Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

170 OFFICERS IN NIACL

Ref No: CORP.HRM/AO/2024

New India Assurance Co. Ltd (NIACL) is inviting applications for recruitment to the following posts.

Post: Administrative Officers (Generalist & Specialist) (Scale 1).

Total vacancy: 170

Eligibility: Graduate/Post graduate

Age limit: 21-30 years (as on 1/9/2024)

Pay scale:  Rs. 50,925 – Rs. 96,765

Application fee: Rs. 850 (Rs. 100 for SC/ ST / PwBD)

Last date of online application: 29/09/2024

নিউ ইন্ডিয়া অ্যাস্যুরেন্সে ১৭০ অফিসার

রাষ্ট্রায়ত্ত সংস্থা দ্য নিউ ইন্ডিয়া অ্যাস্যুরেন্স কোম্পানি লিমিটেড অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (জেনারেলিস্ট অ্যান্ড স্পেশালিস্ট) (স্কেল-I) পদে ১৭০ জন নিয়োগ করবে৷ বয়স হতে হবে ১ সেপ্টেম্বর, ২০২৪ অনুযায়ী ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ অর্থাৎ প্রার্থীর জন্ম তারিখ হতে হবে ২ সেপ্টেম্বর, ১৯৯৪ থেকে ১ সেপ্টেম্বর, ২০০৩-এর মধ্যে৷ ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২৯ সেপ্টেম্বর, ২০২৪-এর মধ্যে৷

শাখা অনুযায়ী যোগ্যতা: (ক) জেনারেলিস্ট: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ (তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ) যে কোনো শাখায় গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে। শূন্যপদ: ১২০৷

(খ) স্পেশালিস্ট – অ্যাকাউন্টস: চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট / কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট পাশ ও কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ (তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ) যে কোনো শাখায় গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ (তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ) এমবিএ ফিন্যান্স / পিজিডিএম ফিন্যান্স / এম.কম পাশ হতে হবে। শূন্যপদ: ৫০৷

বেতনক্রম ও প্রবেশন: প্রতি মাসে ৫০,৯২৫ টাকা থেকে ৯৬,৬৭৫ টাকা৷ শুরুতে ১ বছরের প্রবেশন পিরিয়ড থাকবে৷ ১ বছর পরে দুইবার ৬ মাস করে এই প্রবেশন পিরিয়ড বাড়তে পারে। এই সময়ের মধ্যে ইনস্যুরেন্স ইনস্টিটিউট অফ ইন্ডিয়া দ্বারা আয়োজিত নন-লাইফ লাইসেন্সিয়েট পরীক্ষা পাশ করতে হবে৷ সফল প্রার্থীরাই একমাত্র কোম্পানিতে স্থায়ীভাবে চাকরির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন৷

আবেদনের পদ্ধতি:  অনলাইনে আবেদন করতে হবে www.newindia.co.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইনে দরখাস্ত ফি ৮৫০ টাকা (তপশিলি ও প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ১০০ টাকা) জমা করতে হবে৷

Official Websitewww.newindia.co.in

Official Notification: Click Here

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (১৮/৯/২০২৪)

Share it :