Sainik School Nalanda invites applications for the following posts.
Post: Counsellor, Art Master, Nursing Sister, PEM / PTI-cum-Matron, Ward Boy.
Total Vacancy: 7. Counsellor: 1, Art Master: 1, Nursing Sister: 1, PEM / PTI-cum-Matron: 1, Ward Boy: 3.
Eligibility: Post wise different.
Age limit: Post wise different.
Salary: Post wise different.
Last Date for Submit Application: 23rd April, 2024.
…………………………………….
সৈনিক স্কুল নালন্দায় ৭ শিক্ষাকর্মী
কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন সৈনিক স্কুল নালন্দা কাউন্সেলর, আর্ট মাস্টার, নার্সিং সিস্টার, পিইএম / পিটিআই কাম মেট্রন, ওয়ার্ড বয় পদে ৭ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ ১ বছরের চুক্তির ভিত্তিতে এই নিয়োগ হবে৷ দরখাস্ত পাঠাতে হবে ২৩ এপ্রিল, ২০২৪ এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) কাউন্সেলর: সাইকোলজি বিষয়ে গ্র্যাজুয়েট / পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে বা চাইল্ড ডেভেলপমেন্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে অথবা গ্র্যাজুয়েট / পোস্ট গ্র্যাজুয়েট হবার পর কেরিয়ার গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ ভোকেশনাল কাউন্সেলর হিসেবে রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়ার বৈধ রেজিস্ট্রেশন ও কোনো স্কুলে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স হতে হবে ২৩ এপ্রিল, ২০২৪ এর হিসেবে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ৫০,০০০ টাকা৷
(২) আর্ট মাস্টার : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পেইন্টিংয়ে স্পেশালাইজেশন সহ ফাইন আর্টে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে অথবা ফাইন আর্ট / আর্ট / ড্রয়িং বিষয় সহ যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে ও ৪ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে অথবা উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর ফাইন আর্ট / পেইন্টিং / ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিষয়ে পূর্ণ সময়ের ৫ বছরের বা আংশিক সময়ের ৭ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ ইংরেজি মাধ্যমে শিক্ষকতার অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ বয়স হতে হবে ২৩ এপ্রিল, ২০২৪ এর হিসেবে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ৫০,০০০ টাকা৷
(৩) নার্সিং সিস্টার: নার্সিং বিষয়ে ডিপ্লোমা বা জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি পাশ হতে হবে৷ কোনো আবাসিক পাবলিক সুকলে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স হতে হবে ২৩ এপ্রিল, ২০২৪ এর হিসেবে ১৮ থেকে ৫০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদনের যোগ্য৷ এককালীন বেতন: প্রতি মাসে ২৫,০০০ টাকা৷
(৪) পিইএম / পিটিআই কাম মেট্রন (কনট্র্যাক্টচুয়াল): মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে ও গেমস / স্পোর্টস ক্ষেত্রে দক্ষতা থাকতে হবে৷ বয়স হতে হবে ২৩ এপ্রিল, ২০২৪ এর হিসেবে ১৮ থেকে ৫০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদনের যোগ্য৷ এককালীন বেতন: ২৫,০০০ টাকা৷
(৫) ওয়ার্ড বয়: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ কোনো আবাসিক পাবলিক সুকলে কাজের অভিজ্ঞতা থাকলে, উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলে ও ইংরেজি ভাষায় সাবলীল হলে ভালো হয়৷ বয়স হতে হবে ২৩ এপ্রিল, ২০২৪ এর হিসেবে ১৮ থেকে ৫০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: প্রতি মাসে ২২,০০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে www.sainikschoolnalanda.edu.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে৷ দরখাস্তের ফি ৫০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীদের বেলায় ৩০০ টাকা) ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে৷ ডিমান্ড ড্রাফট হবে ‘Principal, Sainik School Nalanda, (payable at SBI VIMS Pawapuri or PNB Pawapuri)’ – এর অনুকূলে৷ এছাড়া উল্লিখিত ওয়েবসাইটের অনলাইন ফি সেকশনে গিয়ে দরখাস্তের ফি অনলাইনেও জমা দিতে পারবেন৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে তার সঙ্গে আনুষঙ্গিক নথিপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি, অতিরিক্ত ১ কপি পাসপোর্ট মাপের ছবি এবং নিজের নাম-ঠিকানা লেখা একটি খাম জমা দিতে হবে৷ নথিপত্রসহ দরখাস্ত একটি মুখবন্ধ করা খামে ভরে রেজিস্টার্ড / স্পিডপোস্ট / ক্যুরিয়ার / সাধারণ ডাকযোগের মাধ্যমে বা নিজে গিয়ে এই ঠিকানায় জমা দিতে হবে – To The Principal, Sainik School Nalanda, Vill – Nanand, PO – Pawapuri, Dist. – Nalanda, State – Bihar, Pin Code – 803115৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official Website: https://www.sainikschoolnalanda.edu.in/vacancy1.htm
Official Notification: Click Here
Application download link: Click Here