Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

HRRL RECRUITS 100 PERSONNEL

Advt. No. HRRL/RECT/02/2024

HPCL Rajasthan Refinery Ltd. invites online applications for the following posts.

Post: Junior Executives, Assistant Accounts Officer, Assistant Engineer, Engineer.

Total vacancy: 100.

Eligibility: post wise different.

Age Limit: post wise different.

Pay Scale: post wise different.

Last Date of Online Application: 4th October, 2024

……………………………………

এইচপিসিএল রাজস্থান রিফাইনারিতে ১০০

হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড ও রাজস্থান সরকারের যৌথ উদ্যোগ এইচপিসিএল রাজস্থান রিফাইনারি জুনিয়র এক্সিকিউটিভ,  অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার পদে ১০০ জন ছেলেমেয়ে নিয়োগ  করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৪ অক্টোবর, ২০২৪ এর মধ্যে৷

যোগ্যতা: প্রতিটি সেমিস্টারে কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫০ শতাংশ নম্বর) ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা সায়েন্স গ্র্যাজুয়েট হতে হবে৷ ভারী যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক৷ অথবা প্রতিটি সেমিস্টারে কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ  (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫০ শতাংশ নম্বর) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ অথবা প্রতিটি সেমিস্টারে কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ  কোয়ালিফায়েড চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হতে হবে৷ অথবা প্রতিটি সেমিস্টারে কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ  (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫০ শতাংশ নম্বর) কেমিক্যাল / পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৪ বছরের বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ অথবা  প্রতিটি সেমিস্টারে কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ  (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫০ শতাংশ নম্বর) মেকানিক্যাল / মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন / প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৪ বছরের বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ অথবা প্রতিটি সেমিস্টারে কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ  (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫০ শতাংশ নম্বর) কেমিক্যাল / পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৪ বছরের বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ অথবা প্রতিটি সেমিস্টারে কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ  (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫০ শতাংশ নম্বর) ফায়ার / ফায়ার অ্যান্ড সেফটি ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৪ বছরের বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে (পদ অনুযায়ী বিভিন্ন)৷

 বয়স: পদ অনুযায়ী বিভিন্ন৷ বেতনক্রম: পদ অনুযায়ী বিভিন্ন৷

আবেদন : দরখাস্ত করতে হবে অনলাইনে https://www.hrrl.in ওয়েবসাইটে৷ দরখাস্তের ফি ১১৮০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত  তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Website: https://www.hrrl.in/

Official Notification: Click Here

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (১১/৯/২০২৪)

 

Share it :