Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

90 APPRENTICES IN MUNITIONS INDIA LTD.

High Explosive Factory, a unit of Munitions India ltd., is inviting applications for engagement of Apprentices.

Post: Graduate Apprentice & Technician Apprentice

Total Vacancy: 90

Eligibility: Degree/Diploma

Training Period: 1 Year

Stipend: Graduate Apprentice- Rs. 9,000, Technician Apprentice- Rs. 8,000.

Last Date of Online Application: 22/02/2024

রাষ্ট্রায়ত্ত সংস্থায় ৯০ অ্যাপ্রেন্টিস

রাষ্ট্রায়ত্ত সংস্থা মিউনিশনস ইন্ডিয়া লিমিটেড-এর অধীনস্থ ইউনিট হাই এক্সপ্লোসিভ ফ্যাক্টরি, পুনে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসটেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পদে ৯০ জন নিয়োগ করবে৷ দরখাস্ত পাঠাতে হবে ২২ ফেব্রুয়ারি, ২০২৪-এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১)  জেনারেল স্ট্রিম (গ্র্যাজুয়েট): গত চার বছরের মধ্যে বিএসসি / বিসিএ / বিকম / বিএ / বিবিএ / ব্যাচেলর অফ হোটেল ম্যানেজমেন্ট / ব্যাচেলর অফ ফ্যাশন ডিজাইনিং / ব্যাচেলর অফ ফাইন আর্টস / ব্যাচেলর অফ ইভেন্ট ম্যানেজমেন্ট / ব্যাচেলর অফ পারফর্মিং আর্টস / ব্যাচেলর অফ ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট / ব্যাচেলর অফ ডিজাইন / ব্যাচেলর অফ  বিজনেস স্টাডিজ / ব্যাচেলর অফ সোশ্যাল ওয়ার্ক / ব্যাচেলর অফ  জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন পাশ হতে হবে৷ শূন্যপদ: ৫০ (জেনাঃ ২৬, তঃজাঃ ৭, তঃউঃজাঃ ৩, ওবিসি ১৪)৷

(২) ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট (কেমিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল): গত চার বছরের মধ্যে সংশ্লিষ্ট শাখায় বিই / বিটেক পাশ হতে হবে৷ শূন্যপদ: ২০ (জেনাঃ ১০, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি ৬)৷

(৩) ডিপ্লোমা (টেকনিশিয়ান) (কেমিক্যাল, মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল): গত চার বছরের মধ্যে সংশ্লিষ্ট শাখায় ডিপ্লোমা পাশ হতে হবে৷ শূন্যপদ: ২০ (জেনাঃ ১০, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ২, ওবিসি ৫)৷

ট্রেনিং পিরিয়ড ও স্টাইপেন্ড: এক বছরের ট্রেনিং পিরিয়ডে ইঞ্জিনিয়ারিং / জেনারেল স্ট্রিম গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসরা প্রতি মাসে ৯,০০০ টাকা ও ডিপ্লোমা (টেকনিশিয়ান) অ্যাপ্রেন্টিসরা প্রতি মাসে ৮,০০০ টাকা স্টাইপেন্ড পাবেন৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে https:/munitionsindia.in ওয়েবসাইটে প্রদত্ত নির্দিষ্ট বয়ানে এ-ফোর সাইজের কাগজে৷ দরখাস্ত পূরণ করার সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা স্ব-প্রত্যয়িত পাসপোর্ট ছবি নির্দিষ্ট জায়গায় সেঁটে দিতে হবে৷ নির্দেশ অনুসারে পূরণ করা দরখাস্তের ও সমস্ত জরুরী নথিপত্রের স্ব-প্রত্যয়িত প্রতিলিপি একত্রে অন্য একটি খামে ভরে তার উপব “APPLICATION FOR ENGAGEMENT AS GRADUATE / DIPLOMA APPRENTICE” লিখে ডাকযোগে পাঠাতে হবে এই ঠিকানায়- TO THE GENERAL MANAGER– HIGH EXPLOSIVE FACTORY– KHADKI,PUNE -411003 MAHARASHTRA)৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লিখিত ওয়েবসাইট দেখুন৷

Official Websitehttps://munitionsindia.in

Official Notification: Click Here

Share it :