Advt. no. WCL/HRD/Trade Appr/2022-23/68
Western Coalfield Limited invites online applications for Trade Apprenticeship.
Post: Trade Apprentice.
Total vacancy: 900.
Eligibility: 10th pass or ITI pass.
Age limit: 18 to 25 years (as on 22/11/2022).
Stipend: trade wise different.
Last Date of Online Application: 22nd November, 2022 till 5 pm.
…………………..
ওয়েস্টার্ন কোলফিল্ড লিমিটেড ৯০০ ‘ট্রেড অ্যাপ্রেন্টিস’ নিয়োগ করবে৷ বয়স: ২২ নভেম্বর, ২০২২ এর হিসেবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে (ওবিসি প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন)৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ৭ নভেম্বর সকাল ১০টা থেকে ২২ নভেম্বর, ২০২২ বিকেল ৫টার মধ্যে৷
ট্রেড অনুযায়ী যোগ্যতা- (১) সিকিউরিটি গার্ড: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ শূন্যপদ: ৬০৷ এস্টাবলিশমেন্ট অনুযায়ী শূন্যপদ – ডব্লুসিএল বল্লারপুর ৭, ডব্লুসিএল চন্দ্রপুর ৮, ডব্লুসিএল ওয়ানি নর্থ ৫, ডব্লুসিএল ওয়ানি ৯, ডব্লুসিএল মাজরি ৪, ডব্লুসিএল উমরার ৫, ডব্লুসিএল নাগপুর ৮, ডব্লুসিএল পেঞ্চ ৪, ডব্লুসিএল কানহান ৩, ডব্লুসিএল পাঠাখেরা ৭৷
(২) কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট: এনসিভিটি / এসসিভিটি স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ শূন্যপদ: ২১৬৷ এস্টাবলিশমেন্ট অনুযায়ী শূন্যপদ – ডব্লুসিএল বল্লারপুর ৩০, ডব্লুসিএল চন্দ্রপুর ৩৩, ডব্লুসিএল ওয়ানি নর্থ ২৮, ডব্লুসিএল ওয়ানি ২৫, ডব্লুসিএল মাজরি ১২, ডব্লুসিএল উমরার ৪, ডব্লুসিএল নাগপুর ৩০, স্কিল ডেভেলপমেন্ট সেন্টার নাগপুর ৮, ডব্লুসিএল পেঞ্চ ২০, ডব্লুসিএল কানহান ১৪, ডব্লুসিএল পাঠাখেরা ১২৷
(৩) ফিটার: এনসিভিটি / এসসিভিটি স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ শূন্যপদ: ২২১৷ এস্টাবলিশমেন্ট অনুযায়ী শূন্যপদ – ডব্লুসিএল বল্লারপুর ৪০, ডব্লুসিএল চন্দ্রপুর ৪০, ডব্লুসিএল ওয়ানি নর্থ ৮, ডব্লুসিএল ওয়ানি ২৫, ডব্লুসিএল মাজরি ১০, ডব্লুসিএল উমরার ২২, ডব্লুসিএল নাগপুর ৩০, ডব্লুসিএল পেঞ্চ ৮, ডব্লুসিএল কানহান ৮, ডব্লুসিএল পাঠাখেরা ৩০৷
(৪) ইলেকট্রিশিয়ান: এনসিভিটি / এসসিভিটি স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ শূন্যপদ: ২২৮৷ এস্টাবলিশমেন্ট অনুযায়ী শূন্যপদ – ডব্লুসিএল বল্লারপুর ৩০, ডব্লুসিএল চন্দ্রপুর ৪০, ডব্লুসিএল ওয়ানি নর্থ ১৪, ডব্লুসিএল ওয়ানি ২০, ডব্লুসিএল মাজরি ১৫, ডব্লুসিএল উমরার ২৩, ডব্লুসিএল নাগপুর ৩০, ডব্লুসিএল পেঞ্চ ১২, ডব্লুসিএল কানহান ১৪, ডব্লুসিএল পাঠাখেরা ৩০৷
(৫) ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেকট্রিক): এনসিভিটি / এসসিভিটি স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে ওয়েল্ডার ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ শূন্যপদ: ৫৯৷ এস্টাবলিশমেন্ট অনুযায়ী শূন্যপদ – ডব্লুসিএল ওয়ানি নর্থ ৫, ডব্লুসিএল ওয়ানি ১০, ডব্লুসিএল মাজরি ৬, ডব্লুসিএল উমরার ৫, ডব্লুসিএল নাগপুর ১৭, ডব্লুসিএল পেঞ্চ ৮, ডব্লুসিএল পাঠাখেরা ৮৷
(৬) ওয়্যারম্যান: এনসিভিটি / এসসিভিটি স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ শূন্যপদ: ২৪৷ এস্টাবলিশমেন্ট অনুযায়ী শূন্যপদ – ডব্লুসিএল ওয়ানি ৫, ডব্লুসিএল উমরার ২, ডব্লুসিএল নাগপুর ১৭৷
(৭) সার্ভেয়র: এনসিভিটি / এসসিভিটি স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ শূন্যপদ: ৯৷ এস্টাবলিশমেন্ট অনুযায়ী শূন্যপদ – ডব্লুসিএল ওয়ানি ৫, ডব্লুসিএল মাজরি ৩, ডব্লুসিএল উমরার ১৷
(৮) মেকানিক ডিজেল: এনসিভিটি / এসসিভিটি স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ শূন্যপদ: ৩৭৷ এস্টাবলিশমেন্ট অনুযায়ী শূন্যপদ – ডব্লুসিএল ওয়ানি নর্থ ৯, ডব্লুসিএল ওয়ানি ২০, ডব্লুসিএল মাজরি ৮৷
(৯) ম্যাসন (বিল্ডিং কনস্ট্রাকটর): এনসিভিটি / এসসিভিটি স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে ম্যাসন বিল্ডিং কনস্ট্রাকটর ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ শূন্যপদ: ৫৷ এস্টাবলিশমেন্ট অনুযায়ী শূন্যপদ – ডব্লুসিএল ওয়ানি ৫৷
(১০) ড্রাফটসম্যান (সিভিল): এনসিভিটি / এসসিভিটি স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে ড্রাফটসম্যান (সিভিল) ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ শূন্যপদ: ১২৷ এস্টাবলিশমেন্ট অনুযায়ী শূন্যপদ – ডব্লুসিএল ওয়ানি ৫, ডব্লুসিএল উমরার ১, ডব্লুসিএল পাঠাখেরা ৬৷
(১১) মেশিনিস্ট: এনসিভিটি / এসসিভিটি স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ শূন্যপদ: ১৩৷ এস্টাবলিশমেন্ট অনুযায়ী শূন্যপদ – ডব্লুসিএল ওয়ানি ৫, ডব্লুসিএল পাঠাখেরা ৮৷
(১২) টার্নার: এনসিভিটি / এসসিভিটি স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ শূন্যপদ: ১১৷ এস্টাবলিশমেন্ট অনুযায়ী শূন্যপদ – ডব্লুসিএল ওয়ানি ৮, ডব্লুসিএল উমরার ৩৷
(১৩) পাম্প অপারেটর কাম মেকানিক: এনসিভিটি / এসসিভিটি স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ শূন্যপদ: ৫৷ এস্টাবলিশমেন্ট অনুযায়ী শূন্যপদ – ডব্লুসিএল ওয়ানি ৫৷
স্টাইপেন্ড: নির্বাচিত প্রার্থীদের ট্রেনিং চলবে ১২ মাসের৷ ১ বছরের আইটিআই পাশ প্রার্থীরা ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ৭,৭০০ টাকা, ২ বছরের আইটিআই পাশ প্রার্থীরা ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ৮,০৫০ টাকা, মাধ্যমিক পাশ (ফ্রেশার) প্রার্থীরা ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ৬,০০০ টাকা স্টাইপেন্ড পাবেন৷
আবেদন করার পদ্ধতি : আগ্রহী প্রার্থীদের প্রথমে www.apprenticeshipindia.org ওয়েবসাইটে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ নাম নথিভুক্ত করার পর রেজিস্ট্রেশন নম্বর নিয়ে অনলাইে দরখাস্ত করতে হবে www.westerncoal.in ওয়েবসাইটে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই জেপিজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: http://www.westerncoal.in/index1.php
Get details: Click Here