Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

94 DBW IN ORDNANCE FACTORY

Ordnance Factory Bhandara is inviting applications for engagement of Apprentices.

Post: Danger Building Worker of AOCP trade

Total Vacancy: 94

Eligibility: Candidates possessing NAC/NTC Certificate issued by NCTVT (now NCVT) of AOCP Trade who are trained in Ordnance Factories under erstwhile Ordnance Factory Board or under Munitions India Limited (MIL), having training/experience in the Military ammunition and explosives manufacturing and handling,

OR

Candidates possessing NAC/NTC Certificate issued by NCTVT (now NCVT) in AOCP Trade from Government/ Private Organization having affiliation from Government and the candidates having AOCP from Government ITI will be considered.

Age: 18-35 years as on 23/11/2023

Basic Pay: Rs. 19900 + DA

Last Date of Receipt of Application: 23/11/2024

 

অর্ডন্যান্স ফ্যাক্টরিতে ৯৪ ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার  

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সংস্থা অর্ডন্যান্স ফ্যাক্টরি, ভান্ডারা ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার পদে ৯৪ জন নিয়োগ করবে চুক্তির ভিত্তিতে৷ প্রাথমিকভাবে ১ বছরের চুক্তিতে নিয়োগ করা হলেও চুক্তির মেয়াদ ৪ বছর পর্যন্ত বাড়তে পারে। দরখাস্ত পাঠাতে হবে ২৩ নভেম্বর, ২০২৪-এর মধ্যে।

শিক্ষাগত যোগ্যতা: সরকারি / বেসরকারি প্রতিষ্ঠান থেকে অ্যাটেনডেন্ট অপারেটর (কেমিক্যাল প্ল্যান্ট) ট্রেডে এনসিভিটি প্রদত্ত ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট / ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট / আইটিআই পাশ হতে হবে অথবা কোনো অর্ডন্যান্স ফ্যাক্টরি থেকে অ্যাটেনডেন্ট অপারেটর (কেমিক্যাল প্ল্যান্ট) ট্রেডে এনসিভিটি প্রদত্ত ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট / ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট পাশ ও ট্রেনিংপ্রাপ্ত হতে হবে এবং মিলিটারি গোলাবারুদ ও বিস্ফোরক পদার্থ তৈরি ও ব্যবহারের ট্রেনিং / অভিজ্ঞতা থাকা আবশ্যক।

বয়স: ২৩ নভেম্বর, ২০২৪ অনুযায়ী ১৮ বছর থেকে ৩৫ বছরের মধ্যে৷

শূন্যপদ: ৯৪।

মূল বেতন: প্রতি মাসে ১৯৯০০ টাকা ও অন্যান্য ভাতা।

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে https://rb.gy/ejcnle গুগল লিংকে প্রদত্ত নির্দিষ্ট বয়ানে৷

Official Websitehttps://munitionsindia.in

Official Notificationhttps://rb.gy/ejcnle

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (১৩/১১/২০২৪)।

Share it :