Advt.No.CO/HRM/09/2022
Irel (India) Limited invites online applications for the following posts.
Post: Graduate Trainee (Finance), Graduate Trainee (HR), Diploma Trainee (Technical), Junior Supervisor (Rajbhasha), Personal Secretary, Tradesman Trainee (ITI), Fitter / Electrician.
Total vacancy: 92
Eligibility: post wise different.
Age Limit: post wise different.
Pay Scale: post wise different.
Last Date of Online Application: 14th July, 2022.
……………………………
কেন্দ্রীয় সরকারের আণবিক শক্তি বিভাগের অধীন রাষ্ট্রায়ত্ত সংস্থা আইরেল (ইন্ডিয়া) লিমিটেড গ্র্যাজুয়েট ট্রেনি, ডিপ্লোমা ট্রেনি, জুনিয়র সুপারভাইজার, পার্সোনাল সেক্রেটারি, ট্রেডসম্যান ট্রেনি, ফিটার / ইলেকট্রিশিয়ান পদে ৯২ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৪ জুলাই, ২০২২ এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) গ্র্যাজুয়েট ট্রেনি – ফিন্যান্স (পোস্ট কোড পিসি ১): সিএ ইন্টারমিডিয়েট বা সিএমএ ইন্টারমিডিয়েট অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বর (তঃজাঃ প্রার্থীদের বেলায় ৫০ শতাংশ নম্বর) সহ বি.কম পাশ হতে হবে৷ বয়স: ২৬ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৭ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি-এনসিএল ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ স্টাইপেন্ড: ১ বছরের ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ৩০,৮৫০ টাকা ও অফিস অ্যাকোমোডেশন বা বাড়ি ভাড়া বাবদ ভাতা পাওয়া যাবে৷
(২) গ্র্যাজুয়েট ট্রেনি – এইচআর (পোস্ট কোড পিসি ২): কমপক্ষে ৬০ শতাংশ নম্বর (তঃজাঃ প্রার্থীদের বেলায় ৫০ শতাংশ নম্বর) সহ যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ বয়স: ২৬ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি-এনসিএল ১)৷ স্টাইপেন্ড: ১ বছরের ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ৩০,৮৫০ টাকা ও অফিস অ্যাকোমোডেশন বা বাড়ি ভাড়া বাবদ ভাতা পাওয়া যাবে৷
(৩) ডিপ্লোমা ট্রেনি – টেকনিক্যাল (পোস্ট কোড পিসি ৩): কমপক্ষে ৬০ শতাংশ নম্বর (তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীদের বেলায় ৫০ শতাংশ নম্বর) সহ মাইনিং / কেমিক্যাল / মেকানিক্যাল / ইলেকট্রিক্যাল / সিভিল / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং শাখায় ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স: ২৬ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৯ (জেনাঃ ৮, তঃজাঃ ২, তঃউঃজাঃ ২, ওবিসি-এনসিএল ৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ স্টাইপেন্ড: ১ বছরের ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ৩০,৮৫০ টাকা ও অফিস অ্যাকোমোডেশন বা বাড়ি ভাড়া বাবদ ভাতা পাওয়া যাবে৷
(৪) জুনিয়র সুপারভাইজার – রাজভাষা (পোস্ট কোড পিসি ৪): হিন্দি ভাষায় মাস্টার ডিগ্রি পাশ সঙ্গে গ্র্যাজুয়েশনে ইংরেজি বিষয় পড়ে থাকতে হবে বা ইংরেজি মাধ্যমে গ্র্যাজুয়েট হতে হবে অথবা ইংরেজি ভাষায় মাস্টার ডিগ্রি পাশ সঙ্গে গ্র্যাজুয়েশনে হিন্দি বিষয় পড়ে থাকতে হবে বা হিন্দি মাধ্যমে গ্র্যাজুয়েট হতে হবে৷ শিক্ষালাভের পর ট্রান্সলেশনের কাজে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২৫,০০০ টাকা থেকে ৬৮,০০০ টাকা৷
(৫) পার্সোনাল সেক্রেটারি (পোস্ট কোড পিসি ৫): যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ গ্র্যাজুয়েশনে ইংরেজি বিষয় পড়ে থাকতে হবে বা ইংরেজি মাধ্যমে গ্র্যাজুয়েট হতে হবে৷ ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৪০টি শব্দ টাইপ করার গতি থাকতে হবে৷ স্টেনোগ্রাফি ও কম্পিউটার জানা আবশ্যক৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২৫,০০০ টাকা থেকে ৬৮,০০০ টাকা৷
(৬) ট্রেডসম্যান ট্রেনি – আইটিআই (পোস্ট কোড পিসি ৬): মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ফিটার, ইলেকট্রিশিয়ান, অ্যাটেন্ড্যান্ট অপারেটর – কেমিক্যাল প্ল্যান্ট, ইনস্ট্রুমেন্টেশন ট্রেডে আইটিআই বা এনএসি পাশ ও ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২৮ (জেনাঃ ১৩, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ৬, ওবিসি-এনসিএল ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ স্টাইপেন্ড: ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ২০,০০০ টাকা পাওয়া যাবে৷ ট্রেনিং শেষে সফল প্রার্থীরা বেতন পাবেন ২২০০০ টাকা থেকে ৪৪০০০ টাকা৷
(৭) ফিটার / ইলেকট্রিশিয়ান (পোস্ট কোড পিসি ৭): মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ফিটার, ইলেকট্রিশিয়ান, অ্যাটেন্ড্যান্ট অপারেটর – কেমিক্যাল প্ল্যান্ট, ইনস্ট্রুমেন্টেশন ট্রেডে আইটিআই বা এনএসি পাশ ও ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ ইলেকট্রিশিয়ান ট্রেডের জন্য বৈধ লাইসেন্স থাকা আবশ্যক৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৪ (জেনাঃ ৯, তঃজাঃ ১, ওবিসি-এনসিএল ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ স্টাইপেন্ড: ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ২০,০০০ টাকা পাওয়া যাবে৷ ট্রেনিং শেষে সফল প্রার্থীরা বেতন পাবেন ২২০০০ টাকা থেকে ৪৪০০০ টাকা৷
(৮) ফিটার / ইলেকট্রিশিয়ান (পোস্ট কোড পিসি ৮): মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ফিটার, ইলেকট্রিশিয়ান, অ্যাটেন্ড্যান্ট অপারেটর – কেমিক্যাল প্ল্যান্ট, ইনস্ট্রুমেন্টেশন ট্রেডে আইটিআই বা এনএসি পাশ ও ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ ইলেকট্রিশিয়ান ট্রেডের জন্য বৈধ লাইসেন্স থাকা আবশ্যক৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৪ (জেনাঃ ৮, তঃজাঃ ২, ওবিসি-এনসিএল ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ স্টাইপেন্ড: ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ২০,০০০ টাকা পাওয়া যাবে৷ ট্রেনিং শেষে সফল প্রার্থীরা বেতন পাবেন ২২০০০ টাকা থেকে ৪৪০০০ টাকা৷
সব পদের বেলায় বয়সের হিসেব করতে হবে ১৪ জুলাই, ২০২২ অনুযায়ী৷ উল্লিখিত সব পদের বেলায় ওবিসি এনসিএল প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনেwww.irel.co.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ৪৭২ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: https://irel.co.in/careers
Get details: Click Here