Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

10 VACANCIES IN SAINIK SCHOOL BIJAPUR

Sainik School Bijapur invites applications for the following posts.

Post:  LDC, Ward Boy, Nursing Sister, PEM / PTI-cum-Matron, Counsellor, Music Teacher, Driver.

Total Vacancy: 10. LDC: 1, Ward Boy: 4, Nursing Sister: 1, PEM / PTI-cum-Matron: 1, Counsellor: 1, Music Teacher: 1, Driver: 1.

Eligibility: Post wise different.

Age limit: Post wise different.

Salary: Post wise different.

Last Date for Submit Application: 4th May, 2024.

…………………………….

সৈনিক স্কুল বিজাপুরে ১০ শিক্ষাকর্মী

কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন সৈনিক স্কুল বিজাপুর এলডিসি, ওয়ার্ড বয়, নার্সিং সিস্টার, পিইএম / পিটিআই কাম মেট্রন, কাউন্সেলর,  মিউজিক টিচার, ড্রাইভার পদে ১০ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত পাঠাতে হবে ৪ মে, ২০২৪ এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) এলডিসি (কনট্র্যাকচুয়াল): উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ প্রতি মিনিটে ৪০টি শব্দ টাইপ করার গতি থাকতে হবে৷ ইংরেজি ভাষায় চিঠিপত্র লিখতে ও কম্পিউটার অপারেট করতে জানতে হবে৷ বয়স হতে হবে ১ জুন, ২০২৪ এর হিসেবে ১৮ থেকে ৫০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷

(২) ওয়ার্ড বয় (কনট্র্যাকচুয়াল): মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ কোনো আবাসিক পাবলিক স্কুলে কাজের অভিজ্ঞতা থাকলে, উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলে ও ইংরেজি ভাষায় সাবলীল হলে ভালো হয়৷ প্রাক্তন সমরকর্মী প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ বয়স হতে হবে ১ জুন, ২০২৪ এর হিসেবে ১৮ থেকে ৫০  বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (অসংরক্ষিত)৷

(৩) নার্সিং সিস্টার (কনট্র্যাকচুয়াল): নার্সিং বিষয়ে ডিপ্লোমা বা জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি পাশ হতে হবে৷ কোনো আবাসিক পাবলিক স্কুলে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স হতে হবে ১ জুন, ২০২৪ এর হিসেবে ১৮ থেকে ৫০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদনের যোগ্য৷

(৪) পিইএম / পিটিআই কাম মেট্রন (কনট্র্যাক্টচুয়াল): মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে ও গেমস / স্পোর্টস ক্ষেত্রে দক্ষতা থাকতে হবে৷ ৫০ শতাংশ বা তার বেশি নম্বরসহ বি.পি.এড পাশ, কোনো পাবলিক স্কুলে কাজের অভিজ্ঞতা, ইংরেজি ভাষায় ভালো কমিউনিকেশন স্কিল থাকলে ও কম্পিউটার জানা থাকলে ভালো হয়৷ বয়স হতে হবে ১ জুন, ২০২৪ এর হিসেবে ১৮ থেকে ৫০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদনের যোগ্য৷

(৫) কাউন্সেলর (কনট্র্যাকচুয়াল): সাইকোলজি বিষয়ে গ্র্যাজুয়েট / পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে বা চাইল্ড ডেভেলপমেন্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে অথবা গ্র্যাজুয়েট / পোস্ট গ্র্যাজুয়েট হবার পর কেরিয়ার গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ ভোকেশনাল কাউন্সেলর হিসেবে রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়ার বৈধ রেজিস্ট্রেশন ও কোনো স্কুলে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স হতে হবে ১ জুন, ২০২৪ এর হিসেবে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷

(৬) মিউজিক টিচার (কনট্র্যাকচুয়াল): উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ সঙ্গে মিউজিক বিষয়ে ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে৷ সিবিএসই অনুমোদিত কোনো আবাসিক স্কুলে শিক্ষকতার অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ বয়স হতে হবে ১ জুন, ২০২৪ এর হিসেবে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷

(৭) ড্রাইভার (রেগুলার): মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ হালকা ও ভারি চার চাকার যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে৷ হালকা ও ভারি যান চালানোর ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকা প্রার্থীরা ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ বয়স হতে হবে ১ জুন, ২০২৪ এর হিসেবে ১৮ থেকে ৫০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (তঃজাঃ)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৪৩,১০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে www.sssbj.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে৷ দরখাস্তের ফি ৫০০ টাকা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে৷ ডিমান্ড ড্রাফট হবে ‘Principal, Sainik School Bijapur, (payable at SBI Sainik School Campus Bijapur Branch, Code 3163)’ – এর অনুকূলে৷  যথাযথভাবে দরখাস্ত পূরণ করে তার সঙ্গে আনুষঙ্গিক নথিপত্রের প্রত্যয়িত প্রতিলিপি, নিজের নাম-ঠিকানা লেখা ৪০ টাকার ডাকটিকিট লাগানো একটি খাম জমা দিতে হবে৷ নথিপত্রসহ দরখাস্ত একটি মুখবন্ধ করা খামে ভরে স্পিডপোস্টের মাধ্যমে এই ঠিকানায় পাঠাতে হবে -To The Principal, Sainik School Bijapur – 586108 (Karnataka)৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official Website: https://ssbj.in/

Official Notification: Click Here

Share it :