Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

95 Civilians in Indian Coast Guard / উপকূলরক্ষী বাহিনী’তে ৯৫ গ্রুপ-‘সি’

Indian Coast Guard Region (west) invites applications for the following posts.

Post: Engine Driver, SarangLaskar, Fire Enginer Driver, Fireman, Civilian Motor Transport Driver, Motor Transport Fitter, Store Keeper Grade III, Spray Painter, Motor Transport Mechanic, Lascar, Multi Tasking Staff, Unskilled Labourer.

Total vacancy: 95. Engine Driver 5, SarangLaskar 2, Fire Enginer Driver 5, Fireman 53, Civilian Motor Transport Driver 11, Motor Transport Fitter 5, Store Keeper Grade III 3, Spray Painter 1, Motor Transport Mechanic 1, Lascar 5, Multi Tasking Staff 3, Unskilled Labourer 1.

Eligibility: post wise different.

Age limit: within 30 years.

Salary:  post wise different.

Last Date of Submission Application: 31 January, 2022 .

…………………………………………………………………….

ইন্ডিয়ান কোস্ট গার্ড রিজিয়ন (ওয়েস্ট), মুম্বই ইঞ্জিন ড্রাইভার, সারঙ লস্কর, ফায়ার ইঞ্জিন ড্রাইভার, ফায়ারম্যান, সিভিলিয়ান মোটর ট্রান্সপোর্ট ড্রাইভার, মোটর ট্রান্সপোর্ট ফিটার, স্টোর কিপার, স্প্রে পেইন্টার, মোটর ট্রান্সপোর্ট মেকানিক, লস্কর, মাল্টি টাস্কিং স্টাফ (পিওন), আনস্কিলড লেবারার পদে ৯৫ জন সিভিলিয়ান কর্মী নিয়োগ করবে৷ দরখাস্ত পাঠাতে হবে ৩১ জানুয়ারি, ২০২২ এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা : (১) ফায়ারম্যান : মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ উচ্চতা হতে হবে কমপক্ষে ১৬৫ সেমি (তঃউঃজাঃ ও পার্বত্য অঞ্চলের বাসিন্দার উচ্চতার ক্ষেত্রে ২.৫ সেমি ছাড় পাবেন), বুকের ছাতি না ফুলিয়ে ৮১.৫ সেমি ও ফুলিয়ে ৮৫ সেমি, ওজন কমপক্ষে ৫০ কেজি হতে হবে৷ শারীরিক সমক্ষমতার পরীক্ষায় ৯৬ সেকেন্ডের মধ্যে ১৮৩ মিটার দূরত্বে ৬৩.৫ কেজি ওজনের একজন মানুষকে বহন করে নিয়ে যেতে হবে (ফায়ারম্যান লিফট), লং জাম্পের মাধ্যমে ২.৭ মিটার চওড়া গর্ত অতিক্রম করতে হবে (দু’পায়ে ল্যান্ডিং হতে হবে), হাত ও পায়ের সাহায্যে ৩ মিটার উঁচুদড়ি চড়তে হবে৷ বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫৩৷ দমন ২৪ (জেনাঃ ১০, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ২, ওবিসি ৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩)৷ রত্নগিরি ২৯ (জেনাঃ ১৪, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ২, ওবিসি ৭, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা৷

(২) সিভিলিয়ান মোটর ট্রান্সপোর্ট ড্রাইভার (অর্ডিনারি গ্রেড): মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ হালকা ও ভারি যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে৷ ২ বছর ড্রাইভিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে৷ মোটর মেকানিজমের জ্ঞান থাকা আবশ্যক৷ বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১১৷ মুম্বই ২ (তঃউঃজাঃ)৷ রত্নগিরি ১ (আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী)৷ কাভারাত্তি ২ (ওবিসি)৷ দমন ৬ (জেনাঃ ৩, তঃজাঃ ৩)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা৷

(৩) ইঞ্জিন ড্রাইভার : মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে ইঞ্জিন ড্রাইভার কম্পিটেন্সির সার্টিফিকেট থাকতে হবে ৪০০ বোট হর্সপাওয়ারের কোনো ভেসেলে সারঙ হিসেবে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫৷ মুম্বই ১ (তঃউঃজাঃ), মুরুদ জঞ্জিরা ১ (ওবিসি),  কোচি ৩ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২৫,৫০০ টাকা৷

(৪) ফায়ার ইঞ্জিন ড্রাইভার : মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ভারি যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে  ও ৩ বছর ভারি যান চালানোর অভিজ্ঞতা থাকতে হবে৷ বিভিন্ন ফায়ার ইক্যুইপমেন্ট ও অ্যাপ্লায়েন্সের ব্যবহার জানা থাকলে ও ফায়ারম্যান হিসেবে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫৷ দমন ৫ (জেনাঃ ৩, ওবিসি ২)৷ বেতনক্রম: ২১,৭০০ টাকা৷

(৫) মোটর ট্রান্সপোর্ট ফিটার : মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ অটোমোবাইল ওয়ার্কশপে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই ডিপ্লোমা থাকলে ভালো হয়৷ বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫৷ মুম্বই ১ (ওবিসি)৷ রত্নগিরি ২ (অসংরক্ষিত)৷ কোচি ১ (অসংরক্ষিত)৷ কাভারাত্তি ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা৷

(৬) লস্কর: মাধ্যমিক বা সমতুল পাশ ও কোনো বোটে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫৷ মুম্বই ৩ (ওবিসি)৷ মুরুদ জঞ্জিরা ১ (অসংরক্ষিত)৷ কোচি ১ (তঃজাঃ)৷ বেতনক্রম: ১৮,০০০ টাকা৷

(৭) মাল্টি টাস্কিং স্টাফ (পিওন): মাধ্যমিক বা সমতুল পাশ ও অফিস অ্যাটেনড্যান্ট হিসেবে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩৷ গোয়া ১ (ওবিসি)৷ রত্নগিরি ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৮,০০০ টাকা৷

(৮) সারঙ লস্কর : মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে সারঙ কম্পিটেন্সির সার্টিফিকেট থাকতে হবে ২০ হর্সপাওয়ারের কোনো ভেসেলে সারঙ-ইন-চার্জ হিসেবে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২৷ মুম্বই ১ (ওবিসি), মুরুদ জঞ্জিরা ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২৫,৫০০ টাকা৷

(৯) স্টোর কিপার গ্রেড টু : উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ স্টোর হ্যান্ডলিংয়ের কাজে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩৷ মুম্বই ১ (তঃজাঃ)৷ কোচি ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা৷

(১০) স্প্রে পেইন্টার: মাধ্যমিক বা সমতুল পাশ ও কোনো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট ট্রেডে অ্যাপ্রেন্টিসশিপ পাশ হতে হবে৷ ২ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ রত্নগিরি ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা৷

(১১) মোটর ট্রান্সপোর্ট মেকানিক: মাধ্যমিক বা সমতুল পাশ ও অটোমোবাইল ওয়ার্কশপে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকেত হবে৷ সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই ডিপ্লেমা পাশ হলে ভালো হয়৷ বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ রত্নগিরি ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা৷

(১২) আনস্কিলড লেবারার: মাধ্যমিক বা সমতুল পাশ অথবা আইটিআই পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেডে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ দমন ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৮,০০০ টাকা৷

সব পদের বেলায় সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবেwww.indiancoastguard.gov.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি সই করে আঠা দিয়ে লাগাতে হবে৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে তার সঙ্গে আনুষঙ্গিক নথিপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি জমা দিতে হবে৷ নথিপত্র সহ পূরণ করা দরখাস্ত একটি মুখবন্ধ করা খামে ভরে সাধারণ ডাকযোগে ৩১ জানুয়ারি, ২০২২ এর মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে৷ ইউনিট  অনুযায়ী ঠিকানাগুলি হল নিম্নরূপ —(i) Mumbai &MurudJanjira – The Commander, No. 2, Coast Guard District Headquarters, Worli Sea Face P.O.,Worli Colony, Mumbai – 400030. (ii) Ratnagiri – The Commanding Officer, CGAS Ratnagiri, C/O ICGS Ratnagiri, Airport Building, MIDC Area, Ratnagiri District – 415639, Maharashtra. (iii) Kochi – The Commander, No. 4 Coast Guard District (Kerala &Mahe) Kelvatthy Fort, Fort Kochi – 682001. (iv) Goa – The Commander, No. 11 Coast Guard District Headquarters (Goa), 4th Floor, MPT Old Admin. Bldg. Mormugao Harbour, Goa – 403803. (v) Kavaratti – The Commander, No. 12 Coast Guard District (Kavaratti), Kavaratti Island, UT of Lakshadweep – 682555. (vi) Daman – The Commanding Officer, Coast Guard Air Station Daman, Nani Daman, Daman – 396210.৷ খামের উপর আবেদন করা পদের নাম উল্লেখ করে দিতে হবে৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official website: www.indiancoastguard.gov.in

Get details: Click Here

 

 

Share it :