Institute of Banking Personnel Selection is inviting applications for recruitment to Specialist Officers’ posts through Common Recruitment Process (CRP SPL-XIV).
Post: I.T. Officer, Agricultural Field Officer, Rajbhasha Adhikari, Law Officer, HR/Personnel Officer, Marketing Officer.
Total Vacancy: 896
Eligibility: Graduate / PG
Age limit: 20 to 30 years as on 01.08.2024
Application fee: Rs. 850 (Rs. 175 for SC/ST/PWDs)
Last Date of Online Application: 21/08/2024
আই.বি.পি.এস-এর মাধ্যমে
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ৮৯৬ স্পেশালিস্ট অফিসার
ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (আইবিপিএস) দ্বারা আয়োজিত কমন রিক্রুটমেন্ট প্রসেস (CRP SPL-XIV)-এর মাধ্যমে দেশের ১১ টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে অ্যাগ্রিকালচারাল ফিল্ড অফিসার, মার্কেটিং অফিসার, আইটি অফিসার, ল অফিসার, রাজভাষা অধিকারী, এইচআর / পার্সোনেল অফিসার পদে ৮৯৬ জন স্পেশালিস্ট অফিসার নিয়োগ করা হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২১ আগস্ট, ২০২৪-এর মধ্যে৷
যোগ্যতা: গ্র্যাজুয়েট / পোস্ট গ্র্যাজুয়েট
বয়স: ১ আগস্ট, ২০২৪ অনুযায়ী ২০ থেকে ৩০ বছরের মধ্যে৷
শূন্যপদ: ৮৯৬৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.ibps.in ওয়েবসাইটের মাধ্যমে৷ অনলাইনে দরখাস্ত ফি ৮৫০ টাকা (তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধীদের বেলায় ১৭৫ টাকা) জমা করতে হবে৷
Official Website: www.ibps.in
Official Notification: Click Here
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (৭/৮/২০২৪)।