Sanjay Gandhi Postgraduate Institute of Medical Sciences invites online applications for the following post.
Post: Nursing Officer.
Total vacancy: 905
Eligibility: 1. (i) B.Sc. (Hons.) Nursing/B.Sc Nursing from an Indian Nursing Council recognized Institute or University OR B.Sc. (Post certificate) / Post Basic B.Sc Nursing from an Indian Nursing Council recognized Institute or University. (ii) Registered as Nurses & Midwife in State /India Nursing Council OR 2. (i) Diploma in General Nursing Midwifery from an Indian Nursing Council recognized Institute/Board or council (ii) Registered as Nurses & Midwife in State / Indian Nursing Council, (iii) Two years experience in a minimum 50 bedded Hospital after acquiring the educational qualification mentioned at 2(i) above.
Age limit: 18-40 years (as on 1/1/2023).
Pay scale: Level 7
Last date of online application: 25/01/2023
……………………..
সঞ্জয় গান্ধী পোস্টগ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস, লক্ষ্ণৌ ৯০৫ জন নার্সিং অফিসার (গ্রুপ ‘বি’) নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২৫ জানুয়ারি, ২০২৩-এর মধ্যে৷
যোগ্যতা: বিএসসি (অনার্স) নার্সিং / বিএসসি নার্সিং / বিএসসি (পোস্ট সার্টিফিকেট) / পোস্ট বেসিক বিএসসি নার্সিং পাশ হতে হবে বা জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে ও ৫০ শয্যাবিশিষ্ট কোনো হাসপাতালে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ স্টেট / ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের অধীন নার্স অ্যান্ড মিডওয়াইফ হিসেবে নাম নথিভুক্ত থাকতে হবে৷
বয়স: ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ১৮ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৯০৫৷ বেতনক্রম: লেভেল ৭৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে www.sgpgims.org.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা প্রয়োজন৷ দরখাস্ত পূরণের সময় নির্দেশ অনুসারে প্রার্থীর ছবি, সই ও অন্যান্য নথি স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্ত ফি ১০০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে কমন রিক্রুটমেন্ট টেস্ট-এর মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: www.sgpgims.org.in
Official notification: Click Here