Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

100 PARAMEDICS IN ECHS

Ex-Servicemen Contributory Health Scheme invites applications for the following posts.

Post:  OIC Polyclinic, Medical Officer, Dental Officer, Radiographer, Laboratory Assistant, Laboratory Technician, Physiotherapist, Pharmacist, Nursing Assistant, Dental Hygienist / Assistant / Technician, Driver, Chowkider, Female Attendant, Peon, Safaiwala, Clerk.

Total Vacancy: 100. OIC Polyclinic: 6, Medical Officer: 10, Dental Officer: 5, Radiographer: 1, Laboratory Assistant: 3, Laboratory Technician: 8, Physiotherapist: 2, Pharmacist: 5, Nursing Assistant: 12, Dental Hygienist / Assistant / Technician: 5, Driver: 12, Chowkider: 8, Female Attendant: 12, Peon: 1, Safaiwala: 9, Clerk: 1.

Eligibility: Post wise different.

Age limit: Post wise different.

Salary: Post wise different.

Last Date for Submit Application: 30th April, 2024.

……………………………………

প্রতিরক্ষা মন্ত্রকে ১০০ স্বাস্থ্যকর্মী

কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন এক্স-সার্ভিসমেন কনট্রিবিউটরি হেলথ স্কিম তাদের পাটনা আঞ্চলিক দপ্তরের অধীন বিভিন্ন পলিক্লিনিকে ওআইসি পলিক্লিনিক, মেডিক্যাল অফিসার, ডেন্টাল অফিসার, রেডিয়োগ্রাফার, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ফিজিয়োথেরাপিস্ট, ফার্মাসিস্ট, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, ডেন্টাল হাইজিনিস্ট / অ্যাসিস্ট্যান্ট / টেকনিশিয়ান, ড্রাইভার, চৌকিদার, ফিমেল অ্যাটেন্ড্যান্ট, পিওন, সাফাইওয়ালা, ক্লার্ক পদে ১০০ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত পাঠাতে হবে ৩০ এপ্রিল, ২০২৪ দুপুর ২টো-র মধ্যে৷

যোগ্যতা: গ্র্যাজুয়েট যোগ্যতার প্রাক্তন সমরকর্মী প্রার্থীরা আবেদনের যোগ্য অথবা এমবিবিএস পাশ হতে হবে অথবা বিডিএস পাশ হতে হবে অথবা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা বা ক্লাস ওয়ান রেডিয়োগ্রাফার কোর্স (আর্মড ফোর্স) পাশ হতে হবে  অথবা মেডিক্যাল ল্যাব টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা বা ক্লাস ওয়ান ল্যাবরেটরি টেক. কোর্স (আর্মড ফোর্স) পাশ হতে হবে অথবা বি.এসসি (মেডিক্যাল ল্যাব টেকনোলজি) বা ওই বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে অথবা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা বা ক্লাস ওয়ান ফিজিয়োথেরাপি কোর্স (আর্মড ফোর্স) পাশ হতে হবে  অথবা  ফার্মাসি বিষয়ে ডিপ্লোমা ও বি.ফার্মা পাশ হতে হবে  অথবা জিএনএম ডিপ্লোমা বা ক্লাস ওয়ান নার্সিং অ্যাসিস্ট্যান্ট কোর্স (আর্মড ফোর্স) বা বি.এসসি নার্সিং পাশ হতে হবে  অথবা ডেন্টাল হাইজিন বিষয়ে ডিপ্লোমা পাশ বা ক্লাস ওয়ান ডেন্টাল হাইজিন বা DORA (আর্মড ফোর্স) কোর্স পাশ  বা ডেন্টাল হাইজিনিস্ট / ডেন্টাল মেকানিক বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে  অথবা অষ্টম শ্রেণী পাশ হতে হবে৷ ক্লাস ওয়ান এমটি ড্রাইভাব (আর্মড ফোর্স) কোর্স পাশ হতে হবে৷ সিভিল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে  অথবা অষ্টম শ্রেণী পাশ হতে হবে বা আর্মড ফোর্সে জিডি ট্রেডে কাজ করা প্রাক্তন সমরকর্মী প্রার্থীরা আবেদন করতে পারবেন অথবা লিখতে ও পড়তে জানতে হবে অথবা অষ্টম শ্রেণী পাশ হতে হবে বা আর্মড ফোর্সে জিডি ট্রেডে কাজ করা প্রাক্তন সমরকর্মী প্রার্থীরা আবেদন করতে পারবেন অথবা গ্র্যাজুয়েট বা ক্লাস ওয়ান ক্লারিক্যাল ট্রেড (আর্মড ফোর্স) পাশ হতে হবে (পদ অনুযায়ী বিভিন্ন)৷

বয়স: পদ অনুযায়ী বিভিন্ন৷ এককালীন বেতন: পদ অনুযায়ী বিভিন্ন৷

আবেদন: দরখাস্ত করতে হবে www.echs.gov.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে তার সঙ্গে  আনুষঙ্গিক নথিপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি একটি মুখবন্ধ করা খামে ভরে ৩০ এপ্রিল, ২০২৪ এর মধ্যে রেজিস্টার্ড / স্পিডপোস্টের মাধ্যমে এই ঠিকানায় পাঠাতে হবে -To OIC ECHS, Stn HQ Cell, C/o HQ J&B Sub Area, Danapur Cantt., Patna, Bihar – 801503৷ খামের উপর আবেদন করা পদের নাম লিখে দিতে হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Website: https://www.echs.gov.in/

Official Notification: Click Here

Application download link: Click Here

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (১৭/৪/২০২৪)

Share it :