RITES Ltd. is inviting applications for the following posts.
Post: Assistant Manager in various Engineering disciplines
Total vacancy: 72
Eligibility: BE/BTech
Age limit: 40 years (as on 22/04/2024).
Basic Pay: Rs. 23,340
Last date of online application: 22/04/2024 till 5 pm.
রেলওয়ে সংস্থায় ৭২ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
কেন্দ্রীয় সরকারের রেল মন্ত্রকের অধীনস্থ সংস্থা রাইটস লিমিটেড বিভিন্ন ইঞ্জিনিয়ারিং শাখায় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে ৭২ জন নিয়োগ করবে৷ প্রাথমিকভাবে ১ বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ হলেও পরবর্তীতে চুক্তির মেয়াদ বাড়তে পারে। অনলাইনে দরখাস্ত করতে হবে ২২ এপ্রিল, ২০২৪ বিকেল ৫টার মধ্যে৷
যোগ্যতা: বিই / বিটেক পাশ।
শূন্যপদ: ৭২।
বয়স: ২২ এপ্রিল, ২০২৪ অনুযায়ী ৪০ বছরের মধ্যে৷
মূলবেতন: প্রতি মাসে ২৩,৩৪০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা।
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.rites.com ওয়েবসাইটের মাধ্যমে৷ দরখাস্তের ফি ৬০০ টাকা (তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের বেলায় ৩০০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: www.rites.com
Official Notification: Click Here
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (১৭/৪/২০২৪)৷