Advt. No. Phase-IX/2021/Selection Posts
Staff Selection Commission (SSC) is inviting applications for the recruitment of 3261 Selections Posts.
Posts: Junior Seed Analyst, Chargeman (Mechanical), Chargeman (Metallurgy), Scientific Assistant (M&E/ Metallurgy), Accountant, Head Clerk, Rehabilitation Counsellor, Staff Car Driver, Technical Superintendent (Weaving), Conservation Assistant, Technical Assistant (Wildlife), Research Investigator (Forestry), Junior Computer, Sub-Editor (Hindi), Sub-Editor (English), Multi Tasking Staff, Sr. Scientific Assistant (Biology), Sr. Scientific Assistant (Physics), Sr. Scientific Assistant (Toxicology), Sr. Scientific Assistant (Chemistry), Rehabilitation Counsellor, Sr. Zoological Assistant, Laboratory Assistant, Field Attendant (MTS), Office Attendant (MTS), Canteen Attendant, Photographer Grade-III, Library Information Assistant, Chargeman (Computer), Legal Assistant, Jr. Scientific Assistant, Fertilizer Inspector, Electric Welder, Rehabilitation Counsellor, Legal Assistant, Dealer cum Mechanic (Master Craftsman), Research Assistant, Jr. Geographical Assistant, Personal Assistant, Sr. Zoological Assistant, Girls Cadet Instructor & few other posts.
Total Vacancy: 3261 (Eastern region: 747, Other regions: 2514)
Eligibility: 10th / 12th / Graduate as per the requirement of the relevant posts.
Age limit: Ranging from 18 years to 30 years (as on 1st January, 2021) as per the requirement of the relevant posts.
Pay scale: Ranging from level 1 to level 6
Application fee: Rs. 100 (No Fee for SC/ST/PWD/ESM)
Last date of online application: 25th October, 2021
………………….
কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক ও দপ্তরে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে বিভিন্ন পদে ৩২৬১ জন নিয়োগ করা হবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২৫ অক্টোবর, ২০২১ রাত সাড়ে ১১টার মধ্যে৷ বয়স : মাধ্যমিকের সার্টিফিকেটে উল্লেখিত বয়স গ্রহণযোগ্য হবে৷ বয়সের হিসেব ১ জানুয়ারি, ২০২১ অনুযায়ী করতে হবে৷ বয়সের ঊধর্বসীমায় তপশিলি সম্প্রদায় প্রার্থীরা ৫ বছর, ওবিসি প্রার্থীরা ৩ বছর, প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর ছাড় পাবেন৷
ইস্টার্ন রিজিয়নে যোগ্যতা অনুযায়ী পদ – (ক) মাধ্যমিক যোগ্যতায় আবেদন করা যাবে এই সমস্ত পদে– (১) মাল্টি টাস্কিং স্টাফ (পোস্ট নং ER10321) : শূন্যপদ ৩৯৮ (জেনাঃ ১৮২, তঃজাঃ ৬৩, তঃউঃজাঃ ২০, ওবিসি ৯৬, আর্থিকভাবে অনগ্রসর ৩৭)৷ বয়স: ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-১ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে অফিস অফ দ্য চিফ পোস্টামাস্টার জেনারেল, ওয়েস্ট বেঙ্গল সার্কেল৷
(২) মাল্টি টাস্কিং স্টাফ (পোস্ট নং ER12821) : শূন্যপদ ৭৮ (জেনাঃ ৩৪, তঃজাঃ ১১, তঃউঃজাঃ ৫, ওবিসি ২১, আর্থিকভাবে অনগ্রসর ৭)৷ বয়স: ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-১ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে ন্যাশনাল টেস্ট হাউস, কলকাতা৷
(৩) ক্যান্টিন অ্যাটেন্ড্যান্ট (পোস্ট নং ER11321) : শূন্যপদ ৪ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ১)৷ বয়স: ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-১ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, কলকাতা৷
(৪) মাল্টি টাস্কিং স্টাফ (পোস্ট নং ER12521) : শূন্যপদ ৩ (অসংরক্ষিত)৷ বয়স: ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-১ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে অফিস অফ দ্য চিফ পোস্টামাস্টার জেনারেল, ওয়েস্ট বেঙ্গল সার্কেল৷
(৫) মাল্টি টাস্কিং স্টাফ (পোস্ট নং ER12621) : শূন্যপদ ৩ (জেনাঃ ১, ওবিসি ২)৷ বয়স: ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-১ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে অফিস অফ দ্য চিফ পোস্টামাস্টার জেনারেল, ওয়েস্ট বেঙ্গল সার্কেল৷
(৬) ফিল্ড অ্যাটেন্ড্যান্ট (এমটিএস) (পোস্ট নং ER11121) : শূন্যপদ ৩ (জেনাঃ ২, তঃজাঃ ১)৷ বয়স: ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-১ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, কলকাতা৷
(৭) অফিস অ্যাটেন্ড্যান্ট (এমটিএস) (পোস্ট নং ER11221) : শূন্যপদ ৩ (তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ১)৷ বয়স: ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-১ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, কলকাতা৷
(৮) ইলেকট্রিক ওয়েল্ডার (পোস্ট নং ER12721) : শূন্যপদ ২ (অসংরক্ষিত)৷ বয়স: ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-২ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে ন্যাশনাল টেস্ট হাউস, কলকাতা৷
(খ) উচ্চমাধ্যমিক যোগ্যতায় আবেদন করা যাবে এই সমস্ত পদে-(১) ডিলার-কাম-মেকানিক (মাস্টার ক্রাফটসম্যান) (পোস্ট নং ER12121) : শূন্যপদ ১৯ (জেনাঃ ৩, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ২, ওবিসি ৬, আর্থিকভাবে অনগ্রসর ৩)৷ বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-৬ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড, ফরিদাবাদ৷
(২) ফটোগ্রাফার গ্রেডIII (পোস্ট নং ER11421) : শূন্যপদ ৮ (জেনাঃ ৪, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ বয়স: ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-৪ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, কলকাতা৷
(৩) ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (পোস্ট নং ER11021) : শূন্যপদ ১ (তঃজাঃ)৷ বয়স: ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-৩ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, কলকাতা৷
(গ) গ্র্যাজুয়েট যোগ্যতায় আবেদন করা যাবে এই সমস্ত পদে-(১) রিসার্চ অ্যাসিস্ট্যান্ট (পোস্ট নং ER12321) : শূন্যপদ ১৪৬ (জেনাঃ ৬০, তঃজাঃ ১৯, তঃউঃজাঃ ১১, ওবিসি ৪১, আর্থিকভাবে অনগ্রসর ১৫)৷ বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-৬ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে ন্যাশনাল অ্যাটলাস অ্যান্ড থিমাটিক ম্যাপিং অর্গানাইজেশন, কলকাতা৷
(২) জুনিয়র জিয়োগ্রাফিক্যাল অ্যাসিস্ট্যান্ট (পোস্ট নং ER12221) : শূন্যপদ ৬২ (জেনাঃ ৩০, তঃজাঃ ৮, তঃউঃজাঃ ৩, ওবিসি ১৫, আর্থিকভাবে অনগ্রসর ৬)৷ বয়স: ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-৫ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে ন্যাশনাল অ্যাটলাস অ্যান্ড থিমাটিক ম্যাপিং অর্গানাইজেশন, কলকাতা৷
(৩) সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট (বায়োলজি) (পোস্ট নং ER10421) : শূন্যপদ ৩ (জেনাঃ ২, তঃজাঃ ১)৷ বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-৬ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি, কলকাতা৷
(৪) সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট (ফিজিক্স) (পোস্ট নং ER10521) : শূন্যপদ ১ (ওবিসি)৷ বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-৬ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি, কলকাতা৷
(৫) সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট (টক্সিকোলজি) (পোস্ট নং ER10621) : শূন্যপদ ১ (আর্থিকভাবে অনগ্রসর)৷ বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-৬ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি, কলকাতা৷
(৬) পার্সোন্যাল অ্যাসিস্ট্যান্ট (পোস্ট নং ER12421) : শূন্যপদ ১ (অসংরক্ষিত)৷ বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-৬ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে সেন্ট্রাল গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রাইব্যুনাল-কাম-লেবার কোর্ট, কলকাতা৷
(৭) সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট (কেমিস্ট্রি) (পোস্ট নং ER10721) : শূন্যপদ ১ (অসংরক্ষিত)৷ বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-৬ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি, কলকাতা৷
(৮) রিহ্যাবিলিটেশন (পোস্ট নং ER10821) : শূন্যপদ ১ (ওবিসি)৷ বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-৬ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে ন্যাশনাল কেরিয়ার সার্ভিস সেন্টার ফর ডিফারেন্টলি এবেল্ড, কলকাতা৷
(৯) সিনিয়র জুওলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট (পোস্ট নং ER10921) : শূন্যপদ ১ (ওবিসি)৷ বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-৬ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, কলকাতা৷
(১০) লাইব্রেরি ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট (পোস্ট নং ER11521) : শূন্যপদ ১ (অসংরক্ষিত)৷ বয়স: ১৮ থেকে ২৮ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-৬ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে রিজিয়নাল লেবার ইনস্টিটিউট, কলকাতা৷
(১১) চার্জম্যান (মেকানিক্যাল) (পোস্ট নং ER11621) : শূন্যপদ ১ (তঃজাঃ)৷ বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-৬ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে ডিরেক্টরেট জেনারেল অফ অ্যারোনটিক্যাল কোয়ালিটি অ্যাসিওরেন্স, নিউ দিল্লি৷
(১২) চার্জম্যান (কম্পিউটার) (পোস্ট নং ER11721) : শূন্যপদ ১ (অসংরক্ষিত)৷ বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-৬ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে ডিরেক্টরেট জেনারেল অফ অ্যারোনটিক্যাল কোয়ালিটি অ্যাসিওরেন্স, নিউ দিল্লি৷
(১৩) লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট (পোস্ট নং ER11821) : শূন্যপদ ১ (অসংরক্ষিত)৷ বয়স: ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-৬ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে কোল কন্ট্রোলার্স অর্গানাইজেশন, কলকাতা৷
(১৪) জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট (পোস্ট নং ER11921) : শূন্যপদ ১ (অসংরক্ষিত)৷ বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-৬ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে সেন্ট্রাল ড্রাগস ল্যাবরেটরি, কলকাতা৷
(১৫) ফার্টিলাইজার ইন্সপেক্টর (পোস্ট নং ER12021) : শূন্যপদ ১ (আর্থিকভাবে অনগ্রসর)৷ বয়স: ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-৫ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে সেন্ট্রাল ফার্টিলাইজার কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট, ফরিদাবাদ৷
(১৬) সাব-এডিটর (হিন্দি) (পোস্ট নং ER10121) : শূন্যপদ ১ (অসংরক্ষিত)৷ বয়স: ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-৬ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে সেন্ট্রাল রেফারেন্স লাইব্রেরি, কলকাতা৷
(১৭) সাব-এডিটর (ইংলিশ) (পোস্ট নং ER10221) : শূন্যপদ ১ (তঃউঃজাঃ)৷ বয়স: ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-৬ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে সেন্ট্রাল রেফারেন্স লাইব্রেরি, কলকাতা৷
ইস্টার্ন রিজিয়ন ব্যতীত স্টাফ সিলেকশন কমিশনের অন্যান্য রিজিয়নের মোট শূন্যপদ ২৫১৪৷
আবেদনের পদ্ধতি : অনলাইনে আবেদন করতে হবে https://ssc.nic.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইনে আবেদন ফি ১০০ টাকা জমা করতে হবে ২৮ অক্টোবর, ২০২১ রাত সাড়ে ১১টার মধ্যে৷ অফলাইনে জমা দেওয়া যাবে এসবিআই ব্যাঙ্ক চালানের মাধ্যমে ১ নভেম্বর, ২০২১ এর মধ্যে৷ তবে চালান জেনারেট করতে হবে ২৮ অক্টোবর, ২০২১ রাত সাড়ে ১১টার মধ্যে৷ তপশিলি সম্প্রদায়, প্রতিবন্ধী, এক্স-সার্ভিসম্যান ও মহিলা প্রার্থীদের কোনো আবেদন ফি লাগবে না৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সাম্প্রতিক তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি জেপিজি, ফর্ম্যাটে (২০ কেবি থেকে ৫০ কেবি সাইজ) ও সই (৪ সেমি× ৩ সেমি) জেপিজি ফর্ম্যাটে ১০ কেবি থেকে ২০ কেবি সাইজের মধ্যে স্ক্যান করে আপলোড করতে হবে৷ অনলাইন আবেদন করে প্রিন্টআউট নিয়ে নেবেন, এটি পরে কাজে লাগবে৷ যে সকল প্রার্থী একই রিজিয়নে একাধিক পদে আবেদন করবেন বা বিভিন্ন রিজিয়নে বিভিন্ন পদে আবেদন করবেন বা বিভিন্ন যোগ্যতার বিভিন্ন পদে আবেদন করবেন তাদের ‘কমন ক্যান্ডিডেট’ হিসেবে বিবেচনা করা হবে৷ কমন ক্যান্ডিডেট প্রার্থীদের একই যোগ্যতার পদগুলির জন্য (যেমন মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক বা গ্র্যাজুয়েট) কেবলমাত্র একবারই পরীক্ষায় বসার সুযোগ পাবেন৷ যদি একাধিক যোগ্যতার পদে আবেদন করে থাকেন সেক্ষেত্রে একাধিকবার পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে৷ অর্থাৎ মাধ্যমিক যোগ্যতার পদগুলির জন্য একবার, উচ্চমাধ্যমিক যোগ্যতার পদগুলির জন্য একবার ও গ্র্যাজুয়েট যোগ্যতার পদগুলির জন্য একবার পরীক্ষায় বসার সুযোগ পাবেন৷ ইস্টার্ন রিজিয়নের পরীক্ষাকেন্দ্রগুলি হল- কলকাতা (৪৪১০), হুগলি (৪৪১৮), শিলিগুড়ি (৪৪১৫), পোর্ট ব্লেয়ার (৪৮০২), রাঁচি (৪২০৫), বালাসোর (৪৬০৫), ঢেঙ্কানল (৪৬১১), রৌরকেল্লা (৪৬১০), সম্বলপুর (৪৬০৯), গ্যাংটক (৪০০১), ভুবনেশ্বর (৪৬০৪), কটক (৪৬০৫), বেরহামপুর (৪৬০২)৷ এছাড়াও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন ইস্টার্ন রিজিয়নের অফিসে-ইস্টার্ন রিজিয়ন, স্টাফ সিলেকশন কমিশনস, প্রথম এমএসও বিল্ডিং (নবম তল), ২৩৪/৪, আচার্য জগদীশ চন্দ্র বোস রোড, কলকাতা – ৭০০০২০, ওয়েবসাইট www.sscer.org৷
প্রার্থী বাছাই পদ্ধতি : মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, গ্র্যাজুয়েট যোগ্যতায় পৃথক কম্পিউটার বেসড টেস্ট (অবজেক্টিভ টাইপ এমসিকিউ) পরীক্ষা ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ ১ ঘণ্টার অনলাইন পরীক্ষায় জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটেটিভ অ্যাপ্ঢিটিউড ও ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে৷ প্রতি বিষয়ে ২৫টি করে প্রশ্ণ, প্রতিটি প্রশ্ণের মান ২৷ প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে৷ প্রযোজ্য ক্ষেত্রে স্কিল টেস্ট নেওয়া হবে৷ পরীক্ষার সম্ভাব্য সময় জানুয়ারি / ফেব্রুয়ারি, ২০২২৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: https://ssc.nic.in
Official notification: https://skyblue-whale-177127.hostingersite.com/wp-content/uploads/2021/09/Notification-SSC-SSC-Selection-Posts-Phase-IX.pdf
Online Registartion link: https://ssc.nic.in/Registration/Home