Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

400 EXECUTIVE TRAINEES IN NPCIL

Advertisement No: NPCIL/HQ/HRM/ET/2024/02

Nuclear Power Corporation of India Limited invites online applications for the following post.

Post: Executive Trainee.

Total vacancy: 400

Eligibility: BE/B.Tech/B.Sc (Engineering)/5 year Integrated M.Tech with a minimum of 60% aggregate marks in relevant Engineering disciplines. Applicants must have a valid GATE-2022 or GATE-2023 or GATE-2024 Score in the same engineering discipline as the qualifying degree discipline.

Age limit: 26 Years (as on 30/04/2024)

Stipend: Rs. 55,000 per month.

Last Date of Online Application: 30/04/2024 till 4 pm.

রাষ্ট্রায়ত্ত সংস্থায় ৪০০ এক্সিকিউটিভ ট্রেনি

রাষ্ট্রায়ত্ত সংস্থা নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এক্সিকিউটিভ ট্রেনি পদে ৪০০ জন নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৩০ এপ্রিল, ২০২৪ বিকেল ৪টের মধ্যে৷

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে মোট ৬০ শতাংশ নম্বর-সহ সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় বিই / বিটেক / বিএসসি (ইঞ্জিনিয়ারিং) বা ৫ বছরের ইন্টিগ্রেটেড এমটেক পাশ হতে হবে৷ প্রার্থীদের অবশ্যই ২০২২ / ২০২৩ / ২০২৪ সালের গেট পরীক্ষার সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় বৈধ স্কোর কার্ড থাকতে হবে৷

শূন্যপদ:  ৪০০।

বয়স: ৩০ এপ্রিল, ২০২৪ অনুযায়ী ২৬ বছরের মধ্যে।

স্টাইপেন্ড ও বেতন: ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ৫৫,০০০ টাকা স্টাইপেন্ড ও বইয়ের জন্য এককালীন ১৮,০০০ টাকা ভাতা পাওয়া যাবে৷ সফলভাবে ট্রেনিং শেষে সায়েন্টিফিক অফিসার / সি পদে নিয়োগ হবে৷ তখন বেতন হবে ৫৬,১০০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা।

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.npcilcareers.co.in ওয়েবসাইটের মাধ্যমে৷ দরখাস্ত ফি ৫০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ অতিরিক্ত  তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official websitewww.npcilcareers.co.in

Official Notification: Click Here

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (১৭/৪/২০২৪)৷

Share it :