Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

96 ASSISTANTS IN MRPL / রাষ্ট্রায়ত্ত সংস্থায় ৯৬ অ্যাসিস্ট্যান্ট

Managalore Refinary and petrochemicals Ltd. invites applications for the following posts.

Post: Assistant Engineer & Assistant Executive

Total vacancy: 96

Eligibility:  B.E. / B.Tech, Graduate, PG (post-wise different)

Age-limit:  27 years as on 15/1/2023

Salary:  Rs. 50,000

Application Fee:  Rs. 118 (SC/ST/PWD candidates are exempted)

Last Date of Online Application: 15/1/2023

………………………………………

রাষ্ট্রায়ত্ত সংস্থা ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেড তিনটি পৃথক পরীক্ষার মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পদে ৯৬ জন নিয়োগ করবে৷ ১৫ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে৷ তপশিলি সম্প্রদায় ৫ বছর ও ওবিসি (এনসিএল) প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন৷ মূল বেতন হবে প্রতি মাসে ৫০,০০০ টাকা৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৫ জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬ টা-র মধ্যে৷

পদ ও শাখা অনুযায়ী যোগ্যতা: (ক) অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ (বিজ্ঞপ্তি নং ৮৫/২০২২): (১) কেমিক্যাল:  কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং / কেমিক্যাল টেকনোলজি / পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং / পেট্রোকেমিক্যাল টেকনোলজি শাখায় বিই / বিটেক / বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে, সঙ্গে গেট-২০২২ পরীক্ষায় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (কোড-CH) পেপারে বৈধ স্কোর থাকতে হবে৷ শূন্যপদ: ২৮ (জেনাঃ ১২, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ২, ওবিসি-এনসিএল ৮, আর্থিকভাবে অনগ্রসর ২)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১ টি পদ সংরক্ষিত৷

(২) মেকানিক্যাল: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় বিই / বিটেক / বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে, সঙ্গে গেট-২০২২ পরীক্ষায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (কোড-ME) পেপারে বৈধ স্কোর থাকতে হবে৷ শূন্যপদ: ২৪ (জেনাঃ ১০, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ২, ওবিসি-এনসিএল ৭, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১ টি পদ সংরক্ষিত৷

(৩) সিভিল: সিভিল ইঞ্জিনিয়ারিং শাখায় বিই / বিটেক / বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে, সঙ্গে গেট-২০২২ পরীক্ষায় সিভিল ইঞ্জিনিয়ারিং (কোড-CE) পেপারে বৈধ স্কোর থাকতে হবে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১ টি পদ সংরক্ষিত৷

(৪) ইলেকট্রিক্যাল:  ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং শাখায় বিই / বিটেক / বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে, সঙ্গে গেট-২০২২ পরীক্ষায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (কোড-EE) পেপারে বৈধ স্কোর থাকতে হবে৷ শূন্যপদ: ৭ (জেনাঃ ৪, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ১)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১ টি পদ সংরক্ষিত৷

(৫) ইনস্ট্রুমেন্টেশন: ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রনিক্স ও ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং / ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং / ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স / ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল / ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি শাখায় বিই / বিটেক / বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে, সঙ্গে গেট-২০২২ পরীক্ষায় ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং (কোড-IE) পেপারে বৈধ স্কোর থাকতে হবে৷ শূন্যপদ: ১১ (জেনাঃ ৪, তঃজাঃ ২, তঃউঃজাঃ ২, ওবিসি-এনসিএল ২, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১ টি পদ সংরক্ষিত৷

(৬) কম্পিউটার সায়েন্স: কম্পিউটার সায়েন্স / কম্পিউটার ইঞ্জিনিয়ারিং / কম্পিউটার টেকনোলজি / ইনফরমেশন  সায়েন্স / ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং / ইনফরমেশন টেকনোলজি / আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স / মেশিন লার্নিং / ডেটা সায়েন্স / সাইবার সিকিউরিটি / ইন্টারনেট অফ থিংগস শাখায় বিই / বিটেক / বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে, সঙ্গে গেট-২০২২ পরীক্ষায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (কোড-CS) পেপারে বৈধ স্কোর থাকতে হবে৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ২, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ১)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১ টি পদ সংরক্ষিত৷

(৭) কেমিস্ট্রি: কেমিস্ট্রি বিষয়ে এমএসসি পাশ বা অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি / ফিজিক্যাল কেমিস্ট্রি / অরগ্যানিক কেমিস্ট্রি / ইনরগ্যানিক কেমিস্ট্রি / অ্যাপ্লায়েড কেমিস্ট্রি / ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি / পলিমার কেমিস্ট্রি / পেট্রোলিয়াম কেমিস্ট্রি / এনভায়রনমেনটাল সায়েন্স / এনভায়রনমেনটাল কেমিস্ট্রি / অ্যাপ্লায়েড এনভায়রনমেনটাল কেমিস্ট্রি / (জেনারেল) কেমিস্ট্রি বিষয়ে স্পেশালাইজেসন সহ সমতুল ডিগ্রি পাশ হতে হবে, সঙ্গে গেট-২০২২ পরীক্ষায় কেমিস্ট্রি (কোড-CY) পেপারে বৈধ স্কোর থাকতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷

(খ) অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ (বিজ্ঞপ্তি নং ৮৬/২০২২): (১) মার্কেটিং: মার্কেটিং / অপারেশনস ম্যানেজমেন্ট / সাপ্লাই চেইন / বিজনেস ম্যানেজমেন্ট / অ্যানালিটিক্স / ইন্টারন্যাশনাল ট্রেড বিষয়ে ২ বছরের এমবিএ পাশ বা যে কোনো বিষয়ে গ্রাজুয়েশন পাশের পরে মার্কেটিং / সাপ্লাই চেইন ইন্টারন্যাশনাল ট্রেড বিষয়ে ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পাশ হতে হবে, সঙ্গে ইউজিসি নেট (ডিসেম্বর ২০২১ ও জুন ২০২২ মার্জড সাইকেল) পরীক্ষায় ম্যানেজমেন্ট (কোড-17) পেপারে বৈধ স্কোর থাকতে হবে৷ কানাড়া ভাষা জানা থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ১২ (জেনাঃ ৪, তঃজাঃ ২, তঃউঃজাঃ ২, ওবিসি-এনসিএল ২, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১ টি পদ সংরক্ষিত৷

(২) লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স: যে কোনো বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশের পরে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে, সঙ্গে ইউজিসি-নেট (ডিসেম্বর ২০২১ ও জুন ২০২২ মার্জড সাইকেল) পরীক্ষায় লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স (কোড-59) পেপারে বৈধ স্কোর থাকতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷

(গ) অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ (বিজ্ঞপ্তি নং ৮৭/২০২২): (১) ফিন্যান্স অ্যান্ড ইন্টারনাল অডিট: যে কোনো বিষয়ে গ্রাজুয়েশন পাশের পরে সিএ / আইসিএআই (সিএমএ) পাশ বা ফিন্যান্স বিষয়ে কমপক্ষে ২ বছরের এমবিএ পাশ হতে হবে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ২, ওবিসি-এনসিএল ২)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১ টি পদ সংরক্ষিত৷

(২) সেক্রেটারিয়াল: ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ অফ ইন্ডিয়া-র অ্যাসোসিয়েট মেম্বারশিপ থাকা আবশ্যক৷ শূন্যপদ: ১ (ওবিসি-এনসিএল)৷

আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে www.mrpl.co.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত ফি ১১৮ টাকা (জিএসটি-সহ) অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ দরখাস্ত পূরণের সময় সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট ছবি, সই, গেট / নেট স্কোর কার্ড (যদি প্রযোজ্য হয়), কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), শারীরিক প্রতিবন্ধকতার প্রমাণপত্র (যদি প্রযোজ্য হয়) ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশ অনুযায়ী পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ (বিজ্ঞপ্তি নং ৮৫/২০২২) পদের বেলায় গেট-২০২২ স্কোর, গ্রুপ ডিসকাশন ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ (বিজ্ঞপ্তি নং ৮৬/২০২২) ইউজিসি-নেট (ডিসেম্বর ২০২১ ও জুন ২০২২ মার্জড সাইকেল) স্কোর, গ্রুপ ডিসকাশন ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ (বিজ্ঞপ্তি নং ৮৭/২০২২) পদের বেলায় লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Website: www.mrpl.co.in

Official Notification:  

Click Here

Click Here

Click Here

Share it :