Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

92 STAFFS REQUIRED IN COOPERTIVE BANKS

Advt. No. 02/2025

West Bengal Cooperative Service Commission invites online applications for the Clerical Cadre posts.

Post: Various.

Total vacancy: 92.

Eligibility: post wise different.

Age limit: post wise different.

Pay Scale:  post wise different.

Last Date of Online Application: 1st March, 2025.

………………………………………………………………………………………………………………………………………………………….

রাজ্যের সমবায় ব্যাঙ্ক প্রতিষ্ঠানে ৯২ কর্মী

পশ্চিমবঙ্গ কো-অপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের ১৭টি সমবায় ব্যাঙ্ক ও প্রতিষ্ঠানে জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট (গ্রেড থ্রি),  ফিল্ড  সুপারভাইজার / অফিস অ্যাসিস্ট্যান্ট (গ্রেড থ্রি), সুপারভাইজার (গ্রেড থ্রি), অ্যাসিস্ট্যান্ট কাম সুপারভাইজার, সিনিয়র সেলসম্যান / সেলসগার্ল,  ক্লার্ক কাম ক্যাশিয়ার, সেলস কাম জেনারেল অ্যাসিস্ট্যান্ট, ক্যাশিয়ার কাম ক্লার্ক গ্রেড সি, অফিস অ্যাসিস্ট্যান্ট, প্রুফ রিডার, অ্যাকাউন্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, জেনারেল ডেয়ারি ওয়ার্কার, ফিল্ড রিপ্রেজেনটেটিভ, অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট, এমআইএস অ্যাসিস্ট্যান্ট, ফিল্ড সুপারভাইজার, সিনিয়র সুপারভাইজার, অফিস অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট পদে ৯২ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে (বিজ্ঞপ্তি নং ০২/২০২৫)৷ বয়স : ১ জানুয়ারি, ২০২৫-এর হসেবে ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে (ওবিসি ও তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন)৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১ মার্চ, ২০২৫-এর মধ্যে৷

যোগ্যতা : যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে ও  কম্পিউটারের বেসিক নলেজের কোর্স করে থাকতে হবে৷ সিএ ইন্টার / আইসিডব্লুএ ইন্টার পাশ হলে ভালো হয়৷ অথবা কমপক্ষে ৫০ শতাংশ নম্বর-সহ উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর কমার্স শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা পাশ হতে হবে অথবা উচ্চমাধ্যমিক বা গ্র্যাজুয়েট / পোস্ট গ্র্যাজুয়েট স্তরে কম্পিউটার বিষয় পড়ে থাকতে হবে৷ অথবা উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে ও কম্পিউটারের বেসিক নলেজের কোর্স করে থাকতে হবে৷ সেলসের কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ অথবা কমপক্ষে ৫০ শতাংশ নম্বর-সহ (তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীদের বেলায় ৪৫ শতাংশ) যেকোনো বিষয়ে  গ্র্যাজুয়েট বা মাস্টার ডিগ্রি পাশ হতে হবে ও ৬ মাসের কম্পিউটারের বেসিক নলেজের কোর্স করে থাকতে হবে৷ অথবা কমার্স শাখায় গ্র্যাজুয়েট হতে হবে ও  কম্পিউটারের বেসিক নলেজের কোর্স করে থাকতে হবে৷ অথবা  উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে ও  কম্পিউটারের বেসিক নলেজের কোর্স করে থাকতে হবে৷ ব্যাঙ্কের ১০ কিলোমিটারের মধ্যে বাস করা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে৷ অথবা  যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও গ্র্যাজুয়েশনে মোট ৬০ শতাংশ নম্বর থাকতে হবে৷ অথবা মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ ইংরেজি থেকে বাংলা ও বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে জানতে হবে৷ কম্পিউটারের বেসিক নলেজের কোর্স করে থাকতে হবে৷ প্রুফ রিডার হিসেবে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ অথবা মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ কম্পিউটারের বেসিক নলেজের কোর্স করে থাকতে হবে৷ প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক স্তরে প্রথম বা দ্বিতীয় ভাষা হিসেবে নেপালি পড়ে থাকতে হবে৷ অথবা কমার্স শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ ট্যালি-সহ কম্পিউটারের বেসিক নলেজের কোর্স করে থাকতে হবে৷ অথবা মাইক্রো-বায়োলজি / বায়ো-কেমিস্ট্রি বিষয়ে বি.এসসি পাশ হতে হবে৷ এমএস অফিস সংক্রান্ত ভালো জ্ঞান থাকা আবশ্যক৷ কোনো সুপরিচিত ডেয়ারি বা ওই সম্পর্কিত ল্যাবে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ অথবা  বি.এসসি পাশ হতে হবে৷ কম্পিউটার / ইনফরমেশন টেকনোলজির সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে৷  সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ অথবা বিজ্ঞান শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ বেসিক কম্পিউটার নলেজের কোর্স করে থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷(পদ অনুযায়ী বিভিন্ন)।

 বেতনক্রম: পদ অনুযায়ী বিভিন্ন৷

আবেদন : দরখাস্ত করতে হবে অনলাইে www.webcsc.orgওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে পরীক্ষার ফি  ৬৫০ টাকা (রাজ্যের তপশিলি সম্প্রদায়ের প্রার্থীদের ২৫০ টাকা) অনলাইনে ডেবিট কার্ড / ক্রেডিট কার্ড / নেট ব্যাঙ্কিং-এর মাধ্যমে জমা দিতে হবে৷ সার্ভিস চার্জ ১৭ টাকা ও জিএসটি  অতিরিক্ত৷

Official Website: https://www.webcsc.org/

Official Notification: https://www.webcsc.org/doc/NotificationAdvertisementNo022025.pdf

Apply link: Click Here

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (৫/২/২০২৫)

Share it :

Leave a Reply