রেনিং হবে গয়ার অফিসার ট্রেনিং অ্যাকাডেমিতে৷ ৩ বছরের প্রি-কমিশন ট্রেনিং হবে সিএমই পুনে বা এমসিটিই মহু বা এমসিইএমই সেকেন্দ্রাবাদে৷ ১ বছরের পোস্ট কমিশন ট্রেনিং হবে সিএমই পুনে বা এমসিটিই মহু বা এমসিইএমই সেকেন্দ্রাবাদে৷ সফলভাবে ট্রেনিং শেষে প্রার্থীরা জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি লাভ করবেন৷ সফল প্রার্থীরা লেফটেন্যান্ট পদে নিযুক্ত হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লেখিত ওয়েবসাইট দেখুন৷

Official Website:  www.joinindianarmy.nic.in

Official Notification: Click Here

Share it :