Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

952 JR. EXECUTIVES IN AAI / এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ায় ৯৫২ জুনিয়র এক্সিকিউটিভ

Advt. No. 07/2022, 08/2022

Airports Authority of India invites applications from eligible candidates for the following post.

Post: Junior Executive

Total vacancy: 952

Eligibility: BE / BTech in relevant Engineering disciplines with valid GATE score card, B.Sc. / BE / BTech (post wise different)

Age:  Maximum age limit is 27 years as on 21.01.2022.

Pay Scale:  Rs. 40,000 – Rs. 1,40,000 and other allowances.

Last Date of Online Application :  21/1/2023

……………………

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া দুইটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলে ও গেট ২০২০/২০২১/২০২২ পরীক্ষার মাধ্যমে জুনিয়র এক্সিকিউটিভ পদে ৯৫২ জন নিয়োগ করবে৷ বয়স হতে হবে ২১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ২৭ বছরের মধ্যে৷ ওবিসি-এনসিএল প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷ বেতনক্রম হবে ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা ও অন্যান্য ভাতা৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২২ ডিসেম্বর, ২০২২ থেকে ২১ জানুয়ারি, ২০২৩-এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা:  (ক) এয়ার ট্র্যাফিক কন্ট্রোলে – জুনিয়র এক্সিকিউটিভ (এয়ার ট্র্যাফিক কন্ট্রোল): ফিজিক্স ও ম্যাথেমেটিক্স-সহ ৩ বছরের ফুল টাইম বিএসসি বা ফিজিক্স ও ম্যাথেমেটিক্স-সহ বিই / বিটেক পাশ হতে হবে, সঙ্গে মাধ্যমিক / উচ্চমাধ্যমিক স্তরে ইংরাজি বিষয়ে পাশ নম্বর পেতে হবে এবং উচ্চমাধ্যমিক মানের ইংরাজি বলা ও লেখার সক্ষমতা থাকতে হবে৷  শূন্যপদ: ৩৫৬ (জেনাঃ ১৪৫, তঃজাঃ ৫৩, তঃউঃজাঃ ২৭, ওবিসি-এনসিএল ৯৬, আর্থিকভাবে অনগ্রসর ৩৫)৷

(খ) গেট ২০২০/২০২১/২০২২ পরীক্ষার মাধ্যমে – প্রার্থীদের অবশ্যই গেট-২০২০/২০২১/২০২২ পরীক্ষার বৈধ স্কোর কার্ড থাকতে হবে৷

(১) জুনিয়র এক্সিকিউটিভ (ইলেকট্রনিক্স): কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ ইলেকট্রনিক্স / টেলিকমিউনিকেশনস / ইলেকট্রিক্যাল শাখায় বিই / বিটেক পাশ হতে হবে৷ গেট-২০২০/২০২১/২০২২ পেপার কোড- ইসি৷ শূন্যপদ: ৪৪০ (জেনাঃ ১৮৭, তঃজাঃ ৬৭, তঃউঃজাঃ ৩১, ওবিসি-এনসিএল ১১১, আর্থিকভাবে অনগ্রসর ৪৪)৷

(২) জুনিয়র এক্সিকিউটিভ (ইঞ্জিনিয়ারিং-ইলেকট্রিক্যাল): কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় বিই / বিটেক পাশ হতে হবে৷ গেট-২০২০/২০২১/২০২২ পেপার কোড- ইই৷ শূন্যপদ: ৮৪ (জেনাঃ ৪৭, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ৪, ওবিসি-এনসিএল ১৯, আর্থিকভাবে অনগ্রসর ৮)৷

(৩) জুনিয়র এক্সিকিউটিভ (ইঞ্জিনিয়ারিং-সিভিল): কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ সিভিল ইঞ্জিনিয়ারিং শাখায় বিই / বিটেক পাশ হতে হবে৷ গেট-২০২০/২০২১/২০২২ পেপার কোড- ইসি৷ শূন্যপদ: ৬২ (জেনাঃ ৩২, তঃজাঃ ৯, তঃউঃজাঃ ৪, ওবিসি-এনসিএল ১১, আর্থিকভাবে অনগ্রসর ৬)৷

(৪) জুনিয়র এক্সিকিউটিভ (আর্কিটেকচার): কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ আর্কিটেকচার শাখায় বিই / বিটেক পাশ হতে হবে৷ গেট-২০২২ পেপার কোড-এআর৷ শূন্যপদ: ১০ (জেনাঃ ৬, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ২, আর্থিকভাবে অনগ্রসর ১)৷

আবেদনের পদ্ধতি:  দরখাস্ত করতে হবে অনলাইনে www.aai.aero ওয়েবসাইটের মাধ্যমে৷  এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত পূরণের সময় নির্দিষ্ট জায়গায় প্রার্থীর রঙিন পাসপোর্ট ছবি (২০ থেকে ৫০ কেবি সাইজের মধ্যে) ও সাদা কাগজে কালো কালিতে করা সই (১০ থেকে ২০ কেবি সাইজের মধ্যে) নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে৷ জুনিয়র এক্সিকিউটিভ (এয়ার ট্র্যাফিক কন্ট্রোল) পদের বেলায় দরখাস্ত ফি ১০০০ টাকা ও অন্যান্য পদের বেলায় দরখাস্ত ফি ৩০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট নিয়ে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷ জুনিয়র এক্সিকিউটিভ (এয়ার ট্র্যাফিক কন্ট্রোল) পদের বিজ্ঞপ্তি নম্বর Advt. No. 08/2022 ও অন্যান্য পদের বিজ্ঞপ্তি নম্বর Advt. No. 07/2022৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official websitewww.aai.aero

Official Notification: Click Here

Click Here

Share it :