Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

93 STAFFS ARE REQUIRED IN DISTRICT JUDGES COURT, BIRBHUM / বীরভূম জেলা আদালতে ৯৩ কর্মী

Advt. no. 02

Online applications are invited for the following posts in the district judges’ court, Birbhum.

Post: English Stenographer, Bengali Translator, Lower Division Clerk, Process Server, Peon / Night Guard.

Total vacancy: 93. English Stenographer: 5, Bengali Translator: 3, Lower Division Clerk: 28, Process Server: 8, Peon / Night Guard: 49.

Eligibility: post wise different.

Age: post wise different.

Pay Scale: post wise different.

Last Date of Online Application: 12th May, 2022 till 11:30 pm.

…………………………………………….

বীরভূম জেলা আদালতে পিওন / নাইট গার্ড, প্রসেস সার্ভার, লোয়ার ডিভিশন ক্লার্ক, বেঙ্গলি ট্রান্সলেটর, ইংলিশ স্টেনোগ্রাফার পদে ৯৩ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১২ মে, ২০২২ রাত সাড়ে ১১টার মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা : (১) পিওন / নাইট গার্ড : অষ্টম শ্রেণি বা সমতুল পাশ হতে হবে৷ বয়স : ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে৷  শূন্যপদ: ৪৯ (জেনাঃ ১২, জেনাঃ দক্ষ খেলোয়াড় ২, জেনাঃ ইসি ৮, জেনাঃ প্রাক্তন সমরকর্মী গ্রুপ সি ২, জেনাঃ প্রাক্তন সমরকর্মী গ্রুপ ডি ১, জেনাঃ শারীরিক প্রতিবন্ধী ১, তঃজাঃ ৮, তঃজাঃ ইসি ৩, তঃজাঃ প্রাক্তন সমরকর্মী গ্রুপ ডি ১, তঃউঃজাঃ ১, তঃউঃজাঃ প্রাক্তন সমরকর্মী গ্রুপ ডি ১,ওবিসি-এ ৩, ওবিসি এ ইসি ১, ওবিসি এ প্রাক্তন সমরকর্মী গ্রুপ ডি ১, ওবিসি-বি ২, ওবিসি বি ইসি ১, ওবিসি বি প্রাক্তন সমরকর্মী গ্রুপ ডি ১)৷ বেতনক্রম : ১৭,০০০ টাকা থেকে ৪৩,৬০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা (৯০ নম্বর) ও ইন্টারভিউয়ের (১০) মাধ্যমে৷

(২) প্রসেস সার্ভার : অষ্টম শ্রেণি বা সমতুল পাশ হতে হবে৷ বেসিক কম্পিউটার জানা থাকলে ভালো হয়৷ বয়স : ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে৷  শূন্যপদ: ৮ (জেনাঃ ২, জেনাঃ ইসি ২, জেনাঃ প্রাক্তন সমরকর্মী গ্রুপ সি ১, তঃজাঃ প্রাক্তন সমরকর্মী গ্রুপ ডি ১, তঃউঃজাঃ ১, ওবিসি-এ ১)৷ বেতনক্রম : ২১,০০০ টাকা থেকে ৫৪,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা (৯০ নম্বর) ও ইন্টারভিউয়ের (১০) মাধ্যমে৷

(৩) লোয়ার ডিভিশন ক্লার্ক : মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ কম্পিউটারে টাইপ করতে জানতে হবে ও কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট থাকতে হবে৷ বয়স : ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে৷  শূন্যপদ: ২৮ (জেনাঃ ৫, জেনাঃ দক্ষ খেলোয়াড় ১, জেনাঃ ইসি ৬, জেনাঃ প্রাক্তন সমরকর্মী গ্রুপ সি ১, জেনাঃ প্রাক্তন সমরকর্মী গ্রুপ ডি ১, জেনাঃ শারীরিক প্রতিবন্ধী ১, তঃজাঃ ৪, তঃজাঃ ইসি ১, তঃজাঃ প্রাক্তন সমরকর্মী গ্রুপ সি ১, তঃউঃজাঃ ইসি ১, তঃউঃজাঃ প্রাক্তন সমরকর্মী গ্রুপ ডি ১, ওবিসি-এ ১, ওবিসি এ ইসি ১, ওবিসি এ প্রাক্তন সমরকর্মী গ্রুপ ডি ১, ওবিসি বি ইসি ১, ওবিসি বি প্রাক্তন সমরকর্মী গ্রুপ ডি ১)৷ বেতনক্রম : ২২,৭০০ টাকা থেকে ৫৮,৫০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷ লিখিত পরীক্ষা হবে দু’টি পেপারে৷ পেপার-১ (১০০ নম্বর), পেপার-২ (৮০ নম্বর), ইন্টারভিউ (২০ নম্বর)৷

(৪) বেঙ্গলি ট্রান্সলেটর: যে কোনো বিষয়ে অনার্স গ্র্যাজুয়েট হতে হবে (বাংলা / ইংরেজি / লিঙ্গুয়িস্টিক হলে অগ্রাধিকার পাওয়া যাবে)৷ বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করতে জানতে হবে৷ কম্পিউটারে টাইপ করতে জানতে হবে ও কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট থাকতে হবে৷ বয়স : ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ৩৯ বছরের মধ্যে৷  শূন্যপদ: ৩ (জেনাঃ ১, জেনাঃ ইসি ১,তঃজাঃ ১)৷ বেতনক্রম : ২৮,৯০০ টাকা থেকে ৭৪,৫০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷ লিখিত পরীক্ষা হবে দু’টি পেপারে৷ পেপার-১ (১০০ নম্বর), পেপার-২ (৮০ নম্বর), ইন্টারভিউ (২০ নম্বর)৷

(৫) ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড থ্রি: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ইংরেজি স্টেনোগ্রাফিতে প্রতি মিনিটে ৮০টি শব্দ লেখার গতি থাকতে হবে ও ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩০টি শব্দ টাইপ করার গতি থাকতে হবে৷ কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট থাকতে হবে৷ বয়স : ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ৩৯ বছরের মধ্যে৷  শূন্যপদ: ৫ (জেনাঃ ১, জেনাঃ ইসি ১, জেনাঃ শারীরিক প্রতিবন্ধী ১, তঃউঃজাঃ ইসি ১, ওবিসি এ ইসি ১)৷ বেতনক্রম : ৩২,১০০ টাকা থেকে ৮২,৯০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে ডিকটেশন ও ট্রান্সক্রিপশন টেস্ট (৪০০ নম্বর), লিখিত পরীক্ষা (৯০ নম্বর), কম্পিউটার টেস্ট (৮০ নম্বর), পার্সোনালিটি টেস্টের (৩০ নম্বর) মাধ্যমে৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে www.drcbirbhum2022.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি অনলাইনে জমা দিতে হবে৷ পদ অনুযায়ী ফি হল নিম্নরূপ – পিওন / নাইট গার্ড: ৫০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ ৩৫০ টাকা, শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ৩০০ টাকা), প্রসেস সার্ভার: ৬০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ ৪০০ টাকা, শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ৩৬০ টাকা), লোয়ার ডিভিশন ক্লার্ক: ৬০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ ৪০০ টাকা, শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ৩৬০ টাকা), বেঙ্গলি ট্রান্সলেটর: ৭০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ ৫০০ টাকা, শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ৪২০ টাকা), ইংলিশ স্টেনোগ্রাফার: ৮০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ ৬০০ টাকা, শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ৪৮০ টাকা)৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন www.drcbirbhum2022.in ও www.calcutta highcourt.gov.in ওয়েবসাইট৷

Official website: https://www.calcuttahighcourt.gov.in/Notices/district-recruiment-notice

Get details: Click Here

Apply online: Click Here

Share it :