Notice No. P/NGP/SAS/2024/16
South East Central Railway is inviting applications for recruitment to following post.
Posts: Trade Apprentice
Total Vacancy: 861
Eligibility: 10th class pass with National Trade Certificate in relevant trades.
Age limit: 15 to 24 years as on 10/4/2024
Training Period: 1 year
Stipend: As per rules
Last date of online application: 9/5/2024
দক্ষিণ-পূর্ব-মধ্য রেলে ৮৬১ ট্রেড অ্যাপ্রেন্টিস
দক্ষিণ-পূর্ব-মধ্য রেলওয়ের নাগপুর ডিভিশনের অন্তর্গত বিভিন্ন ইউনিটে ইলেকট্রিশিয়ান, কোপা, ডিজেল মেকানিক, ফিটার, ওয়্যারম্যান, পেইন্টার, কার্পেন্টার, ম্যাসন (বিল্ডিং কনস্ট্রাকশন), প্লাম্বার, মেশিনিস্ট, স্টেনোগ্রাফার (ইংলিশ) / সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, কেবল জয়েন্টার, ওয়েল্ডার, ইলেকট্রনিক্স মেকানিক, মোটর মেকানিক টুল মেইনটেন্যান্স, টার্নার, স্টেনোগ্রাফার (হিন্দি), গ্যাস কাটার, আপহোলস্টার (ট্রিমার), ড্রাইভার-কাম-মেকানিক, হসপিটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট টেকনিশিয়ান, হেলথ স্যানিটারি ইন্সপেক্টর, ডেন্টাল ল্যাবরেটরি টেকনিশিয়ান ট্রেডে ৮৬১ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ৯ মে, ২০২৪-এর মধ্যে৷
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে মোট ৫০ শতাংশ নম্বর-সহ মাধ্যমিক বা সমতুল পাশ ও সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি / এসসিভিটি প্রদত্ত ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট (আইটিআই) পাশ হতে হবে৷
বয়স: ১০ এপ্রিল, ২০২৪ অনুযায়ী ১৫ থেকে ২৪ বছরের মধ্যে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর, ওবিসি প্রার্থীরা ৩ বছর, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷
শূন্যপদ: ৮৬১।
স্টাইপেন্ড: ১ বছরের ট্রেনিং চলাকালীন প্রতি মাসে সরকার নির্ধারিত স্টাইপেন্ড পাওয়া যাবে৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে https://apprenticeshipindia.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন https://secr.indianrailways.gov.in ওয়েবসাইট৷
Official Website: https://secr.indianrailways.gov.in
Official Notification: Click Here
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (১৭/৪/২০২৪)৷