Advt. No. 06/2024
Security Printing & Minting Corporation of India Limited (SPMCIL) invites online applications for the following posts.
Post: Dy. Manager (IT), Assistant Manager (F&A), Assistant Manager (HR), Assistant Manager (Legal), Assistant Manager (IT), Assistant Manager (Materials Management).
Total vacancy: 24. Dy. Manager (IT): 4, Assistant Manager (Finance & Accounts): 10, Assistant Manager (Legal): 1, Assistant Manager (HR): 6, Assistant Manager (Materials Management): 1, Assistant Manager (Information Technology): 1.
Eligibility: Post wise different.
Age: Post wise different.
Pay Scale: Post wise different.
Last Date of Online Application : 24th November, 2024 till 5:30 pm.
……………………………………….
অর্থ মন্ত্রকে ২৪ অ্যাসিস্ট্যান্ট ও ম্যানেজার
কেন্দ্রীয় সরকারের অর্থ মন্ত্রকের অধীন সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ ও ‘ডেপুটি ম্যানেজার’ পদে ২৪ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২৫ অক্টোবর থেকে ২৪ নভেম্বর, ২০২৪ বিকেল সাড়ে ৫টার মধ্যে৷
যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে বি.কম পাশের পর সিএ / আইসিডব্লুএ পাশ হতে হবে৷ অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে প্রথম শ্রেণির নম্বরসহ পার্সোনেল ম্যানেজমেন্ট অ্যান্ড আইআর বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ বা এমএসডব্লু ডিগ্রি পাশ বা এমবিএ (এইচআর) পাশ বা এইচআর বিষয় নিয়ে ম্যানেজমেন্টে ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পাশ হতে হবে৷ অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে প্রথম শ্রেণির নম্বরসহ মেকানিক্যাল / ইলেকট্রিক্যাল / পাল্প অ্যান্ড পেপার টেকনোলজি / ইলেকট্রনিক্স / প্রিন্টিং টেকনোলজিতে ডিগ্রি পাশ সঙ্গে মেটিরিয়াল ম্যানেজমেন্ট / স্টোর ম্যানেজমেন্ট / পারচেজ / অপারেশন ম্যানেজমেন্ট / সাপ্লাই চেন ম্যানেজমেন্ট / লজিস্টিক ম্যানেজমেন্টে ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি / ডিপ্লোমা বা এমবিএ পাশ হতে হবে৷ অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে প্রথম শ্রেণির নম্বরসহ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং / আইটি শাখায় বি.টেক বা এমসিএ পাশ হতে হবে৷ অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে প্রথম শ্রেণির নম্বরসহ আইন বিষয়ে ডিগ্রি পাশ হতে হবে৷ অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে প্রথম শ্রেণির নম্বরসহ কম্পিউটার সায়েন্স / ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে বি.ই / বি.টেক ডিগ্রি পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে প্রথম শ্রেণির নম্বরসহ কম্পিউটার সায়েন্স / ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে বি.ই / বি.টেক ডিগ্রি পাশ হতে হবে৷ পোস্ট গ্র্যাজুয়েশন স্তরে সাইবার সিকিউরিটিতে স্পেশালাইজেশন থাকতে হবে অথবা নিম্নলিখিত যে কোনো একটিতে সার্টিফিকেট থাকতে হবে — সার্টিফায়েড এথিক্যাল হ্যাকার / সার্টিফায়েড ক্লাউড সিকিউরিটি প্রফেশনাল / সিআইএসএসপি/ জিএসইসি / অফেন্সিভ সিকিউরিটি সার্টিফায়েড প্রফেশনাল / সিআইএসএম৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে প্রথম শ্রেণির নম্বরসহ কম্পিউটার সায়েন্স / ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে বি.ই / বি.টেক ডিগ্রি পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে (পদ অনুযায়ী বিভিন্ন)৷
বয়স: পদ অনুযায়ী বিভিন্ন৷ বেতনক্রম: পদ অনুযায়ী বিভিন্ন৷
আবেদন : দরখাস্ত করতে হবে অনলাইনে www.spmcil.com ওয়েবসাইটে৷ দরখাস্তের ফি ৬০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ২০০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: https://www.spmcil.com/en/discover-spmcil/#careers
Official Notification: Click Here
Apply link: Click Here
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (২৩/১০/২০২৪)।