Advt. No. PHC/01/2024
Patna High Court invites online applications for the following posts.
Post: Translator, Translator-cum-Proof Reader.
Total Vacancy: 80. Translator: 60, Translator-cum-Proof Reader: 20.
Eligibility: Post wise different.
Age limit: 18 to 37 years for Male and 18 to 40 years for Female (as on 01/01/2024).
Pay-Scale: 44,900/- to 1,42,400/-..
Last Date of Online Application: 30th June, 2024.
…………………………………..
পাটনা হাইকোর্টে ৮০ কর্মী
পাটনা হাইকোর্ট ট্রান্সলেটর ও ট্রান্সলেটর কাম প্রুফ রিডার পদে ৮০ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৩০ জুন, ২০২৪ এর মধ্যে৷
শিক্ষাগত যোগ্যতা: ইংরেজি বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ হিন্দি জানা আবশ্যক৷ কম্পিউটার অ্যাপ্লিকেশনের কমপক্ষে ছয় মাসের ডিপ্লোমা / সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে৷ আইন বিষয়ে ডিগ্রি পাশ, উর্দু / মৈথিলি / সাঁওতালি ভাষা জানা প্রার্থীরা, এনসিসি বি সার্টিফিকেট থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৪ এর হিসেবে ছেলেদের বেলায় ১৮ থেকে ৩৭ বছর এবং মেয়েদের বেলায় ১৮ থেকে ৪০ বছরের মধ্যে৷
আবেদন : অনলাইনে দরখাস্ত করতে হবে http://patnahighcourt.gov.in ওয়েবসাইটের রিক্রুটমেন্ট ট্যাবের ‘Translator and Translator cum Proof Reader (for SUVAS Cell) Recruitment Examination, 2024’ লিঙ্কে ক্লিক করে এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের ফি ১১০০ টাকা অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official Website: https://patnahighcourt.gov.in/notices/recruitments
Official Notification: Click Here
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (৫/৬/২০২৪)।





