The Reserve Bank of India (RBI) invites online applications from eligible candidates for 950 posts of ‘Assistant’ – 2021 in various Offices of the Bank.
Post: Assistant.
Total vacancy: 950 (UR: 440, SC: 151, ST: 123, OBC 146, EWS 90).
Eligibility: At least a Bachelor’s Degree in any discipline with a minimum of 50% marks (pass class for SC/ST/PwBD candidates) in the aggregate and the knowledge of word processing on PC.
Age limit: Between 20 and 28 years. Candidates must have been born not earlier than 02/02/1994 and not later than 01/02/2002 (both days including) are only eligible to apply
Salary: 20,700/- to 55,700/-.
Last Date of Online Application: 8th March, 2022.
……………………………………………………………………………………
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ‘অ্যাসিস্ট্যান্ট’ পদে ৯৫০ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ ব্যাঙ্কের কলকাতা, আমেদাবাদ, ব্যাঙ্গালোর, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডিগড়, চেন্নাই, গুয়াহাটি, হায়দরাবাদ, জয়পুর, জম্মু, কানপুর ও লক্ষ্ণৌ, মুম্বই, নাগপুর, নিউ দিল্লি, পাটনা, থিরুবনন্তপুরম ও কোচির দপ্তরে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ৮ মার্চ, ২০২২ এর মধ্যে৷ শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের পাশ নম্বর থাকলেই আবেদনের যোগ্য৷ প্রার্থীরা যে রাজ্যের দপ্তরের শূন্যপদের জন্য আবেদন করবেন সেই রাজ্যের স্থানীয় ভাষা জানতে হবে৷ কলকাতা দপ্তরের জন্য বাংলা / নেপালি ভাষা জানা আবশ্যক৷ বয়স হতে হবে ১ ফেব্রুয়ারি, ২০২২ এর হিসেবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে৷ প্রার্থীদের জন্মতারিখ হতে হবে ২ ফেব্রুয়ারি, ১৯৯৪ থেকে ১ ফেব্রুয়ারি, ২০০২ এর মধ্যে৷ ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷ কলকাতা দপ্তরের শূন্যপদ: ২৬ (জেনাঃ ১১, তঃজাঃ ৯, তঃউঃজাঃ ৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ অন্যান্য দপ্তরের শূন্যপদ: আমেদাবাদ ৩৫, ব্যাঙ্গালোর ৭৪, ভোপাল ৩১, ভুবনেশ্বর ১২, চণ্ডিগড় ৭৮, চেন্নাই ৬৬, গুয়াহাটি ৩২, হায়দরাবাদ ৪০, জয়পুর ৪৮, জম্মু ১২, কানপুর ও লক্ষেনৌ ১৩১, মুম্বই ১২৮, নাগপুর ৫৬, নিউ দিল্লি ৭৫, পাটনা ৩৩, থিরুবনন্তপুরম ও কোচি৫৪৷ বেতনক্রম: ২০,৭০০ টাকা থেকে ৫৫,৭০০ টাকা অন্যান্য ভাতা৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে www.rbi.org.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি (২০ থেকে ৫০ কেবি সাইজ), সাদা কাগজে কালো কালিতে করা প্রার্থীর সই (১০ থেকে ২০ কেবি সাইজ) জেপিজি / জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ৪৫০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী / প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের বেলায় ৫০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সম্পূর্ণ দরখাস্ত ২১ ফেব্রুয়ারি, ২০২২ এর মধ্যে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টের মাধ্যমে৷ লিখিত পরীক্ষা হবে দু’টি পর্যায়ে৷ প্রিলিমিনারি পরীক্ষা: ১ ঘণ্টা সময়সীমার ১০০ নম্বরের অবজেক্টিভ টাইপ প্রশ্ন হবে এই সব বিষয়ের উপর — ইংলিশ ল্যাঙ্গুয়েজ (৩০টি প্রশ্ন, ৩০ নম্বর), নিউমেরিক্যাল এবিলিটি (৩৫টি প্রশ্ন, ৩৫ নম্বর), রিজনিং এবিলিটি (৩৫টি প্রশ্ন, ৩৫ নম্বর)৷ প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য তারিখ ২৬ ও ২৭ মার্চ, ২০২২৷ প্রিলিমিনারি পরীক্ষায় পাশ প্রার্থীদের মেইন পরীক্ষা দিতে হবে৷ মেইন পরীক্ষা: ১৩৫ মিনিট সময়সীমার ২০০ নম্বরের অবজেক্টিভ টাইপ প্রশ্ন হবে এই সব বিষয়ের উপর — টেস্ট অফ রিজনিং (৪০টি প্রশ্ন, ৪০ নম্বর), টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ (৪০টি প্রশ্ন, ৪০ নম্বর), টেস্ট অফ নিউমেরিক্যাল এবিলিটি (৪০টি প্রশ্ন, ৪০ নম্বর), টেস্ট অফ জেনারেল অ্যাওয়ারনেস (৪০টি প্রশ্ন, ৪০ নম্বর), টেস্ট অফ কম্পিউটার নলেজ (৪০টি প্রশ্ন, ৪০ নম্বর)৷ মেইন পরীক্ষার সম্ভাব্য সময় মে মাস, ২০২২৷ এরপর হবে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট৷ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টে কোয়ালিফাই করতে হবে৷ চূড়ান্ত মেধাতালিকা তৈরি হবে মেইন পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: https://www.rbi.org.in/
Get details: Click Here