Notice No. TS/157/AITT (Part)/2021
Chittaranjan Locomotive Works is inviting applications for recruitment to 492 posts ITI Apprentice.
Posts: Fitter, Turner, Machinist, Welder (G&E), Electrician, Ref. & A. C. Mechanics and Painter (G)
Total Vacancy: 492 (Gen: 249, SC: 74, ST: 37, OBC: 132)
Fitter – 200
Turner – 20
Machinist – 56
Welder (G&E) – 88
Electrician – 112
Ref. & A. C. Mechanics – 04
Painter (G) – 12
Eligibility: Candidate must pass out ITI Examination (NCVT) (final or provisional certificate) and must have the certificate in the relevant trades. Candidate must pass in Matriculation/10th class.
Age limit: 15 years to 24 years as on 15-09-2021
Training Period & Stipend: As per the extant rules and directives issued by Railway Board.
Last date of Online Application: 3rd October, 2021
…………………
চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার (জি অ্যান্ড ই), মেশিনিস্ট, টার্নার, পেইন্টার (জি), রেফ্রিজারেটর অ্যান্ড এসি মেকানিক ট্রেডে ৪৯২ জনকে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে৷ যোগ্যতা : সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি স্বীকৃত আইটিআই এবং যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হওয়া আবশ্যক৷ বয়স : ১৫ সেপ্টেম্বর, ২০২১-এর হিসেবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর, ওবিসি প্রার্থীরা ৩ বছর, শারীরকভাবে প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷ আবেদন করতে হবে অনলাইনে ৩ অক্টোবর, ২০২১-এর মধ্যে৷ ট্রেনিং পিরিয়ড ও স্টাইপেন্ড : রেলওয়ে বোর্ডের নিয়মানুযায়ী ধার্য হবে৷
ট্রেড অনুযায়ী শূন্যপদ : (১) ফিটার : ২০০ (জেনাঃ ১০১, তঃজাঃ ৩০, তঃউঃজাঃ ১৫, ওবিসি ৫৪)৷ (২) ইলেকট্রিশিয়ান : ১১২ (জেনাঃ ৫৭, তঃজাঃ ১৭, তঃউঃজাঃ ৮, ওবিসি ৩০)৷ (৩) ওয়েল্ডার (জি অ্যান্ড ই) : ৮৮ (জেনাঃ ৪৪, তঃজাঃ ১৩, তঃউঃজাঃ ৭, ওবিসি ২৪)৷ (৪) মেশিনিস্ট : ৫৬ (জেনাঃ ২৯, তঃজাঃ ৮, তঃউঃজাঃ ৪, ওবিসি ১৫)৷ (৫) টার্নার : ২০ (জেনাঃ ১০, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ২, ওবিসি ৫)৷ (৬) পেইন্টার (জি) : ১২ (জেনাঃ ৬, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৩)৷ (৭) রেফ্রিজারেটর অ্যান্ড এসি মেকানিক : ৪ (জেনাঃ ২, তঃজাঃ ১,ওবিসি ১)৷
আবেদন করার পদ্ধতি : অনলাইনে দরখাস্ত করার জন্য www.apprenticeship.org পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে৷ এর জন্য প্রার্থীর নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ নির্দেশানুসারে প্রার্থীর যাবতীয় নথিপত্র আপলোড করে দরখাস্ত পূরণ করার পর তা সাবমিট করে এক কপি প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি : প্রার্থী নির্বাচন করা হবে মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ও ডাক্তারী পরীক্ষার মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন https://clw.indianrailways.gov.in৷
Official Website: https://clw.indianrailways.gov.in
Official Notification: https://skyblue-whale-177127.hostingersite.com/wp-content/uploads/2021/09/Chittaranjan-Locomotive-Works-Apprentice-Posts.pdf
Online Registration: www.apprenticeship.org