Notification No.SWR/RRC/Act Appr/01/2025,
South Western Railway (SWR) is going to recruit Trade Apprentices in various Division.
Post: ITI Trade Apprentices.
Total Vacancy: 904.
Eligibility: 10th, ITI in relevant trades.
Age Limit: 15 to 24 years (as on 13/08/2025).
Stipend: As per Govt. rules.
Last Date of Online Application: 13th August, 2025
……………………………………………….
দক্ষিণ–পশ্চিম রেলে ৯০৪ অ্যাপ্রেন্টিস
দক্ষিণ-পশ্চিম রেলওয়ের বিভিন্ন ডিভিশনে ফিটার, ওয়েল্ডার, মেশিনিস্ট, টার্নার, ইলেকট্রিশিয়ান, কার্পেন্টার, পেন্টার, পাসা, স্টেনোগ্রাফার ট্রেডে ৯০৪ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৩ আগস্ট, ২০২৫-এর মধ্যে৷
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে মোট ৫০ শতাংশ নম্বর-সহ মাধ্যমিক বা সমতুল পাশ এবং সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই কোর্স পাশ হতে হবে৷ বয়স: ১৩ আগস্ট, ২০২৫ অনুযায়ী ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে৷
আবেদন : দরখাস্ত করতে হবে অনলাইনে www.rrchubli.in ওয়েবসাইটের মাধ্যমে৷
Official Website: www.rrchubli.in
Official Notification: Click Here
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (২৩ /৭ /২০২৫)।