NMDC Ltd invites online applications for the following posts.
Post: Junior Officer (Civil) Trainee, Junior Officer (Electrical) Trainee, Junior Officer (Mechanical) Trainee, Junior Officer (Mining) Trainee, Junior Officer (G&OC) Trainee, Junior Officer (Survey) Trainee.
Total vacancy: 94.
Junior Officer (Civil) Trainee- 7
Junior Officer (Electrical) Trainee- 14
Junior Officer (Mechanical) Trainee- 33
Junior Officer (Mining) Trainee- 32
Junior Officer (G&OC) Trainee- 7
Junior Officer (Survey) Trainee- 1
Eligibility: Diploma/ Degree /PG in relevant streams.
Age limit: 32 years
Pay scale: Rs, 37,000 – Rs. 1,30,000
Application Fee: Rs. 250 (SC/ST, PwBD, ESM are exempted)
Last date of online application: 27th February, 2022.
………………………………………………………………………………………..
কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা এনএমডিসি লিমিটেড জুনিয়র অফিসার ট্রেনি পদে ৯৪ জন নিয়োগ করবে৷ বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে৷ ওবিসি এনসিএল প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২৭ ফেব্রুয়ারি, ২০২২-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা : (১) জুনিয়র অফিসার (মেকানিক্যাল) ট্রেনি: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় ৩ বছরের ডিপ্লোমা বা ডিগ্রি পাশ হতে হবে৷ ডিপ্লোমা পাশ প্রার্থীদের বেলায় সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ৩৩ (জেনাঃ ১৪, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ২, ওবিসি (এনসিএল) ৯, আর্থিকভাবে অনগ্রসর ৩)৷
(২) জুনিয়র অফিসার (মাইনিং) ট্রেনি: মাইনিং ইঞ্জিনিয়ারিং শাখায় ফোরম্যানস সার্টিফিকেট অফ কম্পিটেন্সি সহ ৩ বছরের ডিপ্লোমা বা দ্বিতীয় বিভাগে মাইনস ম্যানেজার সার্টিফিকেট অফ কম্পিটেন্সি সহ ডিগ্রি পাশ হতে হবে৷ ডিপ্লোমা পাশ প্রার্থীদের বেলায় সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ৩২ (জেনাঃ ১২, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ৩, ওবিসি (এনসিএল) ৯, আর্থিকভাবে অনগ্রসর ৩)৷
(৩) জুনিয়র অফিসার (ইলেকট্রিক্যাল) ট্রেনি: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় ইলেকট্রিক্যাল সুপারভাইজরি সার্টিফিকেট (মাইনিং) অফ কম্পিটেন্সি সহ ৩ বছরের ডিপ্লোমা বা ডিগ্রি পাশ হতে হবে৷ ডিপ্লোমা পাশ প্রার্থীদের বেলায় সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ১৪ (জেনাঃ ৬, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি (এনসিএল) ৪, আর্থিকভাবে অনগ্রসর ১)৷
(৪) জুনিয়র অফিসার (সিভিল) ট্রেনি: সিভিল ইঞ্জিনিয়ারিং শাখায় ৩ বছরের ডিপ্লোমা বা ডিগ্রি পাশ হতে হবে৷ ডিপ্লোমা পাশ প্রার্থীদের বেলায় সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ৭ (জেনাঃ ৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি (এনসিএল) ১, আর্থিকভাবে অনগ্রসর ১)৷
(৫) জুনিয়র অফিসার (জি অ্যান্ড ওসি) ট্রেনি: জিয়োলজি / অ্যাপ্লায়েড জিয়োলজি / এক্সপ্লোরেশন জিয়োলজি বিষয়ে এমএসসি / এমএসসি (টেক) / এমটেক পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ৭ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি (এনসিএল) ২, আর্থিকভাবে অনগ্রসর ১)৷
(৬) জুনিয়র অফিসার (সার্ভে) ট্রেনি: মাইন সার্ভেয়রস সার্টিফিকেট অফ কম্পিটেন্সি সহ মাইন ও মাইনস সার্ভেয়িঙ-এ ৩ বছরের ডিপ্লোমা বা ডিগ্রি পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷
ট্রেনিং পিরিয়ড, স্টাইপেন্ড ও বেতনক্রম: ডিগ্রি পাশদের ১২ মাসের ট্রেনিং পিরিয়ডে প্রতি মাসে ৩৭,০০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে৷ ডিপ্লোমা পাশদের ১৮ মাসের ট্রেনিং পিরিয়ডে প্রথম ১২ মাসের প্রতি মাসে ৩৭,০০০ টাকা স্টাইপেন্ড ও বাকি ৬ মাসের প্রতি মাসে ৩৮,০০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে৷ ট্রেনিং শেষে বেতনক্রম হবে- ৩৭০০০ টাকা থেকে ১,৩০,০০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে www.nmdc.co.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত পূরণের সময় নিম্নলিখিত নথিগুলি স্ক্যান করে আপলোড করতে হবে — পাসপোর্ট মাপের ছবি, দশম শ্রেণির সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), সই৷ দরখাস্তের ফি ২৫০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের (ইউনিক অ্যাপলিকেশন আইডি সহ) ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: লিখিত পরীক্ষা ও সুপারভাইজারি স্কিল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official Website: www.nmdc.co.in
Click here for Complete Notification/Apply Online. Click Here