Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

97 HEALTH WORKERS IN CENTRAL INST. OF PSYCHIATRY  / সেন্ট্রাল ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি-তে ৯৭ স্বাস্থ্যকর্মী

Central Institute of Psychiatry invites applications for the following posts.

Posts: Ward Attendant, Occupational Therapist, Library Work, Medical Record Clerk, Needle Woman.

Total Vacancy: 97

Eligibility: Class X/XII/Diploma/ITI/Degree in relevant fields.

Age-limit: Post-wise different

Salary: Post-wise different

Application Fee: Rs. 1000 (Rs. 500 for SC, ST, OBC, PwD)

Last Date of Receipt of Application: 30/09/2022

……………………………..

সেন্ট্রাল ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি, রাঁচি ওয়ার্ড অ্যাটেনডেন্ট, অকুপেশনাল থেরাপিস্ট, লাইব্রেরি ক্লার্ক, মেডিক্যাল রেকর্ড ক্লার্ক, নিডল উইমেন পদে ৯৭ জন নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১ সেপ্টেম্বর, ২০২২ থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২২-এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা : (১) ওয়ার্ড অ্যাটেনডেন্ট: মাধ্যমিক পাশ হতে হবে ও হাসপাতালে কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ মানসিক হাসপাতালে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ বয়স: বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে৷ তপশিলি প্রার্থীরা ৫ বছর, ওবিসি প্রার্থীরা ৩ বছর, শারীরিক প্রতিবন্ধীরা ১০ বছর (তপশিলি হলে ১৫ বছর এবং ওবিসি হলে ১৩ বছর) বয়সের ছাড় পাবেন৷ শূন্যপদ: ৯৩৷ পুরুষ ৫৬ (জেনাঃ ২৩, তঃজাঃ ৮, তঃউঃজাঃ ৪, ওবিসি ১৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৬)৷ মহিলা ৩৭ (জেনাঃ ১৮, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ২, ওবিসি ৯, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩)৷ মোট ৯৩টি শূন্যপদের মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৪টি পদ ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ৯টি পদ সংরক্ষিত৷ বেতনক্রম: ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা৷

(২) অকুপেশনাল থেরাপিস্ট: অকুপেশনাল থেরাপি বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে ও হাসপাতালে সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি বিষয়সহ উচ্চমাধ্যমিক পাশ হতে হবে, অকুপেশনাল থেরাপি বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে ও হাসপাতালে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: বয়স হতে হবে ৩৩ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷

(৩) লাইব্রেরি ক্লার্ক: উচ্চমাধ্যমিক বা সমতুল ও সার্টিফিকেট ইন লাইব্রেরি লাইসেন্স পাশ হতে হবে৷ বয়স: বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷

(৪) মেডিক্যাল রেকর্ড ক্লার্ক: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে ও কম্পিউটারের কাজে দক্ষ হতে হবে৷ বয়স: বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷

(৫) নিডল উইমেন: মাধ্যমিক ও এমব্রয়ডারি অ্যান্ড নিডল ওয়ার্ক ট্রেডে আইটিআই পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (তঃজাঃ)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.cipranchi.nic.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত পূরণের সময় মার্কশিট, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়) ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ১০০০ টাকা (তপশিলি, ওবিসি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫০০ টাকা) অনলাইনে এই অ্যাকাউন্টে জমা দিতে হবে Bank of Boroda, Kanke Branch, Account Name – Central Institute of Psychiatry, Account No. – 26260200000205, IFSC code – BARBOKANKEE (fifth character is Zero) and MICR code – 834012004৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কবি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে ফিজিক্যাল টেস্ট, স্কিল টেস্ট ও কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষার মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official Website: www.cipranchi.nic.in

Official Notification: Click Here

Share it :