Advt. No. 08/2022
Online applications are invited from Indian Nationals for the posts of Assistant Professors Grade-I in various Departments of the Institute.
Post: Assistant Professors Grade-I
Total vacancy: 99.
Eligibility: First class both at UG and PG level (60% or 6.5/10 CGPA) with Ph.D. and relevant discipline. Three years after Ph.D. or six years total teaching and research experience in reputed academic Institute or Research and Development Labs or relevant industry.
Pay Scale: 1,01,500/- to 1,67,400/-.
Last Date of Online Application : 5th September, 2022.
………………………………..
ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, কুরুক্ষেত্র ৯৯ জন ‘অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গ্রেড-১’ নিয়োগ করবে৷ বেতনক্রম: ১,০১,৫০০ টাকা থেকে ১,৬৭,৪০০ টাকা৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৫ সেপ্টেম্বর, ২০২২ এর মধ্যে৷
শাখা অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা: (১) ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণীতে ডিগ্রি ও পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশের পর পিএইচ.ডি ডিগ্রি পাশ হতে হবে৷ পিএইচ.ডি ডিগ্রি পাশের পর ৩ বছর অথবা মোট ৬ বছর শিক্ষকতা ও গবেষণা ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বি.ই / বি.টেক পাশের পর সরাসরি পিএইচ.ডি ডিগ্রি পাশ করা প্রার্থীরাও আবেদনের যোগ্য৷
(২) সায়েন্স / হিউম্যানিটিস এবং সোশ্যাল সায়েন্স ডিপার্টমেন্ট: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণীতে ডিগ্রি ও পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশের পর পিএইচ.ডি ডিগ্রি পাশ হতে হবে৷ পিএইচ.ডি ডিগ্রি পাশের পর ৩ বছর অথবা মোট ৬ বছর শিক্ষকতা ও গবেষণা ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷
(৩) বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণীতে ডিগ্রি ও পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশের পর পিএইচ.ডি ডিগ্রি পাশ হতে হবে৷ পিএইচ.ডি ডিগ্রি পাশের পর ৩ বছর অথবা মোট ৬ বছর শিক্ষকতা ও গবেষণা ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷
(৪) কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপার্টমেন্ট: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণীতে ডিগ্রি ও পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশের পর পিএইচ.ডি ডিগ্রি পাশ হতে হবে৷ পিএইচ.ডি ডিগ্রি পাশের পর ৩ বছর অথবা মোট ৬ বছর শিক্ষকতা ও গবেষণা ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷
বিষয় অনুযায়ী শূন্যপদ: (১) সিভিল ইঞ্জিনিয়ারিং: ১৯৷ স্ট্রাকচারাল / জিয়োটেকনিক্যাল / ওয়াটার রিসোর্সেস / এনভায়রনমেন্টাল / ট্রান্সপোর্টেশন / সার্ভেয়িং ইঞ্জিনিয়ারিংয়ে স্পেশালাইজেশন থাকতে হবে৷ (২) ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং: ১০৷ পাওয়ার সিস্টেম / হাই ভোল্টেজ / স্মার্ট গ্রিড / মাইক্রো গ্রিড / পাওয়ার ইলেকট্রনিক্স অ্যান্ড ড্রাইভস / পাওয়ার কোয়ালিটি / কন্ট্রোল সিস্টেম / কম্পিউটেশনাল ইন্টেলিজেন্স অ্যান্ড অপটিমাইজেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্পেশালাইজেশন থাকতে হবে৷
(৩) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং: ১২৷ ডিজাইন / থার্মাল / প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে স্পেশালাইজেশন থাকতে হবে৷
(৪) প্রোডাকশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং: ৬৷ ডিজাইন / থার্মাল / প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে স্পেশালাইজেশন থাকতে হবে৷
(৫) ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং: ৭৷ ইলেকট্রনিক্স ডিভাইস অ্যান্ড সার্কিট /সিগন্যাল অ্যান্ড ইমেড প্রসেসিং / মাইক্রোওয়েভ অ্যান্ড আরএফ / কম্পিউটিং অ্যান্ড এক্সপার্ট সিস্টেম ইঞ্জিনিয়ারিংয়ে স্পেশালাইজেশন থাকতে হবে৷
(৬) কম্পিউটার ইঞ্জিনিয়ারিং: ১৫৷ অ্যালগোরিদমিক কমিপউটেশন / কম্পিউটার নেটওয়ার্ক / সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং / নোম্যাডিক অ্যান্ড হাই পারফরম্যান্স কম্পিউটিং / প্যাটার্ন রেকগনিশন অ্যান্ড মেশিন লার্নিং / ডেটাবেস অ্যান্ড অ্যানালিটিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্পেশালাইজেশন থাকতে হবে৷
(৭) ইনফরমেশন টেকনোলজি: ৮৷ ইমেজ প্রসেসিং অ্যান্ড কম্পিউটার ভিশন / ইনফরমেশন সিকিউরিটি ইঞ্জিনিয়ারিংয়ে স্পেশালাইজেশন থাকতে হবে৷
(৮) ফিজিক্স: ৫৷ ইলেকট্রনিক্স / ইনস্ট্রুমেন্টেশন / এক্সপেরিমেন্টাল ফিজিক্স / থিওরিটেক্যাল ফিজিক্স বিষয়ে স্পেশালাইজেশন থাকতে হবে৷
(৯) ম্যাথমেটিক্স: ২৷ পিওর বা অ্যাপ্লায়েড ম্যাথমেটিক্স / স্ট্যাটিসটিক্স / অপারেশনাল রিসার্চ বিষয়ে স্পেশালাইজেশন থাকতে হবে৷
(১০) হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্স : ২৷ ইংলিশ / ইকোনমিক্স / ম্যানেজমেন্ট / সাইকোলজি / আইপিআর বিষয়ে স্পেশালাইজেশন থাকতে হবে৷
(১১) বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন: ৪৷ জেনারেল ম্যানেজমেন্ট / অপারেশন ম্যানেজমেন্ট / ইনফরমেশন টেকনোলজি / হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট / মার্কেটিং ম্যানেজমেন্ট বিষয়ে স্পেশালাইজেশন থাকতে হবে৷
(১২) কম্পিউটার অ্যাপ্লিকেশন : ৯৷ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট / প্রোগ্রামিং সিস্টেম / হার্ডওয়্যার টেকনোলজি / গ্রাফিক্স অ্যান্ড মাল্টিমিডিয়া / কম্পিউটিং অ্যান্ড নেটওয়ার্কস / আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স / সফট কম্পিউটিং / ক্লাউড কম্পিউটিং / সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং / সার্ভিস অ্যান্ড বিজনেস কম্পিউটিং / ডেটাবেস ম্যানেজমেন্ট বিষয়ে স্পেশালাইজেশন থাকতে হবে৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.nitkkr.ac.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা প্রয়োজন৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ১,০০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫০০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ২ কপি প্রিন্টআউট করে নেবেন৷ ১ কপি নিজের কাছে রেখে দেবেন৷ অপর কপির সঙ্গে আনুষঙ্গিক নথিপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি জমা দিতে হবে৷ নথিপত্রসহ দরখাস্ত একটি মুখবন্ধ করা খামে ভরে ১০ সেপ্টেম্বর, ২০২২ বিকেল সাড়ে ৫টার মধ্যে এই ঠিকানায় পাঠাতে হবে —To The Registrar, National Institute of Technology, Kurukshetra – 136119, Haryana৷অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: http://www.nitkkr.ac.in/
Get details: Click Here