YIL Advertisement No. 1457
Yantra India Limited is inviting applications for engagement of Apprentices in several ordnance factories.
Post: Apprentice (ITI), Apprentice (Non-ITI).
Total Vacancy: 4217
Eligibility: Apprentice (ITI)- ITI, 10th; Apprentice (Non-ITI)- 10th
Age Limit: 14-18 years as on 21-11-2024
Last Date of Online Application: 21-11-2024
অর্ডন্যান্স ফ্যাক্টরিতে ৪,২১৭ অ্যাপ্রেন্টিস
রাষ্ট্রায়ত্ত সংস্থা যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের মাধ্যমে দেশের বিভিন্ন অর্ডন্যান্স ফ্যাক্টরিতে ট্রেড অ্যাপ্রেন্টিস পদে ৪,২১৭ জন নিয়োগ করা হবে৷ বয়স হতে হবে ২১ নভেম্বর, ২০২৪ অনুযায়ী ১৪ থেকে ১৮ বছরের মধ্যে। অনলাইনে দরখাস্ত করতে হবে ২১ নভেম্বর, ২০২৪-এর মধ্যে।
ক্যাটেগরি অনুযায়ী যোগ্যতা: (১) আইটিআই: কমপক্ষে মোট ৫০ শতাংশ নম্বর-সহ সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি বা এসসিভিটি স্বীকৃত আইটিআই পাশ ও কমপক্ষে মোট ৫০ শতাংশ নম্বর-সহ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে।
(২) নন-আইটিআই: কমপক্ষে মোট ৫০ শতাংশ নম্বর-সহ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে, সঙ্গে ম্যাথেম্যাটিক্স ও সায়েন্স বিষয়ে কমপক্ষে ৪০ শতাংশ নম্বর পেতে হবে।
শূন্যপদ: ৪২১৭।
আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে www.recruit-gov.com ওয়েবসাইটের মাধ্যমে। অনলাইনে দরখাস্ত ফি ২০০ টাকা (মহিলা, তপশিলি, শারীরিক প্রতিবন্ধী ও ট্রান্সজেন্ডার প্রার্থীদের বেলায় ১০০ টাকা) জমা করতে হবে৷
Official Website: http://www.recruit-gov.com
Official Notification: Click Here
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (০৬/১১/২০২৪)।