Advt. No. 01/2024
Delhi Subordinate Services Selection Board (DSSSB) invites online applications on behalf of Delhi District Courts and Family Courts f for the following posts.
Post: Senior Personal Assistant, Personal Assistant, Junior Judicial Assistant.
Total vacancy: 990.
Eligibility: Post-wise different.
Age: Post-wise different.
Pay Scale: Post-wise different.
Last Date of Online Application: 8th February, 2024 till 11 pm.
——————————————————————————–
দিল্লির জেলা আদালত ও সেশনস আদালতে ৯৯০ অ্যাসিস্ট্যান্ট
দিল্লি সাব-অর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড, দিল্লির জেলা আদালত ও সেশনস আদালতে জুনিয়র জুডিশিয়াল অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে ৯৯০ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৮ ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১টার মধ্যে৷
যোগ্যতা: গ্র্যাজুয়েট হতে হবে৷ কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৪০টি শব্দ তোলার গতি থাকা আবশ্যক বা শর্টহ্যান্ডে প্রতি মিনিটে ১১০টি শব্দ লেখার গতি এবং ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৪০টি শব্দ তোলার গতি থাকা আবশ্যক বা হবে৷ শর্টহ্যান্ডে প্রতি মিনিটে ১০০টি শব্দ লেখার গতি এবং ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৪০টি শব্দ তোলার গতি থাকা আবশ্যক বা (পদ অনুযায়ী বিভিন্ন)।
বয়স: ৮ ফেব্রুয়ারি, ২০২৪ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে www.dsssbonline.nic.in ওয়েবসাইটের মাধ্যমে৷
Official Website: https://dsssb.delhi.gov.in
Official Notification: Click Here





