Employment Notification No.: 02/2024
The Jute Corporation of India, Kolkata invites applications for the following posts.
Post: Junior Inspector, Junior Assistant, Accountant
Total Vacancy: 90
Eligibility:
Junior Inspector- Class 12 pass, 3 years’ experience in relevant field.
Junior Assistant- Graduate, Computer knowledge, Typing proficiency
Accountant- M.Com with Advanced Accountancy & auditing as a special subject, 5 years’ experience / B.Com with 7 years’ experience.
Age limit: 30 years as on 01.09.2024
Pay scale:Junior Inspector, Junior Assistant- Rs. 21,500 – Rs. 81,500; Accountant-Rs. 28,600 – Rs. 1,15,000.
Application Fee: Rs. 250 (SC/ST/PWBD/ESM category candidates are exempted)
Last Date of Online Application: 30/09/2024
জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ায় ৯০ কর্মী
কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা দ্য জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, কলকাতা জুনিয়র ইন্সপেক্টর, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ও অ্যাকাউন্ট্যান্ট পদে ৯০ জন কর্মী নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৩০ সেপ্টেম্বর, ২০২৪-এর মধ্যে৷
যোগ্যতা: উচ্চমাধ্যমিক, গ্র্যাজুয়েশন (পদ অনুযায়ী বিভিন্ন)
বয়স: ১ সেপ্টেম্বর, ২০২৪ অনুযায়ী ৩০ বছরের মধ্যে৷
শূন্যপদ: ৯০৷
বেতনক্রম: পদ অনুযায়ী বিভিন্ন৷
আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে www.jutecorp.in ওয়েবসাইটের মাধ্যমে৷ দরখাস্ত ফি ২৫০ টাকা অনলাইনে জমা করতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের দরখাস্ত ফি লাগবে না৷
Official Website: www.jutecorp.in
Official Notification: Click Here
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (১৮/৯/২০২৪)।





